এখন সময়:রাত ৮:৫৪- আজ: শুক্রবার-৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:রাত ৮:৫৪- আজ: শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

ধরণীর জনসংখ্যা এখন ৮০০ কোটি। ৭০০ কোটিতম শিশু ছিল বাংলাদেশের ঐশী

বাবুল সিদ্দিক

জাতিসংঘের তথ্য মতে, পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছেছে। ৭০০ কোটি থেকে শতকোটি বৃদ্ধি পেয়ে ৮০০ কোটিতে পৌঁছতে সময় লেগেছে ১১ বৎসর। এর পেছনে বড় ভ‚মিকা ছিল ২০ শতকের মধ্যভাগে বিপুল জনসংখ্যা প্রবৃদ্ধির। তবে এরপর বার্ষিক হার কমতে শুরু করে। এই কারণে জাতিসংঘের প‚র্বাভাস বলেছে, জনসংখ্যা ৯০০ কোটিতে পৌঁছতে সময় লাগবে ১৫ বৎসর। আর ২০৮০ সালের আগে হাজার কোটিতে পৌঁছানোর সম্ভবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

৭০০ কোটিতম শিশুটির জন্ম বাংলাদেশেই হয়েছিল বলে নথিভুক্ত করেছে জাতিসংঘ। গতকাল ১৫ নভেম্বর বিশ্ব জনসংখ্যা ৮০০ কোটির সীমা স্পর্শের সবশেষ সম্ভাব্য দিন হিসাবে আগেই ঘোষণা করে বিশ্বসংস্থাটি। ফিলিপাইনের ম্যানিলার টন্ডোতে ডক্টর হোসে ফ্যাবেলা মেমোরিয়াল হাসপাতালে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ২৯ মিনিটে জন্ম হয় শিশু ভিনিস ম্যাবানস্যাগের। তাকে প্রতীকী হিসাবে ধরে বিশ্বের ৮০০ কোটিতম মানবসন্তান হিসাবে বিবেচনা করা হচ্ছে। ফিলিপাইনের কমিশন অব পপুলেশন এন্ড ডেভেলাপমেন্ট বিভাগ শিশুটির জন্মের ঘটনাটি উদ্যাপন করছে। তাদের পক্ষ থেকে ফেসবুকে মা ও শিশুটির একটি ছবিও পোস্ট করা হয়েছে।

৭০০ কোটিতম শিশু ছিল বাংলাদেশের ঐশী : ২০১১ সালের ১১ নভেম্বর বাংলাদেশর একটি গ্রামে জন্ম নেওয়া সাদিয়া সুলতানা ঐশীকে বিশ্বের ৭০০ কোটিতম শিশু বলে ঘোষণা করে জাতিসংঘ। সেদিন রাত ১২টা বেজে ১ মিনিটে বাংলাদেশের ঢাকার আজিমপুর মাতৃসদন ও শিশু সুরক্ষা কেন্দ্রে পৃথিবীতে আসে ঐশী। সৌভাগ্যবান ফুটফুটে শিশুটির জন্ম দিয়েছিলেন মহসীন হোসেন ও তন্বী হোসেন। তাদের বাড়ি লৌহজংয়ের উপজেলার বিক্রমপুর এর বেচগাঁও গ্রামে। একটি ছেলে সন্তানের আশায় তারা তৃতীয় এ কন্যা সন্তানটির জন্ম দেন। আর বাবা, মায়ের এ তৃতীয় কন্যা সন্তানটিই হচ্ছে পৃথিবীর সাতশ কোটিতম মানব সন্তান। সেদিন প্রশাসনের অনেক কর্মকর্তা ও সাংবাদিকেরা ভিড় করেছিল ৭০০ কোটিতম শিশুকে দেখার জন্য। ঐশীক জন্মের পর থেকে আরও অন্তত ১ কোটি ৭০ লক্ষ বেড়েছে বাংলাদেশের জনসংখ্যা।

জনসংখ্যা কিভাবে বাড়ছে : তবে এরপর জনসংখ্যা বৃদ্ধির হার আরও কিছুটা ধীর গতির হবে বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে ১০ বিলিয়ন পৌঁছতে ২০৮০ সাল হয়ে যাবে। ১৮০০ সালে বিশ্বের জনসংখ্যা ছিল ১ বিলিয়ন। তারপর থেকে জনসংখ্যা বেড়েছে আট গুণ। তা বেড়েছে ২২২ বছরে। এখন তা আট গুন।

বিশ্বের জনসংখ্যা কীভাবে বাড়ছে তা দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে, ১৯৬২ সাল থেকে ১৯৬৫ সালের মধ্যে বৃদ্ধির হার কমেছিল ২.১ শতাংশ। এক শতাংশ কমে ২০২২ সালে। ২০৫০ সালের মধ্যে জাতিসংঘ বলেছে যে, এই হার কমবে ০.০৫ শতাংশ। জন্মহার যেহেতু কমেছে তাই জনসংখা বৃদ্ধির হার কমতে পারে বলে মনে করা হচ্ছে।

