এখন সময়:রাত ১:৩৫- আজ: শনিবার-৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:রাত ১:৩৫- আজ: শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

কবিতার কথা’র চট্টগ্রাম সম্মিলন ‘চলো এসো প্রাণে ঢেউতোলা চট্টগ্রামের কোলে সবুজ গাঁয়ে মেঘের ছায়া নীল সাগরের জলে।’

রুহু রুহেল

১০ মে শনিবার ২০২৫ দিনব্যাপী কবিতার কথা’র উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘কবিতার কথা’ চট্টগ্রাম সম্মিলন ও ঈদপুনর্মিলনী ২০২৫। সম্মিলন স্থল ছিল কুক আউট রেস্টুরেন্ট সাইফুদ্দিন খালেদ রোড, চট্টগ্রাম। সিইউ ফ্রেন্ডস এর একটি উদ্যোগ ‘কবিতার কথা’ যা করোনাকালে সৃষ্টি করেন কবি শাহ মোহাম্মদ সানাউল হক। যিনি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে আছেন। আমন্ত্রিত অতিথিরা হলেন- খ্যাতিমান কবি মোহীত উল আলম, কবি আসাদ মান্নান, কবি আবসার হাবীব, কবি হোসাইন কবির, কবি ওমর কায়সার, কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, কবি আইয়ুব সৈয়দ, কবি ইউসুফ মুহম্মদ, কবি জিন্নাহ চৌধুরী এবং সিইউ ফ্রেন্ডস পেইজের পক্ষে জহিরুল ইসলাম।

কবিতার কথা চট্টগ্রাম সম্মিলনে অংশগ্রহণের জন্য যারা ইচ্ছা পোষণ করেছিলেন এবং উপস্থিত হয়েছেন তাঁরা হলেন যথাক্রমে -খুকু আহমেদ, মুকুল চৌধুরী, রেহানা আখতার শোভা, মোহাম্মদ মিজানুর রহমান, ঝর্ণা তালুকদার, জোহরা রুবী, আজাদী সুলতানা রুমি, ইউনুছ ভূঁইয়া, , উম্মে হাবীবা সূচনা ,মারুফ মোহাম্মদ , কামরুন নাহার, ড. মহাশ্বেতা রায়, ড. অনিমেষ বিশ্বাস, দিলওয়ার চৌধুরী, নাজমা আরা,  শাহ মোহাম্মদ সানাউল হক, নাসিমা চৌধুরী, গৌরী প্রভা দাশ, নাসিমা আক্তার, মিন্টু দুলাভাই, শাহাবুদ্দীন আরিফ, নাছিমা রোকসানা, রাহনুমা পপি, আনোয়ারুল করিম, ফরিদা বেগম, আশেক ই খোদা, মনজু আলম, মেরিনা সুলতানা, হিমু হাসি, সৈয়দা ফৌজিয়া লুবনা, সৈয়দ আহমদ, ইকরামুল আমিন বাবু, সফিউল্লাহ পলিন, সুলতানা নুরজাহান রোজী, মারজিয়া খানম সিদ্দিকা, আতিয়া চৌধুরী, স্বাতী ব্যানার্জী, নাহিদ সুলতানা , ফারনাজ পলাশ, স্বপন মাহমুদ, সঙ্গীতা স্বপন, জাবের মুকতাদির, রুহু রুহেল।

 

আরও উপস্থিত ছিলেন অতিথি হিসেবে নাজমা মান্নান, (বিশিষ্ট সংগীত শিল্পী) জ্যোৎস্না কায়সার, সুমি ও বিজয় দাশ।  উৎসব মুখর পরিবেশে কবি সম্মিলনের এক মুগ্ধকর আয়োজন ছিল। অনু কবিতা দিয়ে দেয়ালিকা প্রকাশ, এবং কবিদের কাছ থেকে চার লাইন সম্বলিত কবিতা দিয়ে একটা স্মৃতিধন্যের বুকলেট এবং দুই চরণ কবিতা ও কবির ছবি নিয়ে সুদৃশ্য মগ তৈরি।

অনুষ্ঠানে আরও লক্ষ্যণীয় ছিল লোকজ শিল্পের ক্ষুদ্র প্রদর্শনী এবং ‘কবিতার কথা’র সাথে সংশ্লিষ্ট কবিদের প্রকাশিত গ্রন্থ নিয়ে বই প্রদর্শনী। ‘কবিতার কথা’র প্লাটফর্ম হতে এ পর্যন্ত সাতটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ১. কবিতার দরজায় কড়া নাড়ি, ২. এবং কবিতা ৩. দুঃসময়ে কবিতা, ৪. আমাদের সনেট, ৫. ইন্দুরেখা বিন্দুকথা, ৬. ডানামেলা শব্দগুলো ইংরেজি অনুবাদ রিহমবফ ড়িৎফং, ৭. কবিতায় ফিলিস্তিন এবং ইংরেজি অনুবাদসহ প্রকাশিত হয়েছে। আরও কিছু চমকপ্রদ ইভেন্ট যুক্ত ছিলো। অতিথি কবিদের তৎক্ষণাৎ কবিতা রচনার আয়োজন। যার নাম দেওয়া হয়েছিল শব্দ শব্দ খেলা। এ খেলায় অংশগ্রহণ করেন কবি মোহীত উল আলম, কবি আসাদ মান্নান, কবি ওমর কায়সার, কবি বিশ্বজিৎ চৌধুরী, কবি হোসাইন কবির,কবি ইউসুফ মুহম্মদ, কবি আইয়ুব সৈয়দ। অতিথি কবিদের কবিতাগুলো কবিরা নিজেরাই পাঠ করে শোনান।

