১
চলে যাওয়া অর্থ হলো আবার তুমি আসবে ফিরে
আসবে ফিরে কোমল আলোর
কুসুমরাঙ্গা শেষ বিকেলে
সেই বিকেলের সোনা রোদে
গা ভেজাবো গা পোড়াবো
নীড়ে ফেরা সন্ধ্যাপাখি ভিড়বে তুমি হৃদয় নীড়ে
২
তুমি যেটুক কাঁদো, আমার চোখে
তার চাইতে বেশি জল
আমি যেটুক হাসি, তুমি যেনো
তারচে অনেক উচ্ছ্বল
৩
এই পথের কোন নাম নেই
পথিক তুমি আমি অনেকেই
‘ভালবাসা’ নাম দিলে ক্ষতি নেই
হৃদয় শুধু চলা, বিরতি নেই
পড়েছেনঃ 96




