ঘাটতি ছিল
সনতোষ বড়ুয়া
বুঝতে পারার ঘাটতি ছিল
সুইচ ছিল না অন,
উন্নয়নের চাইতে ভাল
দেশের সুশাসন।
কর্মচারী কর্তারা সব
তাল দিয়েছে যত,
ভেবেছিলেন আপন তারা
ঠিক ন্যায় সম্মত!
বাঙালিকে চিনতে পারা
ঠিক অত নয় সোজা,
সব পায়ে সে ফিট হয়ে যায়
ঠিক নাইলনের মোজা।
এখন দেখুন খাচ্ছে দাচ্ছে
গাইছে আগের মত,
স্বার্থ বিহীন সাপোর্টারের
বুকের মাঝে ক্ষত।
===================
পাকিস্তানের জন্য কাঁদে প্রাণ?
পাকিস্তানের জন্য কাঁদে প্রাণ?
তোর গায়ে ভাই কোন আতরের ঘ্রাণ?
তোর বুকে কী একাত্তরের ক্ষত?
তাহলে তুই রাজাকারের মত!
কী খাস তোরা? পান কী করিস বল,
তোর চোখে কি পাকিস্তানের জল?
না হয় যদি হুদাই কাঁদিস ক্যান?
কানের কাছে করিস না ঘ্যান ঘ্যান!
পড়েছেনঃ 187




