এখন সময়:ভোর ৫:৩৪- আজ: শনিবার-৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:ভোর ৫:৩৪- আজ: শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

কাকতাড়ুয়ার মিছিল

স্বপন কুমার রায়

 

কাকতাড়–য়ারা বলে

থাকবে না দাঁড়িয়ে

হাতদুটো ব্যাথা করে

দাও কেউ নাড়িয়ে।

 

ঠাঠা রোদে মাথা ফাটে

জ্বলে যাই গরমে

মাথায় পাখির ইয়ে

মরে যাই মরমে।

 

ভালো জামা-প্যান্ট নেই

ছেঁড়া ছাড়া জোটে না

তাই বলি পাহারাটা

মাঠে আর মোটে না।

 

কাকতাড়ুয়ারা চলে

দলবেঁধে মিছিলে

প্রশ্ন একটা তাদের

কেন কথা দিছিলে?

 

ফসল উঠলে ঘরে

ওগো কাকতাড়–য়া

ঘটা করে পুজো দেব

পায়ে দেব খাড়ুয়া।

 

কোথায় সে কথা আজও

একই ভাবে দাঁড়িয়ে

মিছিলে মিছিলে তাই

দেব ভিত নাড়িয়ে।

 

 

=================

 

শীত এসেছে আমার গাঁয়ে

মোহাম্মদ আবদুস সালাম

 

শীত এসেছে আমার গাঁয়ে

ঠান্ডা লাগে বেশ।

নগর জুড়ে ধূলার মাঝে

রইলো তাহার রেশ।

 

মিষ্টি রোদের উষ্ণ পরশ

খুঁজছে কুকুর ছানা।

ঠাকুরগাঁয়ে রাতের বেলায়

বাইরে যেতে মানা।

 

শীতের পাখি আসছে দেশে

বাঁধছে তাদের নীড়।

কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে

বাড়ছে কেবল ভীড়।

 

একটুখানি রোদের ছোঁয়া

কোথায় গেলে পাবে?

উত্তরবঙ্গের সকল মানুষ

এই কথাটি ভাবে।

 

খেজুর রসের শীতের পিঠা

‘রঙিন করে মুখ।’

হাজার দুখের স্মৃতির মাঝে

শীতকালে দেয় সুখ।

আহমদ রফিক: ভাষাসৈনিক থেকে সাহিত্য-গবেষণার আলোকবর্তিকা

শাহেদ কায়েস   আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯২৯-মৃত্যু: ২ অক্টোবর ২০২৫) বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের ভুবনে আহমদ রফিক একটি উজ্জ্বল নাম। তিনি একাধারে

অধ্যাপক ডা. রবিউল হোসেনের ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

আন্দরকিল্লা ডেক্স \ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম এর ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আত্মজীবনী ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

ফেরা

সৈয়দা মাসুদা বনি   নিশ্ছিদ্র অন্ধকারের কথা শোনা থাকলেও আদতেই সেটা কেমন জানা ছিল না রিশানের। এটাই তাহলে মৃত্যুর পরের জগৎ, সে ভাবে। সে ভাবতে

ফিরে যাওয়া

বিচিত্রা সেন   রুবা.. রুবা খবরদার, না খেয়ে এক পাও বাইরে দিবি না। মুশকিল হয়ে যাবে কিন্তু! মায়ের হুমকিতে অগত্যা রুবাকে দাঁড়াতেই হয়। মা যে

চিরহরিৎ বৃক্ষের গল্প

সুজন বড়ুয়া   ছাদে উঠে দেখি শানবাঁধানো উঁচু আসনে একা বসে আছেন হরিৎবরণ ঘোষাল। একটু অবাক হলাম। এ সময় তার ছাদে বসে থাকার কথা নয়।