সনতোষ বড়ুয়া :
চার
হামলা মানে হামলা
প্রতিরোধও হামলা,
পালেস্টাইন আর ইসরাইলকে
এখন দেখি সামলা।
মৃত্যু মানে মৃত্যু
স্বজন হত্যা কষ্ট,
যুদ্ধ মানে হত্যা মৃত্যু
একথা তো স্পষ্ট!
মরছে মানুষ রাত্রি দিনে
সৃষ্টি তুমি কার?
মৃত্যু উপত্যকায় এখন
শুধুই হাহাকার।
পাঁচ
পিতার পরে পুত্র নেতা
স্বামীর পরে স্ত্রী,
প্রয়োজনে একটু ভালো
হরহামেশা বিশ্রী ।
গণতন্ত্রের ‘তন্ত্র” নিয়ে
‘গণ’কে দিয়ে নির্বাসন,
এমনতর ধ্যান ধারণায়
মুড়ির মোয়া নির্বাচন।
ছয়
করলে খরচ পরের টাকা
হাজার মাইল কি অনেক দূর?
রাষ্ট্রপতি পরের টাকায়
চিকিৎসা নেন সিঙ্গাপুর।
তিন চারশ আয় করতে
যাচ্ছে কেটে দিন, বেলা,
কোটি কোটি নাঙা ভূখা
ভাত পায় না তিন বেলা।
বৃটেন দেশে রাজা- রাণি
যেমন তাদের বোঝা,
আমার এমন রাষ্ট্রপতির
কাম কি আমায় বোঝা।
সাত
মীরজাফরের বংশধর তো
মীরজাফরই হবে,
এ বাঙালি তোমায় মেরে
শোক করে উৎসবে।
শেখ হাসিনার দিন ফুরালে
খোঁজ নিবে না আর,
এ বাঙালি হিসাব বোঝে
গোছাতে সংসার।
পঁচাত্তরে খোশ ছিল যে
সেও এখন কাঁদে,
ফাঁকি আছে চোখের জলে
এবং আর্তনাদে।