এখন সময়:সকাল ৮:৪৭- আজ: মঙ্গলবার-২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:সকাল ৮:৪৭- আজ: মঙ্গলবার
২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

রোটারী ক্লাব অব চিটাগং কমার্শিয়াল সিটির বর্ষ-সমাপনী সভা সম্পন্ন

রোটারী ক্লাব অব চিটাগং কমার্শিয়াাল সিটির বর্ষ-সমাপনী সভা ৩০ জুন ২০২৪ রবিবার ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অমল বড়ুয়া  পিএইচএফ’র সভাপতিত্বে ওয়েলপার্ক হোটেল, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল সাবেক ডিস্ট্রিক্ট-৩২৮২ এর সম্মানিত ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি দিদারুল ইসলাম। সভার শুরুতে প্রথম ক্লাব অ্যাসেমব্লী পরিচালনা করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ব্যারিস্টার আবদুল্লাহ আল সা’দ। এতে স্পিকার ছিলেন পিপি রোটারিয়ান মোহাম্মদ ইসহাক; এরপর ক্লাব এজিএম অনুষ্ঠিত হয় এতে স্পিকার ছিলেন পিপি রোটারিয়ান শাহীন আলম সরকার এবং বর্ষ-সমাপনী সভায় স্পিকার ছিলেন পিপি রোটারিয়ান এডভোকেট মোহাম্মদ আবসারুল হক। সভায় বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান মোহাম্মদ ইউনুছ, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান হাসনাত আল মামুন, ক্লাব ট্রেজারার রোটারিয়ান মো: ফোরকান হামিদ আজাদ, রোটারিয়ান দীপংকর বড়–য়া, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান জ্যোতিময় বড়–য়া, রোটারিয়ান সঞ্জয় পালিত, রোটারিয়ান লুর্পণা মুৎসুদ্দী লোপা, কবি ও সম্পাদক মুহম্মদ নুরুল আবসার, রোটারিয়ান ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, রোটারিয়ান পারভীন আকতার প্রমুখ। সভায় ক্লাবের পক্ষ থেকে রোটাবর্ষ ২০২৩-২৪ এ সফল কর্মকা-ের স্বীকৃতিস্বরূপ ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অমল বড়–য়াকে বেষ্ট ক্লাব প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি পিপি রোটারিয়ান দিদারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,- পৃথিবীর সবচেয়ে পুরনো সংগঠনের মধ্যে অন্যতম হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল।

বিগত ১১৮ বছর ধরে মানবিক কর্মকান্ডের মাধ্যমে এই সংগঠন বিশে^র ২০০টি দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেবার ক্ষেত্রে প্রতিবছর নতুন নতুন চিন্তাচেতনার প্রবর্তন করে বৈশি^ক উন্নয়নকে ত্বরান্বিতকরণে রোটারি বিশ^ব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মানবিক কর্মকা-ে রোটারিয়ানদের আরও বেশি আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে।’

 

তিনি আরও বলেন- ‘মানবিক পৃথিবী গড়তে ও বিশে^ শান্তি প্রতিষ্ঠা করতে রোটারিয়ানদের কর্মপ্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে।’ উক্ত সভায় ২০২৪-২৫ রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান ব্যারিস্টার আবদুল্লাহ আল সা’দকে দায়িত্ব হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

আন্দরকিল্লা প্রকাশনার ২৮ বছর আগামীর পথ ধরে অনাদিকাল

রূপক বরন বড়ুয়া আমি মাসিক ‘আন্দরকিল্লা’ কাগজের নিয়মিত পাঠক। প্রতিবারের মতো হাতে নিলাম এবারের দৃষ্টিনন্দন প্রচ্ছদে ঢাকা জুলাই ২০২৫ সংখ্যা, হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতেই

জলে জঙ্গলে (পর্ব-২)

মাসুদ আনোয়ার   ৬ ডিসেম্বর রাজশাহী বোর্ডের রেজাল্ট আউট হলো। আমি কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থী। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলাম। যে কোনোদিন কুমিল্লা বোর্ডও ফল প্রকাশ

স্বপ্নে গড়া অবয়ব

সৈয়দ মনজুর কবির   মনটা যখনই কেমন অজনা বিষণ্নতায় ছেয়ে যায় তখনই কেয়া জানালার ধারে এই চেয়ারটাতে এসে বসে। আজ অবশ্য অন্য একটা কারণ আছে

অন্তহীন সুড়ঙ্গ

সুজন বড়ুয়া   কবর থেকে বেরিয়ে মহিম অশরীরী রূপ নিল। সঙ্গে সঙ্গে গত কয়দিনের সব ঘটনা একে একে মনে পড়ে গেল তার। ফার্স্ট সেমিস্টারের পর

রাত যখন খান খান হয়ে যায়…

মনি হায়দার   চোখ মেলে তাকায় সোাহেল হাসান। প্রথম দৃষ্টিতে সবকিছু অচেনা লাগে। কোথায় এলাম আমি? উঠে বসতেই মনে পড়ে গতরাতে অনেক ঝক্কি আর ঝামেলার