এখন সময়:রাত ১০:২৩- আজ: মঙ্গলবার-২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:রাত ১০:২৩- আজ: মঙ্গলবার
২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

রূপক বড়ুয়া’র গুচ্ছ কবিতা

কাল

 

সবাই আছে কিনা তা তো জানিনা

তবে অনেকে কিন্তু আছে! মুখে কাপড় দিয়ে

আমি সোজাসাপটা, ঘোরপ্যাঁচেও নেই

সবার দেখি মুখে মুখোশ, ঘামের গন্ধে, টেলকম

সুগন্ধি আরক মাখা নতুন,নতুন লেবাস পরা

চেনা সবাই তবু অচীন লাগে।

 

দু- একজন খুব সরব হাজার মানুষ চুপ

কাজের কথা কেউ বলে না! গোগ্রাসে সব গিলছে

মানচিত্রের বেহাল দশা ওরা খামছে ধরছে।

 

দেশটা গোল্লায় যাক, পেটে পিঠে লাগুক ছ্যাঁকা

হোক না ব্যাংক ফাঁকা দূর দেশে ওদের সিন্দুক আছে রাখা।

 

 

ময়না

 

যে কথা কয়টা তুমি শিখেছো উড়তে উড়তে হাটখোলাতে আর তেপান্তরে গিয়ে, ওসব এখন

মন কাড়ে না, ভাতশালিকে গান শুনায়

আমার ছেলেকে ঘুম পাড়ায়,টিনের চালে

পাড়ার মাথায়!উড়ে উড়ে জাত চেনায়।

 

তুমি তো পোষ মানো না, ভালোমন্দ খেয়ে সুযোগ

বুঝে পালাও কেবল পালাও। ঘর চেনো না

পরের গাছে, পাতার তলে লুকিয়ে শিস দিয়ে যাও

আচ্ছা কারে তুমি রাখো খুশি! মন ভুলাও।

 

তোমার ওই মন পালাই, পালাই

মন ভজানো শব্দ কথায় মন ভরাও

শ্যাম রাখি না কুল রাখি, দাগা খাই, দাগা খাই।

 

 

 

শক্তি

 

তারে দেখেছিলাম এই তো ক’বছর আগে

ফুটপাত ধরে নেভেল হয়ে সি,আর,বি দিয়ে যেতে

বাতাসের দেয়াল বুকে ঠেলে! সেদিন শিরিষ গাছের

পাতার বুকে পড়তে পেরেছিলো সে প্রণয় কবিতা

শুনতে পেয়েছিল ব্যর্থ প্রেমের গান,হুড়মুড় করে

টেনে নামিয়েছিলো ঝুম বৃষ্টি, শরীরে অজস্র স্রোতের

প্লাবন, দলাইমলাই করে তেথলে দিয়েছিলো দুর্বার

মুখ ও বুক! এক বিশাল নদী টেনে নিয়ে গিয়েছিল

ঘরবাড়ি, পশুপাখি, গেরস্থালি, তৈজসের জনপদে।

 

 

 

 

 

 

 

আজ তাকে দেখছি হাতে নিয়ে নাড়ছে প্রজন্মের ধারাপাত,

মৃত্তিকার জমিনে খুঁজছে অতীতের রোদ

হাতড়াতে দেখছি ওকে হারানো দূরবীন।

 

চোখের কোণ বেয়ে নেমে যাচ্ছে পৃথিবীর ভোর,

অন্ধকার ঘরে ডুবে যাচ্ছে তেজস্ক্রিয় যৌবন।

 

প্রবাস

 

আশ্চর্য! আসলে তাই তো, চারিদিকে তাকিয়ে দেখি

সবই ঠিকঠাক আছে অথচ কি যেন নেই!

