এখন সময়:দুপুর ১২:২৭- আজ: শনিবার-১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:দুপুর ১২:২৭- আজ: শনিবার
১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

রিজোয়ান মাহমুদ— এর গুচ্ছ কবিতা

গুমানী নদীর পাড়

 

বড়সড় একটা আয়না

সাজানো তোমার রুম

এপাড় — ওপাড় সীমাহীনপ্রায়

ড্রেসিং করা ঢেউ তবু তোলপাড়

স্নো, আই লাইনার, চুড়ি — কাঁটা

অবিশ্বাস্য অবিরাম ধড়ফড় —

তুমি আমার আয়নামতি

পড়ে থাকে কদম আয়নাঘরে।

 

ভোরগুলো দুপুর হলেই নির্জনতা

রিমঝিম বিছানা আয়নাঘর ভেসে যায়

এঘরে তোমার জন্ম খুঁজি,

সুখ দ্যাখি, ম্যানিকিউর নিপুণ

মিস্তিরির গভীর নিঃশ্বাস টের পাই

অস্ত্রময় তুমি সে ঘাটে সমূহ সর্বনাশ

যেন একখানা ডিঙ্গিনৌকা, একঘটি জল

ভেসে যাবে দুদ্দাড় মিথুন তোড়ে

নিঃশ্বাস সবটা লাল লিপিস্টিক।

 

তুমি গুমানী নদীর পাড় একটা আয়নাঘর।

 

 

 

 

 

অবেলার গান

 

ভাবি, না লেখা একটা মুশায়েরা তুমি

অনেক দূরের মেঘ

সাদা কাগজ বাতাসে ওড়ে

হতচ্ছাড়া আমি বিপন্ন আবেগ।

 

যতটা দূরের, তারচেয়েও অনেক

ভাসাবো মনের ঝিল

ক্ষরণের রক্তবমনে পুড়ছে গান

টেনে ছিঁড়ে নামে বাতাসের খিল।

 

বুঝি, জলে ভাসে অন্যের সাম্পান

আমার বেদনা খান খান

মাঝি টানো তুমি ধীরে ধীরে

জলে ও জোয়ারে ভাসে আমার সম্মান।

 

 

 

 

 

 

 

মুহূর্তের মুগ্ধরা

 

মুগ্ধ, তোমার দিকে বাংলাদেশ

তুমি পানি দেবে না তাদের

যারা তৃষ্ণার্ত!

কত বয়স তোমার

বৈষম্যবাজরা ওঁৎ পেতেছে

তুমি আহতদের পানি হতে চেয়েছিলে।

স্তরে স্তরে মানুষ বড় হয়

তুমি বড় হ’য়ে উঠেছ পানিতে

দ্যাখো, পৃথিবীর তিনভাগ জল

সাগর সেঁচে তুলেছ একভাগ

আর্তরা যখন কাতরাচ্ছে

তোমার গভীর উচ্চারণ

আকাশ—বাতাস ধর্মহীন —

শুধু পানি—ই ধর্ম

পানিতে রুপান্তরিত তুমি

পানিতে জীবন পানিতে মরণ ;

এ—ই আপ্তবাক্য দুমড়েমুচড়ে

তোমার মন্দি্রত কন্ঠ — পানি লাগবে পানি

পানির অপর নাম আজ — মীর মুগ্ধ

মুহুর্তের মুগ্ধরা নিজের রক্তের পানিতে

সাঁতার কাটবে।

 

 

 

 

 

 

 

 

ভিন্ন এক দেয়াল

 

দেয়ালটি সবার আড়ালে বিষণ্ণতা দিয়ে তুলেছি এবার

এক কলস দুপুরে যখন ঘুমিয়ে পাতা

যখন ঘুঙট রাগ নেমেছে আঁধার করে,

দেয়াল নির্মাণে মনিব ছিল না পাশে ;

এটি আমাদের দুর্ভাগা মনন বৈষম্যের বিরুদ্ধ আকর।

শাদাচুনকামে খুব সুন্দর দেখায় জ্যোৎস্না প্লাবিত

অন্ধকারে — যেন প্যাগান পরীর দেশ।

দেয়ালচিত্রটি গুডবুকে ছিলনা কখনও

একটি নদী এঁকে তাতে জল দিলে

ঢেউ গোনা শুরু হয়ে যায়।

দেয়ালটি দেশ ভাগের না, মন ভাগেরও না

অদৃশ্য সুতোর সুঁই দিয়ে ঢাকা বিধবার ছাপ।

 

একজন রোমাঞ্চপ্রিয় মানুষ ও তাঁর তোলা কিছু দুর্লভ আলোকচিত্রের কথা

আলম খোরশেদ অনেকেই জানেন যে, প্রখ্যাত ফরাসি কল্পবিজ্ঞানলেখক জ্যুল ভের্ন এর কিংবদন্তিতুল্য গ্রন্থ ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ’ অবলম্বনে ১৯৫৬ সালে হলিউডে একই নামে

প্রগতির পথে, জীবনের গান, সকল অশুভ শক্তির হবে অবসান” এই আহবানে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

\ ভাস্কর ধর \ সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার আহ্বানের মধ্য দিয়ে এবং প্রগতির লড়াইকে দৃঢ় করার দৃপ্ত শপথের মধ্য দিয়ে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

আমার বাবা কর্নেল তাহের

জয়া তাহের   আমাকে যখনই কেউ জিজ্ঞাসা করেন, কর্নেল তাহেরের মেয়ে হিসেবে আপনার অনুভূতি কি? আমার চোখের সামনে এক নিমেষেই ভেসে ওঠে ৪০ বছরের অসংখ্য

ছাগল-মাহাত্ম্য

ড. ইউসুফ ইকবাল ভূপৃষ্ঠের বঙ্গ-ভূভাগে দ্রুতবর্ধমান প্রাণিকুলের মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য প্রাণিটির নাম ছাগল। আমাদের একচুয়াল ও ভার্চুয়াল প্রতিবেশ-বাস্তব ও মেটাফোরিক পরিমণ্ডলে এর প্রভাব অপরিসীম। ছাগলের

সৈয়দ মনজুর কবির-এর অনুগল্প

শুধুই কলিজার টুকরা পারে   সম্প্রতিক সৃষ্টি হওয়া চরম বিপরীতমুখী দুই পরিবারের মাঝে একটি টানা বেড়ার আড়াল। শুধু ওপাশের আম গাছটির ছড়ানো লম্বা ডালটি চলে