মেটাব তৃষ্না সবুজে
শাহাবুদ্দীন আরিফ
তোমার শ্যামলিমা ছুঁয়েছিল আমায় আনন্দলোকের মায়ায়,
ক্যানভাসের বুকে আলপনা রঙিন স্বাপ্নিক বৃক্ষ ছায়ায়।
দুরন্ত স্রোতে ভাসছিলাম দুয়ে সুন্দরের পথে ছুটে,
সবুজাভ বোধের স্নিগ্ধ অনুরণনে বিষন্নতা গেছে মুছে।
নাগরিকতা ভুলে আমাদের যাত্রা গ্রাম নদ সবুজ স্রোতে,
অনন্ত অসীমে অফুরান স্বপ্নে হাওয়াই উড়েছি সাথে।
যান্ত্রিকতা ছেড়ে দূর বিজন গাঁয়ে মেঠো পথের বাঁকে হেঁটে,
শিউলিতলা ভোর ভালবেসে দুহাতে শুভ্রতা উঠবে হেসে।
মাঝ রাত্তিরের ধবল জোছনায় হাতের মাঝে হাত নিয়ে,
পরিক্রমা হবে শহুরে অলিগলি প্রেমময় জোয়ারে ভেসে।
সুবহে সাদিকের ধল পহরে আলো বন্যায় ভাসাব দু’মন,
আমৃত্যু রব একক আত্মার স্বেচ্ছা বন্ধনে দু’জন।
হারাবো না কখনো উত্তরে বাতাসে উড়ন্ত মেঘের খাঁজে
বৃষ্টি না হোক শিশির কণা হয়ে মেটাব তৃষ্ণা সবুজে।
পড়েছেনঃ 172