এখন সময়:সন্ধ্যা ৬:৩৭- আজ: মঙ্গলবার-২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:সন্ধ্যা ৬:৩৭- আজ: মঙ্গলবার
২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

সৈয়দা নাদিরা বেগম- এর তানকা

(অক্ষর বিন্যাস- ৫+৭+৫+৭+৭)

 

১.  জিঞ্জির

কুয়োর ব্যাঙ

সরবরে আতঙ্ক

বৃত্তানুবর্তী

আষ্টেপৃষ্ঠে বেঁধেছে

শিকারি অভ্যস্ততা।

 

২.  ভাবো একবার

নির্বোধ চিন্তা

কারণেঅকারণে

নষ্টপ্রহর

চেতনার দরজা

খুলে দাও এবার।

 

৩.  বকধার্মিক

প্রত্যাশী মন

অবনত সর্বদা

আত্ম সুযোগে

নিবিষ্ট আচরণ

সাজে কূটকচালে।

 

৪.  চোখে অন্ধকার দেখা

কূপমণ্ডুক

তিলকে তাল করা

কলিরসন্ধ্যা

কেঁচো খুঁড়তে সাপ

কিংকর্তব্যবিমূঢ়।

 

৫.  তবুও বেঁচে থাকা

ভারাক্রান্ত সে

টেনেটেনে চলেছে

গন্তব্য পথে

জীবন জিজ্ঞাসার

সদুত্তর খুঁজতে।

৬.  কিম্ভূত

ঘটনাচক্র

অঘটন ঘটন

নিত্যই ঘটে

চিন্তার বহির্ভূত

আকস্মাৎ উদিত।

 

৭.  বৈপরীত্য

শুধুই দেখা

দৃষ্টির দৃষ্টিপাত

প্রত্যক্ষ করে

জীবন্ত চিত্রকল্প

কবির অনুভবে।

 

 

 

 

 

 

৮.  খেলামেলা

পুতুলনাচ

হরদম চলছে

তেলেসমাত

অদৃশ্য কালো সুতা

নাটেরগুরু টানে।

 

৯.  মানব পরিহাস

মানবেতর

মানব ইতিকথা

প্রকাশমান

দাতা হাত বাড়ায়

দানবীর প্রচারে।

 

১০.  মতিভ্রম

মাথা ঘামানো

অযথা পণ্ডশ্রম

শুধু বিকার

ঠিকঠাক চলছে

অমিলটা কোথায়!

 

১১.  বিপ্রলাপ

প্রমাদযুক্ত

অনর্থক প্রলাপ

যুক্তি হারায়

মনের গোলযোগ

অসুস্থ চিন্তাধারা।

 

১২.  স্নেহধন্য

মৃত্তিকাভেদ

আমি এক বিশাখা

স্থির অনন্যা

বনানীর আশ্রয়

আবরিত আঁচলে।

 

১৩.  রোজনামচা

সন্ধানে আসে

ফুড়ুৎফুড়ুৎ চড়ুই

ব্যর্থতা মানে

আশাহত প্রত্যাশা

নিমগ্ন হতাশায়।

 

১৪.  মুখব্যাদান

বদ্ধ উন্মাদ

বীভৎস সীমানায়

আড়ালহীন

অন্ধ বিবরে টানে

মনুষ্যত্ব হারায়।

মুসলিম সম্পাদিত ও প্রকাশিত সাহিত্য পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র : শিখা

ইসরাইল খান ভূমিকা: উনিশ শতকের রেনেসাঁস হিন্দুসমাজেই বদ্ধ ছিল। ওর মর্মবাণী সমাজঅভ্যন্তরে প্রবাহিত করেছিলো যেসকল সাময়িকপত্র তা ছিল হিন্দুসমাজপতিগণের। মুসলিম- পত্রপত্রিকার উদাহরণ কেবলই পার্শ্বপ্রতিক্রিয়া। উল্লেখ

নাটোরের সাহিত্য সম্মেলনে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক ২০২৫ প্রদান ও গুণীজন সংবর্ধনা

\ আন্দরকিল্লা ডেক্স \ নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জাকির তালুকদার হাজেরা ফাউন্ডেশন সাহিত্য সম্মেলন শুভ উদ্বোধন করেন। সম্মেলনে প্রতি

আন্দরকিল্লা’র উদ্যোগে তিন কবির জন্মদিন উদযাপন

মন ও প্রাণের অনাবিল আনন্দ আমেজে শীতার্ত সন্ধ্যেয় হৃদয়ের উষ্ণতায় উচ্ছল উচ্ছ্বাসে আন্দরকিল্লার ২৮ বছর পদার্পণ, ইংরেজি নববর্ষ ২০২৬, এবং তিন কবির জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

প্রজেক্ট ক্লাউড হাউস

রোখসানা ইয়াসমিন মণি ডা. অভ্র সেনগুপ্ত, একজন প্রথিতযশা জ্যোতির্বিজ্ঞানী। ল্যাবের কাঁচের দেওয়ালের ওপারে ধূসর আকাশের দিকে তাকিয়ে আছেন। আজ সকালটা মেঘাচ্ছন্ন, ঠিক তার মনের মতো।