এখন সময়:সকাল ৮:৪৬- আজ: মঙ্গলবার-২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:সকাল ৮:৪৬- আজ: মঙ্গলবার
২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

প্রসঙ্গ: আন্দরকিল্লা ও একজন সম্পাদক

ওসমান গণি

 

আমি মনে করি একটি সংকলন হল সাহিত্য চর্চার একটি একক ভলিউমে সংগৃহীত কাজের একটি সিরিজ, সাধারণত একটি একীভূত থিম বা বিষয় । এই কাজগুলি নিবন্ধ, গল্প, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, গান বা নাটক হতে পারে এবং সেগুলি সাধারণত কবি ও সম্পাদক নুরুল আবসার তা বাছাই করে থাকেন তাঁর অজস্র শ্রম মেধা ও সুনিপুণ দক্ষতায়। আন্দরকিল্লা সংখ্যাগুলো পাঠে তা অনুধাবন করি।

 

সময়কে দেখতে দেখতে তিনি কাজ করেছেন, লিখেছেন। অভিজ্ঞতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। আন্দরকিল্লা শিল্প সাহিত্য ও সমাজ ভাবনা মূলক কাগজটি তিনি করেন অন্তর্তাগিদে। কবি নূরুল আবসারের দীর্ঘ জীবনের অনুভবগুলি তাঁর লেখায় ও সম্পদনায় প্রতিফলিত হয়। সাহিত্য চর্চার ধ্যানমগ্নে কাজে আমাদের শিখিয়ে দেয় মানের উচ্ছ্বাসের সংজ্ঞা।

চলমান সমাজ বাস্তবতার সঙ্গে সাহিত্য জীবনের শিল্পসত্তার ঐকান্তিক মিলন পাঠক মাত্রই অবগত আছেন। সমাজ, রাষ্ট্র বাস্তবতা সাধারণ মানুষকে যেভাবে জাগিয়ে তোলে, ভাবিয়ে তোলে কবিকে ভাবিয়ে জাগায় আরও একধাপ এগিয়ে ; সাহিত্য আন্দোলনের অনুরণের মধ্যে দিয়ে, সচেতন শিল্পীর পক্ষেই রাষ্ট্রের অসঙ্গতি ও অসংগতিগুলো পাঠককে পুর্নবার স্মরণ করিয়ে দেন তাঁর কাজের মাধ্যমে কবি ও সম্পাদক নূরুল আবসার।

 

চেরাগির মোড় মানে আন্দরকিল্লা অফিস, চট্রগ্রামের সব কবি, শিল্প সাহিত্যের আড্ডা। আবসার ভাইয়ের সাথে আমার পরিচয় হয় ২০০৫ সালে কবি ও শিশুসাহিত্যিক আইউব সৈয়দের মাধমে অত্যন্ত আন্তরিক মানুষ। সুদীর্ঘ ২৬ বছর ধরে তিনি নিরলস ভাবে আন্দরকিল্লা কাগজটি করে আসছেন ক্লান্তিহীন ভাবে। আমি মনে করি তিনি যুগ সচেতন ও যুগের চাহিদা মেটাতে সক্ষম। সেই বোধ থেকে মনে হয় ভাষা-সাহিত্যের সাথে সংযোগ ঘটাতে তিনি আগামী একুশে বইমেলায় “আন্দরকিল্লা” বিশ্ব বাংলা-সাহিত্য সংখ্যা করতে যাচ্ছেন। পাশাপাশি তিনি সৃজনশীল বই প্রকাশক, আবির প্রকাশনের স্বত্বাধিকারী।

শুভ কামনা রইলো কবি ও সম্পাদক নুরুল আবসারের প্রতি, কল্যাণ হোক আন্দরকিল্লা’র।

 

ওসমান গণি, সম্পাদক “সরোদ’

আন্দরকিল্লা প্রকাশনার ২৮ বছর আগামীর পথ ধরে অনাদিকাল

রূপক বরন বড়ুয়া আমি মাসিক ‘আন্দরকিল্লা’ কাগজের নিয়মিত পাঠক। প্রতিবারের মতো হাতে নিলাম এবারের দৃষ্টিনন্দন প্রচ্ছদে ঢাকা জুলাই ২০২৫ সংখ্যা, হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতেই

জলে জঙ্গলে (পর্ব-২)

মাসুদ আনোয়ার   ৬ ডিসেম্বর রাজশাহী বোর্ডের রেজাল্ট আউট হলো। আমি কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থী। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলাম। যে কোনোদিন কুমিল্লা বোর্ডও ফল প্রকাশ

স্বপ্নে গড়া অবয়ব

সৈয়দ মনজুর কবির   মনটা যখনই কেমন অজনা বিষণ্নতায় ছেয়ে যায় তখনই কেয়া জানালার ধারে এই চেয়ারটাতে এসে বসে। আজ অবশ্য অন্য একটা কারণ আছে

অন্তহীন সুড়ঙ্গ

সুজন বড়ুয়া   কবর থেকে বেরিয়ে মহিম অশরীরী রূপ নিল। সঙ্গে সঙ্গে গত কয়দিনের সব ঘটনা একে একে মনে পড়ে গেল তার। ফার্স্ট সেমিস্টারের পর

রাত যখন খান খান হয়ে যায়…

মনি হায়দার   চোখ মেলে তাকায় সোাহেল হাসান। প্রথম দৃষ্টিতে সবকিছু অচেনা লাগে। কোথায় এলাম আমি? উঠে বসতেই মনে পড়ে গতরাতে অনেক ঝক্কি আর ঝামেলার