এখন সময়:রাত ২:৩৬- আজ: শনিবার-৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:রাত ২:৩৬- আজ: শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

আমিনুল ইসলামের একগুচ্ছ কবিতা

অধরনামা

 

তোমার অধরে আমূল আইসক্রিমের মজুদ

যা ফুরোবার নয় একজীবনে

আমার ঠোঁটে রোদলাগা পিপাসা

যা নবায়িত হয় রাত পোহালেই

ঠোঁটে ঠোঁটে এক জোট

প্রার্থী আমার পিপাসা

আবেদনপত্র নিয়ে উদগ্রীব তোমার শিহরণমাখা অধর

 

 

চা

 

সারাদিনে চার কাপ; রুমি খায়,

গরম গরম

তাপে বিবর্ণ হয়ে ওঠে অধরে

রাত আসে

চুমু দিই আমি

বিবর্ণ অধর ফিরে আসে সব…

আমি চা খাই না, আমাকে টানে না

কিন্তু সকালের এক কাপ চা

রুমির জন্য অনেক কিছু

তার আগেই ঘুম থেকে উঠে

চা বানাই আমি-

এই নাও তোমার চা!

পিরিচসহ কাপটা হাতে নেয় সে

এক ফাল্গুন হাওয়া এসে

ফুল ফুটিয়ে তোলে

তার বাগান বাগান মুখে;

 

আমি চা খাই না- বুঝি না চায়ের মজা

কিন্তু চা বানাই প্রতিদিন

মিঠুর টি-স্টলের মিঠু

চা বানায় প্রতিদিন

শতশত কাপ

মিঠুও জানে না-

সকালে এক কাপ চা বানিয়ে

সারাদিন কী সুখ আমার!

 

 

লাল মাটির অধর

 

প্রথম চুম্বন দিয়ে টেনে নিতে পারি নাকো ঠোঁট

তুমি বলো, কী কিসিমে দ্বিতীয় চুম্বন দিই আর ?

লাল মৃত্তিকার ঠোঁট চারপাশে বেঁধে আছে জোট

লীলাবতী দিঘি আজ জলঠোঁটে কথা বলে কার?

 

তাই বলে এত আঠা ঠোঁটে ও অধরে? এত গাঢ়!

তাকে পেয়ে বাকিসব ইচ্ছা যত উঠে আছে লাটে

চায় তবু বাড়াতে পারে না ঠোঁট ঠোঁটে অন্য কারো

রবীন্দ্র-নোঙর বাঁধা জীবনদেবতা যেই ঘাটে।

 

জীবনদেবতা ছিল নারী কোনো? নামটি গোপন?

বিশ্বকবি দেখেছেন লাল মাটিতেও শত সাঁঝ

অধিকন্তু বিজয়া মৈত্রেয়ী আর আন্নার নয়ন

তবু কেন তাকে নিয়েই গীতাঞ্জলির যত কাজ?

 

পপি-রুমি মরে গেছে? কে বলেছে–সুমি? জেসমিন?

দোল খায় কত নাম ঝড়ের চুম্বনে কাঁপা ফ্রেমে

দ্যাখো প্রিয় আমি তবু জড়িয়ে রয়েছি রাতদিন

গাবের আঠার মতো শুধু এক সে তোমারি প্রেমে।

 

 

বগলে ইট রেখে হেঁটে চলেছে দিন

 

দ্যাখো, বগলে ইট রেখে হেঁটে চলেছে দিন,

মাথায় গোল করে বাঁধা শেখ ফরিদের পাগড়ি

সূর্যটা আড়াল হলেই ভালোবাসার এসএমএস

পাঠায় নক্ষত্রের খোঁপা পরা রাতের মেসেঞ্জারে:

লাভ ইউ মাই ডিয়ার! নাভির নিচে মুচকি হাসে

কৌটিল্যের অর্থশাস্ত্র! আর হায় রাত, তুমিও তো!

ভালোবাসার নামে নীল উলকি এঁকে বাঁহাতে,

চান্স পেলেই তারকাখচিত লুটেরার ঠোঁটে

শোঁকো বারোয়ারি রেণু মাখা মহব্বতের ঘ্রাণ!

অথচ হাসিঠোঁটে একদিন রাত ছিল আনারকলি

একদিন ফুলহাতে দিন ছিল শাহজাদা সেলিম!

আহমদ রফিক: ভাষাসৈনিক থেকে সাহিত্য-গবেষণার আলোকবর্তিকা

শাহেদ কায়েস   আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯২৯-মৃত্যু: ২ অক্টোবর ২০২৫) বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের ভুবনে আহমদ রফিক একটি উজ্জ্বল নাম। তিনি একাধারে

অধ্যাপক ডা. রবিউল হোসেনের ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

আন্দরকিল্লা ডেক্স \ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম এর ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আত্মজীবনী ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

ফেরা

সৈয়দা মাসুদা বনি   নিশ্ছিদ্র অন্ধকারের কথা শোনা থাকলেও আদতেই সেটা কেমন জানা ছিল না রিশানের। এটাই তাহলে মৃত্যুর পরের জগৎ, সে ভাবে। সে ভাবতে

ফিরে যাওয়া

বিচিত্রা সেন   রুবা.. রুবা খবরদার, না খেয়ে এক পাও বাইরে দিবি না। মুশকিল হয়ে যাবে কিন্তু! মায়ের হুমকিতে অগত্যা রুবাকে দাঁড়াতেই হয়। মা যে

চিরহরিৎ বৃক্ষের গল্প

সুজন বড়ুয়া   ছাদে উঠে দেখি শানবাঁধানো উঁচু আসনে একা বসে আছেন হরিৎবরণ ঘোষাল। একটু অবাক হলাম। এ সময় তার ছাদে বসে থাকার কথা নয়।