১
পথের বাঁকে বাঁকে দাড়িয়ে নিশ্চুপ
এক একটি মুখ কতো শত রূপ
পথ চিনিনি এগিয়ে যাবার
রকমারি মানুষ যাই চিনে
পুরো তিনশ পয়ষট্টি দিনে
তিন লক্ষ পয়ষট্টি হাজার
২
পৃথিবীতে যাচ্ছে মিটে বয়ষ্ক সব দ্বন্দ্বগুলো
শান্তি না হোক অশান্তির ভার হচ্ছে লাঘব
আমার বলে কিছুই নাই এমন দিনে,
তুমিও না
তুমি সহ আমার যতো তোমারই সব
৩
সন্ধ্যাতারার খোঁজে বেড়িয়েছি
কোন সন্ধ্যারাতে
ফিরেছি একাকী খুব সকালে
শুকতারাটি হাতে
পড়েছেনঃ 156




