এখন সময়:সন্ধ্যা ৬:৫৯- আজ: রবিবার-১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:সন্ধ্যা ৬:৫৯- আজ: রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল

অরিন্দম নাট্য সম্প্রদায়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অরিন্দম নাট্য সম্প্রদায়ের বার্ষিক সাধারণ সভা গত ৪ জানুয়ারী ২০২৩ তারিখ জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। জনাব আকবর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শুরুতে অরিন্দম নাট্য সম্প্রদায়ের তিনজন নাট্যকর্মী খালিদ আহসান, আবদুস সালাম আদু ও সুব্রত বড়ুয়া রনির মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পদকের প্রতিবেদন পেশ করেন দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ উদয়ন কুমার বিশ্বাস। অরিন্দম নাট্য সম্প্রদায়ের পঞ্চাশ বছর পূর্তি আয়োজন ও অন্যান্য কার্যক্রম বিষয়ে আলোচনা করেন শিশির দত্ত, কমল সেনগুপ্ত, মুনির হেলাল, হাসান আহমেদ খান, সাবিরা সুলতানা বীনা, সালাউদ্দীন নকী, শাহরিয়ার আদনান শান্তনু, শেখ আনিস মঞ্জুর, কাজল সেন, শহিদুল মিরাজ প্রমুখ।

সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং অরিন্দম নাট্য সম্প্রদায়ের সাত সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নিম্নরূপঃ
সভাপতিঃ আকবর রেজা, সাধারণ সম্পাদকঃ সাইফুল আলম বাবু, কোষাধ্যক্ষঃ উদয়ন কুমার বিশ্বাস। সদস্যঃ সাবিরা সুলতানা বীনা, কাজল সেন, শহিদুল মিরাজ, সিরাজাম মুনিরা। প্রেস বিজ্ঞপ্তি

৭১ এর সেই মাহেন্দ্রক্ষণ

হোসাইন আনোয়ার ১৯৭১ সাল ১৪ ডিসেম্বর দিয়েই শুরু করছি। ১৪ ডিসেম্বর দিবাগত রাতে লে. জেনারেল নিয়াজী ফোনে রাওয়ালপি-িতে সামরিক বাহিনীর প্রধান সেনাধ্যক্ষ জেনারেল আবদুল হামিদকে

সেকাল ও একালের চট্টগ্রাম

মুহাম্মদ ইদ্রিস আলি   নদী—পাহাড়—সাগর, অবারিত মাঠ, সবুজ— সোনালি ফসলের ক্ষেত, বৃক্ষরাজি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাকৃতিক ভান্ডার—শ্বাশত বাঙালিয়ানার অফুরন্ত উৎস। সকালের সোনা মাখা হলুদ নরম

আমি শ্রাবণ!

সৈয়দ মনজুর কবির   মাস খানেক হলো হামিম সাহেব সিরাজগঞ্জের এডিসি হয়ে এসেছেন। শহরের ভেতর সরকারি বাড়ি। দুসপ্তাহ আগে পরিবার নিয়ে এসেছেন। পরিবার বলতে স্ত্রী