সনতোষ বড়ুয়া
এক.
একটি ছড়া হালের হলে
একটি ছড়া কালের,
একটি ছড়া মিষ্টি মধুর
একটি হবে ঝালের।
কালের কথা বলবে ছড়া
হাল কি সেটাও বলবে,
ক্ষোভ দু:খের হাজার কথা
আগুন হয়ে জ্বলবে।
ছড়ার সুরে মন মোহিত
ছড়ার সুরে বধি,
অনিয়মের ভাঙতে বেড়া
ছড়ায় ডাকো যদি।
ভালোর সাথে মন্দ আছে
এই আমাদের ধরায়,
হালের কথা কালের কথা
বলব আমি ছড়ায়।
দুই.
মনের মাঝে হাওয়া মানে
ভালোবাসা ধারণ,
তা’ না হলে এক ছবিও
গাত্রদাহের কারণ।
যতই বলেন ক্ষমতা ছাড়েন
মনে মনে ‘বাই’ দেন,
শেখ হাসিনার সেল্ফি তোলেন
আমেরিকার বাইডেন।
সেই কারণে গাত্রদাহ
হতেই পারে ঠিকই,
তাইলে এসো কূটনীতিতে
এগিয়ে যাওয়া শিখি।
তিন.
ছবি দেখে পত্রিকায়
ফেলছি দীর্ঘশ্বাস,
পদ্মা নদীর ইলিশ এখন
স্মৃতি কাতর মাছ।
ডিমের ইলিশ সর্ষে বাটা
কী রান্না যে মা’র!
সেসব দিনের স্মৃতি আমায়
ডাকছে বারংবার।
এখন ইলিশ স্বপ্ন আমার
আকাশ ছোঁয়া দাম,
গরিব, দুখি নেয় না মুখে
আজ ইলিশের নাম।
পড়েছেনঃ 126