পরিচিত কিছু নেই, ভোর, রোদ, সন্ধ্যা, রাত

যার যার মতোন! জ্যোৎস্না সে তো আছে পড়ে

বাঁশঝাড়ে, বাবলা বনের ধারে! দীঘিজলে এপার ওপার

তারামণ্ডল বুকে জল ঢেউয়ে হারাই

আমি একা হয়ে যাই।

চোখের কোলে আকাশ,পাখি আর মেঘের

ঘরে ফেরার টান, সন্ধ্যা, রাত, চোরকাঁটা

আয়ুর ঘরে রাত কাটায়

চুরি করে নিয়ে যায় সবুজ পালক!

তারপর একসময় আর কেউ থাকে না

দৃষ্টিতে শুধু গ্লেসিয়ার

একা, একা, একা একাই তো…

ফিরে আসি, ফিরে আসি না!

বুকের পাথর ছুঁই।

 

 

 

নদী

 

হাতটা ছুটে যাচ্ছে আমি এগোচ্ছি, এগোই

সব অচিন, অপাঙ্গে দেখি কবিতার লোভনীয় শরীর,

উড়ে যাচ্ছে তার আধো জলেভেজা সভ্যতার আচার

জল উপচে পড়ছে স্তনের ডগা ছুঁয়ে ছলাৎ ছলাৎ!

ঘাটের সিঁড়িতে অন্য এক সলাজ ধ্রুপদ, কলসির যৌবন

মিলিয়ে যায় ঘাস মাড়িয়ে আলপথে! আমি ফিরে আসি

কামুকী বুদবুদে, ফেনা এবং ফেনায় রোমাঞ্চিত শরীর!

 

কবে ফেলে এসেছি বনবাদাড় সবুজ মায়া,পাথর ক্রন্দন

আমাকে নিয়ে তোমাদের বারোমাসি, ভুলে গেছি, ভুলে

গেছি স্বজন পিরিত। কত নামাবলি গায়ে আমার উদোম শরীর নিয়ে

যাযাবর ভালোবাসা ধুয়ে নিই জ্যোৎস্নায়

পাথারে! ফিরে আসি জল বুকে, ফিরে যাই জলের বিহনে।

 

মুসলিম সম্পাদিত ও প্রকাশিত সাহিত্য পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র : শিখা

ইসরাইল খান ভূমিকা: উনিশ শতকের রেনেসাঁস হিন্দুসমাজেই বদ্ধ ছিল। ওর মর্মবাণী সমাজঅভ্যন্তরে প্রবাহিত করেছিলো যেসকল সাময়িকপত্র তা ছিল হিন্দুসমাজপতিগণের। মুসলিম- পত্রপত্রিকার উদাহরণ কেবলই পার্শ্বপ্রতিক্রিয়া। উল্লেখ

নাটোরের সাহিত্য সম্মেলনে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক ২০২৫ প্রদান ও গুণীজন সংবর্ধনা

\ আন্দরকিল্লা ডেক্স \ নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জাকির তালুকদার হাজেরা ফাউন্ডেশন সাহিত্য সম্মেলন শুভ উদ্বোধন করেন। সম্মেলনে প্রতি

আন্দরকিল্লা’র উদ্যোগে তিন কবির জন্মদিন উদযাপন

মন ও প্রাণের অনাবিল আনন্দ আমেজে শীতার্ত সন্ধ্যেয় হৃদয়ের উষ্ণতায় উচ্ছল উচ্ছ্বাসে আন্দরকিল্লার ২৮ বছর পদার্পণ, ইংরেজি নববর্ষ ২০২৬, এবং তিন কবির জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

প্রজেক্ট ক্লাউড হাউস

রোখসানা ইয়াসমিন মণি ডা. অভ্র সেনগুপ্ত, একজন প্রথিতযশা জ্যোতির্বিজ্ঞানী। ল্যাবের কাঁচের দেওয়ালের ওপারে ধূসর আকাশের দিকে তাকিয়ে আছেন। আজ সকালটা মেঘাচ্ছন্ন, ঠিক তার মনের মতো।