ড. মোহাম্মদ আমীন
অঁরু বাড়ি আনোয়ারা আঁর; বঁরো বাড়ি চন্দনাইশ,
ছোডো চাচা থাই সাতকাইন্যা, বয়স উধা পঁচিশ-বাইশ।
বোয়ালহালি মাইজ্জা আঁলি, ছোডু আঁলি রউজান,
মনত পইল্লে ইথারার হথা, হইজ্যা ফাডি হাঁন হাঁন।
মীরসরাই ফুঁরো বাড়ি, লোয়াগাড়া থাই হাঁলা,
বেড়াইতো গেলে উঁনি হাঁবাই বওত বেশি ভালা।
আঁট-আাজারি লেহাপড়া, সীতাকুণ্ড আঁর চঁরি,
ডঁর মউয়া সন্দ্বীপ থাগে, রাঙ্গুনিয়াত্ অঁরি।
ফটিকছড়ি পাঁড় আছে, গোয়াছি আছে পটিয়া
বাঁশহালিত্তুন কর্ণফুলি— তারপরে শঁর চাঁডিয়া।
ভাষান্তর-
শ্বশুর বাড়ি আনোয়ারা, বাপের বাড়ি চন্দনাইশ,
ছোটো চাচা সাতকানিয়া, বয়স কেবল পঁচিশ-বাইশ।
বোয়ালখালী মেজো শালি, ছোটো শালি রাউজান,
মনে পড়লে তাদের কথা কলজে ফেটে খান খান।
মীরসরাই ফুঁপুর বাড়ি, লোহাগাড়া খালা,
বেড়াতে গেলে শুঁটকি খাওয়ায় অনেক বেশি ভালা।
হাটহাজারী লেখাপড়া, সীতাকুণ্ড চাকরি,
সন্দীপ থাকে বড়ো মামা, রাঙ্গুনিয়ায় শাশুড়ি।
ফটিকছড়ি পাহাড় আছে, পেয়ারা আছে পটিয়া,
বাঁশখালী টু কর্ণফুলি— তারপর শহর চাঁডিয়া।।




