এখন সময়:রাত ১:৪৬- আজ: শনিবার-৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:রাত ১:৪৬- আজ: শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

ফকির ইলিয়াস এর দুটি কবিতা

বিনয়ী চিত্রভাষা

 

বলার জন্যে যে মাধ্যমের প্রয়োজন  হয়-

তাকে শুধু ভাষা বলেই আখ্যা দেয়া যায় না।

নির্বাক তাকিয়ে থেকে, কিছু উচ্চারণ না করেও

অনেক কিছু বলে দেয়া যায়। অনেক রেখা দিয়ে

এঁকে ফেলা যায় বৃষ্টি কিংবা শিলাদের মুখচিত্র।

 

এই পৃথিবী মূলত মূক, গ্রহখ-ের প্রতিনিধি!

মাটি তার পরমাণুগুলোতে যে বিনয়

স্তরে স্তরে সাজিয়ে রাখে-

মানুষ তারই বশ্য হয়ে আজীবন

নতুন নতুন দাসকথা লিখে !

 

 

মেঘজীবী মানুষেরা

 

একটি ছায়া নির্মাণে একটি কায়ার প্রয়োজন হয়।

একটি দুপুর নির্মাণে,

প্রয়োজন হয় হয় যে সূর্যের- তা ঢেকে দিতে

পারে ঘন মেঘ। অথচ সূর্যের ছায়া মানুষকে ঘিরে

রাখার কথা ছিল। কথা ছিল, শ্রমজীবী মেঘের পাশে

দাঁড়িয়ে লিখে রাখার, দেখে রাখার!

 

জগতে কে কার কথা লিখে রাখে-

তা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা চলতেই পারে!

হতে পারে এমন আয়োজন,

যা সবসময়ই থেকে যাবে দর্শকবিহীন।

তারপরও যে মন ভেসে চলে নদীর পরাণে-

কতটা উজানে গেলে প্রত্যয় বাড়ে,

তা কেবল সেই দুটি চোখই জানে!

আহমদ রফিক: ভাষাসৈনিক থেকে সাহিত্য-গবেষণার আলোকবর্তিকা

শাহেদ কায়েস   আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯২৯-মৃত্যু: ২ অক্টোবর ২০২৫) বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের ভুবনে আহমদ রফিক একটি উজ্জ্বল নাম। তিনি একাধারে

অধ্যাপক ডা. রবিউল হোসেনের ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

আন্দরকিল্লা ডেক্স \ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম এর ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আত্মজীবনী ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

ফেরা

সৈয়দা মাসুদা বনি   নিশ্ছিদ্র অন্ধকারের কথা শোনা থাকলেও আদতেই সেটা কেমন জানা ছিল না রিশানের। এটাই তাহলে মৃত্যুর পরের জগৎ, সে ভাবে। সে ভাবতে

ফিরে যাওয়া

বিচিত্রা সেন   রুবা.. রুবা খবরদার, না খেয়ে এক পাও বাইরে দিবি না। মুশকিল হয়ে যাবে কিন্তু! মায়ের হুমকিতে অগত্যা রুবাকে দাঁড়াতেই হয়। মা যে

চিরহরিৎ বৃক্ষের গল্প

সুজন বড়ুয়া   ছাদে উঠে দেখি শানবাঁধানো উঁচু আসনে একা বসে আছেন হরিৎবরণ ঘোষাল। একটু অবাক হলাম। এ সময় তার ছাদে বসে থাকার কথা নয়।