এখন সময়:সকাল ১০:৩২- আজ: মঙ্গলবার-২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:সকাল ১০:৩২- আজ: মঙ্গলবার
২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

সৈয়দা নাদিরা বেগম এর তানকা তানকা (অক্ষর বিন্যাস)

৫+৭+৫+৭+৭)

 

১৪.     রহস্য

খেলা খেলতে

তুমিই শুধু পারো

হে বিচিত্রতা !

চিরায়ত স্বরূপে

অনায়াস খেলায়।

 

১৫       ঘানি

ঘূর্ণায়মান !

তেল নিঃসরণ

একঘেয়েমি,

ঘুরছি শুধু একা

চোখে বাঁধা ঠুলিতে।

 

১৬       ভালোবাসা

মোহিনী মন

অনুরাগে রাঙানো

আবেশে ভরা!

গভীরে চলা তার

নিবিড় বিশ্বাসের।

 

১৭       বেভুল

ভুলের সাথে

শুধু বেভুলা ভুল!

ভুলের ভুলে

মন ভুলানো গান

গাইবে আজি প্রাণ।

১৮     অসীম

আমার ইচ্ছা

তোমার ইচ্ছা মিলে

পূর্ণতা পায়।

নইলে ইচ্ছা সব

হাওয়ায় মিলায়।

 

১৯      অচেনা পথ

ফেরারি মন

নিখোঁজ বিজ্ঞাপন

নিরুদ্দেশের,

চেনা মাটির টান

অচেনা হয়ে যায়।

 

 

 

২০       পারাপার

অসাড় দেহ

মায়া বাঁধনে বাঁধে

বিচ্ছেদ ভয়!

তবিও পথিক সে

শেষ পথ চলায়।

 

 

২১       কোরবানি

ত্যাগ মহিমা

দানে আনে পূর্ণতা

জাজ্বল্যমান !

প্রচার বিমুখতা

পূণ্য পরশ মাখা।

 

২২       ঊর্ধ্বায়ন

ঘুরি তোমার

উড়াল আসমানে

উড়তে দাও,

নাটাই সুতা ছাড়ে

উড়াও তুমি তারে।

 

২৩         চিনে নেয়া

দিনান্তে এসে

পারে কি চিনে নিতে

আমি আমাকে!

ধোঁয়াশা আবরণ

আড়ালে ঢাকে সব।

 

২৪          উড়াল পাখি

আমার আমি

আসমানে উধাও

পাখনা মেলে।

বিনাসুতোর টান

বাঁধেনা মৃত্তিকায়।

 

২৫         বিড়াল

একাকী নই!

সে আসে প্রতিদিন

জানালা পাশে।

সাথী নিঃসঙ্গতায়

ভালোবাসা আমার।

 

আন্দরকিল্লা প্রকাশনার ২৮ বছর আগামীর পথ ধরে অনাদিকাল

রূপক বরন বড়ুয়া আমি মাসিক ‘আন্দরকিল্লা’ কাগজের নিয়মিত পাঠক। প্রতিবারের মতো হাতে নিলাম এবারের দৃষ্টিনন্দন প্রচ্ছদে ঢাকা জুলাই ২০২৫ সংখ্যা, হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতেই

জলে জঙ্গলে (পর্ব-২)

মাসুদ আনোয়ার   ৬ ডিসেম্বর রাজশাহী বোর্ডের রেজাল্ট আউট হলো। আমি কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থী। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলাম। যে কোনোদিন কুমিল্লা বোর্ডও ফল প্রকাশ

স্বপ্নে গড়া অবয়ব

সৈয়দ মনজুর কবির   মনটা যখনই কেমন অজনা বিষণ্নতায় ছেয়ে যায় তখনই কেয়া জানালার ধারে এই চেয়ারটাতে এসে বসে। আজ অবশ্য অন্য একটা কারণ আছে

অন্তহীন সুড়ঙ্গ

সুজন বড়ুয়া   কবর থেকে বেরিয়ে মহিম অশরীরী রূপ নিল। সঙ্গে সঙ্গে গত কয়দিনের সব ঘটনা একে একে মনে পড়ে গেল তার। ফার্স্ট সেমিস্টারের পর

রাত যখন খান খান হয়ে যায়…

মনি হায়দার   চোখ মেলে তাকায় সোাহেল হাসান। প্রথম দৃষ্টিতে সবকিছু অচেনা লাগে। কোথায় এলাম আমি? উঠে বসতেই মনে পড়ে গতরাতে অনেক ঝক্কি আর ঝামেলার