সাম্যের জয়গান
চৌধুরী শাহজাহান
রূপের লাবণ্য নিয়ে নারী করোনা বড়াই
ভালোবাসা নিয়ে কবি করে না লড়াই
সাথী হয়ে রবো মিশে পাঁজরে পাঁজরে
নষ্টজলে ডুব দিলে হারাবে তাহারে।
আসুক ঝড় তুফান বন্যা মহামারি
কখনো যাবো না ভুলে হে হৃদয়েশ্বরী
এসো করি কিছু কাজ মানুষের জন্য
কিছু লোক ভালোবেসে হবেন অনন্য।
মানবতা খুঁটে মরে আজ সারা দেশে
এসো হিংসা ভুলি জাতি বর্ণ নির্বিশেষে।
দুদিনের দুনিয়ায় দম গেলে ঠুস
আপামর জনতার কবে হবে হুস!
এসো মিলে গাই সাম্যের জয়গান
হিন্দু বৌদ্ধ মুসলিম আর খ্রীস্টান।
পড়েছেনঃ 171