হাফিজ রশিদ খান
অমরতা ছুঁয়ে যায়
অমরতা সে তো তোমাকেই ছুঁয়ে যায়
যেমন মা সন্তানের গাল ছুঁয়ে দেয় মমতায়
একটা কঠোর সত্য ঘিরে-ঘিরে তোমাকে নিয়েছে
ছাত্রজনতার মাঝখানে
ভবনের বিছানায় ঘুমহারা তুমি
বাগ্মিতায় কেঁপে ওঠে প্রাণ ময়দানে
বেদনার উৎকলন তোমার ভাষায়
বঞ্চনার তুষাগ্নি তোমাকে কেবলই তাড়ায়
প্রতিভার সূক্ষ্ম তন্তু বানিয়েছে ঋদ্ধ মসলিন
হৃদয়ের তাঁতঘরে
তোমাকে কে আর মানা করে
বাংলার চারণকবি তুমি
তোমার উপমা শস্যশ্যামলা নিবিড় মাতৃভ‚মি
তোমার প্রাণের সুর
রাত্রিকাটা ভোরের নূপুর
বাজে বাংলায়
সারাদিন ছন্দে, চিরঞ্জীব বন্দনায় …
পড়েছেনঃ 97