স্বরচিত কবিতা পাঠ করেন উপস্থিত কবিতার কথা’র সকল কবি। গুরুগম্ভীর এক আলোচনা পর্বও ছিল বিষয়  ‘বাংলা কবিতার বাঁক বদল’। এ বিষয়ে আমন্ত্রিত অতিথি কবিরা আলোচনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথি কবিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন কবি রুহু রুহেল। দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আসাদ মান্নান। সংগীত পরিবেশনে অংশ নেন  মুকুল চৌধুরী, মনজু আলম, নাজমা মান্নান, মেরিনা সুলতানা, সফিউল্লাহ পলিন, নাসিমা আক্তার, কাজী সোহানা কায়সার। আরও একটি চমৎকার কাজ অতিথি এবং কবিদের দৃষ্টি আকর্ষণ করে। উপস্থাপন করেন কবি আতিয়া চৌধুরী। তিনি চট্টগ্রাম মানচিত্র নিয়ে সুন্দর বাঁধাই করা ফ্রেম তৈরি করে আনেন এবং কবিদের স্বাক্ষর গ্রহণ করেন। স্বাক্ষর গ্রহণ শেষে সেটি কবি শাহ মোহাম্মদ সানাউল হক এর হাতে তুলে দেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় বিভিন্ন পর্বে যারা অংশগ্রহণ করেন ,কবি নাহিদ সুলতানা, কবি মুকুল চৌধুরী, কবি শাহাবুদ্দীন আরিফ, কবি স্বপন মাহমুদ, কবি আনোয়ারুল করিম, সুলতানা নুরজাহান রোজী, কবি গৌরী প্রভা দাশ। সমন্বয় করেন কবি রুহু রুহেল। দিনব্যাপী অনুষ্ঠানটি মজার র‌্যাফেল ড্র এর পুরষ্কার বিতরণ এবং কেক কাটার মাধ্যমে সমাপ্ত হয়। কেকও ছিলা দুটো। একটা সিইউ ফ্রেন্ডস্ এর পক্ষে- সৌজন্যে- জহিরুল ইসলাম। আরেকটি কবিতার কথা’ চট্টগ্রাম সম্মিলন-এর পক্ষে। আমরা বলতে পারি প্রাণন জাগানো নিটোল অনুভবে কবিতার শব্দ প্রতিমায়:

‘আমার শব্দ আমার ভাষা কবিতার যত কথা

দেশ ও কালের ঘরে রাখি শিল্পের দায়বদ্ধতা’

পরিশেষে বলে রাখি কবিতার কথার এ আয়োজন ছিল খুব গোছানো এবং নান্দনিক।

আমন্ত্রণের স্লোগানও ছিল বেশ আনন্দ উদ্দীপক

‘চলো এসো প্রাণে ঢেউতোলা চট্টগ্রামের কোলে

সবুজ গাঁয়ে মেঘের ছায়া নীল সাগরের জলে।’

আহমদ রফিক: ভাষাসৈনিক থেকে সাহিত্য-গবেষণার আলোকবর্তিকা

শাহেদ কায়েস   আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯২৯-মৃত্যু: ২ অক্টোবর ২০২৫) বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের ভুবনে আহমদ রফিক একটি উজ্জ্বল নাম। তিনি একাধারে

অধ্যাপক ডা. রবিউল হোসেনের ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

আন্দরকিল্লা ডেক্স \ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম এর ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আত্মজীবনী ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

ফেরা

সৈয়দা মাসুদা বনি   নিশ্ছিদ্র অন্ধকারের কথা শোনা থাকলেও আদতেই সেটা কেমন জানা ছিল না রিশানের। এটাই তাহলে মৃত্যুর পরের জগৎ, সে ভাবে। সে ভাবতে

ফিরে যাওয়া

বিচিত্রা সেন   রুবা.. রুবা খবরদার, না খেয়ে এক পাও বাইরে দিবি না। মুশকিল হয়ে যাবে কিন্তু! মায়ের হুমকিতে অগত্যা রুবাকে দাঁড়াতেই হয়। মা যে

চিরহরিৎ বৃক্ষের গল্প

সুজন বড়ুয়া   ছাদে উঠে দেখি শানবাঁধানো উঁচু আসনে একা বসে আছেন হরিৎবরণ ঘোষাল। একটু অবাক হলাম। এ সময় তার ছাদে বসে থাকার কথা নয়।