বিগত কয়েক বছর ধরে ইউনাইটেড নেশন সেই সব শিশুদের চিহ্নিত করেছে যারা বিশেষ মাইলস্টোন ছুঁয়েছে জনসংখ্যার ক্ষেত্রে। এর আগে জনসংখ্যা যখন পাঁচ, ছয়, সাত বিলিয়ন হয়েছিল তখন তা চিহ্নিত করে রাখা হয়েছিল।
এবার দেখা যাক তারা এত বছর পরে এখন কে কোথায় রয়েছেন এবং কী কাজ করছেন :-
১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন বিশ্বের ৫০০ কোটিতম শিশু। ১১ জুলাই জন্মগ্রহণ করেছিলেন ক্রোশিয়ার রাজধানী জাগ্রেবে। তার নাম মাতেজ গাসপার। তার জন্মের পর হাসপাতাল আলোকোজ্জ্বল হয়েছিল মুর্হুমুহু ক্যামেরার ফ্লাশলাইটে। বহু রাজনৈতিক নেতা, সাংবাদিক ঐ দিন জাগ্রেবের হাসপাতালে ভিড় করেছিল ৫০০ কোটিতম শিশুকে দেখার জন্য। এরপর কেটে গেছে ৩৫টি বছর। তিনি এখন বিবাহিত। কেমিক্যাল ইঞ্জিনিয়ার, থাকেন জাগ্রেবেই।

আদনান মেডিক ছিলেন ৬০০ কোটিতম শিশু। তিনি ১২ অক্টোবর, ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন সারাজেভোতে। তিনি থাকেন তার মায়ের সঙ্গে। ইকনমিক্সে মাস্টার্স করেছেন। শীঘ্রই ইউরোপের অন্য দেশে চলে যাবেন চাকরির জন্য।
সাদিয়া সুলতানা ঐশী হলো ৭০০ কোটিতম শিশু। সে জন্ম নেয় ২০১১ সালের ১১ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায়। সে ডাক্তার হতে চায়। তার পরিবার ভিলাইতে চলে গিয়েছে কারণ তাদের পরিবারের যে ব্যবসা ছিল শাড়ি ও ফেবরিকস্-এর, করোনার কারনে তা বড় ধাক্কা খেয়েছে।
১০০ কোটি জনসংখ্যা বাড়বে আটটি দেশে :
বিশ্বের পরবর্তী ১০০ কোটি জনসংখ্যা বাড়বে ম‚লত কঙ্গো, মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, এবং তানজিনিয়া। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক বাস করে ৭টি দেশে। বøুমমারগের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের জনসংখ্যার অর্ধেক বাস করে ভারত, চীন, ইউ.এস.এ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এবং ব্রাজিলে। বিশ্বের বর্তমানে ৮০০ কোটি লোকসংখ্যার মধ্যে প্রায় ৩০০ কোটি বাস করে মাত্র দুটি দেশে, চীন ও ভারতে।
বাড়ছে গড় আয়ুস্কাল : জাতিসংঘ এক রিপোর্টে জানিয়েছে, বিশ্বব্যাপী সাধারণ মানুষের গড় আয়ু ৭২. ৮ বছর। যা ১৯৯০ সালের তুলনায় ৯ বৎসর বেড়েছে। জাতিসংঘ মনে করছে, ভবিষ্যতে বিশ্বে মানুষের গড় আয়ু ২০৫০ সালের মধ্যে বেড়ে ৭৭.২ বৎসর হতে পারে।

বর্তমানে চীনের মোট জনসংখ্যা ১৪৫ কোটি ২৪ লাখ। এর পরের অবস্থান ভারতের। বর্তমানে ভারতের লোকসংখ্যা ১৪১ কোটি ২০ লাখ। জাতিসংঘের তথ্য বলছে, আগামী বছর চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত। মোট জনসংখ্যার দিক দিয়ে এখনও বিশ্বের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। ওয়াল্ডোমিটারের তথ্য মতে, মাত্র ১ লক্ষ ৪৮ হাজার ৪৬০ বর্গ কিলোমিটারের দেশটিতে ১৬ কোটি ৪৬ লাখেরও বেশি লোকের বাস।

 

আহমদ রফিক: ভাষাসৈনিক থেকে সাহিত্য-গবেষণার আলোকবর্তিকা

শাহেদ কায়েস   আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯২৯-মৃত্যু: ২ অক্টোবর ২০২৫) বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের ভুবনে আহমদ রফিক একটি উজ্জ্বল নাম। তিনি একাধারে

অধ্যাপক ডা. রবিউল হোসেনের ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

আন্দরকিল্লা ডেক্স \ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম এর ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আত্মজীবনী ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

ফেরা

সৈয়দা মাসুদা বনি   নিশ্ছিদ্র অন্ধকারের কথা শোনা থাকলেও আদতেই সেটা কেমন জানা ছিল না রিশানের। এটাই তাহলে মৃত্যুর পরের জগৎ, সে ভাবে। সে ভাবতে

ফিরে যাওয়া

বিচিত্রা সেন   রুবা.. রুবা খবরদার, না খেয়ে এক পাও বাইরে দিবি না। মুশকিল হয়ে যাবে কিন্তু! মায়ের হুমকিতে অগত্যা রুবাকে দাঁড়াতেই হয়। মা যে

চিরহরিৎ বৃক্ষের গল্প

সুজন বড়ুয়া   ছাদে উঠে দেখি শানবাঁধানো উঁচু আসনে একা বসে আছেন হরিৎবরণ ঘোষাল। একটু অবাক হলাম। এ সময় তার ছাদে বসে থাকার কথা নয়।