মৌলানা ও বাঁশির কান্না
রিজোয়ান মাহমুদ
মরা বাঁশিটি যখন বাঁশঝাড় ছেড়ে
উঠোনের এককোণে চুপচাপ ভাঙা
নিশ্চিহ্ন ঠোঁটের গান হয়ে ওঠে
তখনই পরমায়ু নিয়ে কথা হয়।
আমি সন্তপর্ণে ফেলে এসেছি বুকের খেয়াঘাট
মিলনায়তন ভর্তি ধোঁয়ায় আচ্ছন্ন পান্ডুলিপি –
যারা কুড়িয়ে পেয়েছে বায়ু মেঘ ক্লান্তি
তারা কেউ-ই ল্যাবরেটরির ঠিকানা জানে না।
এ – শহরে গোল পাহাড়ের মোড়,
যেখানে থাকলে কিছুটা সময় এতো মানুষের ভিড়ে –
আমি ক্রমশ নিঃসঙ্গ হতে থাকি
ইতিউতি বাঁশিঅলা খুঁজি
তেমাথার মোড় কোথায় গন্তব্য ; এ-ই গোলকধাঁধার মধ্যে নিজেকে দোষেন।
মরা বাঁশিও রাস্তার মূলত একই পরিণতি
মৌলানা রুমির কান্দনের সাথে তাদের যেন বা
বড্ড মিল।
পড়েছেনঃ 105