এখন সময়:দুপুর ১২:১৪- আজ: শনিবার-২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:দুপুর ১২:১৪- আজ: শনিবার
২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

সৈয়দা নাদিরা বেগম-এর তানকা

(৫+৭+৫+৭+৭)

 

১.          ভ্রম হয় শুধু

আলো আলেয়া

দিকভ্রান্তি ঘটায়

ঠিকানাহীন,

শুধুই অন্ধকার

নিরুদ্দেশে হারায়।

 

২.          প্রতিপক্ষ

হাল ছাড়িনি

খুঁজে নিতে উদ্দিষ্ট

বৈরিতা বাঁধা,

জয়ী সম্ভাবনার

অপরাজিত আশা।

 

৩.          বিষাক্ত ছোবল

বিষ ছড়াল

রুদ্ধ শ্বাস-প্রশ্বাস

মরণদশা !

আনবে পরিত্রাণ

ঐশ্বী নির্দেশনায়।

 

৪.         একান্ত

মাটির দেহে

কুম্ভকারের পুনি

দহনে জ্বলে,

সময়ে- অসময়ে

পোড়ায় নিরন্তর।

 

৫.          বৃদ্ধাশ্রম

মানব হাত

হাতে হাত রাখবে

মমতা ভরা।

দুঃসময়ের সাথী

একাকিত্বের পাশে।

 

৬.          আমিময়

আমার মধ্যে

তোমার মিশে থাকা

অন্তবিহীন।

আমার আমি হয়ে

ভালোবাসায় বাঁধা।

 

৭.         ভাঙন

নশ্বর রূপ

ভেঙ্গে যায় সহজে

ভাঙন সত্তা!

তাই ভেঙে যাবেই

ভাঙার প্রবণতা।

 

 

 

 

 

৮.          সন্দেহ

শুধুই ভুল?

বাঁধা নয় হৃদয়ে!

অন্তরঙ্গতা

ক্ষণিক প্রত্যাশার

বন্ধু সে পলাতক।

 

 

৯.        পিছিয়ে পড়া

পথ সুদীর্ঘ!

বেঁচে থাকার টানে

একাকী হাটা।

ক্লান্তিহীন চলায়

কাঙ্ক্ষিত ঠিকানায়।

 

১০.       মুক্তধারা

আদিম মন

অন্ধ বিবরে নয়,

মুক্ত আলোক

ঘটাবে সুনিশ্চিত

মানব উত্তরণ।

 

১১.          থমকে যাওয়া

অন্যরকম!

ইচ্ছার ভাবনারা

বাঁধেনা বাসা,

ঘূর্ণি আবর্তে বন্দি

নিত্য নিয়তি সঙ্গী।

 

১২.         সন্ধানী

প্রতিবিম্বিত

মুখোমুখি আয়না

আত্মদর্শন !

অনাবৃত আড়াল

চেনাজানা নিজেকে।

একজন রোমাঞ্চপ্রিয় মানুষ ও তাঁর তোলা কিছু দুর্লভ আলোকচিত্রের কথা

আলম খোরশেদ অনেকেই জানেন যে, প্রখ্যাত ফরাসি কল্পবিজ্ঞানলেখক জ্যুল ভের্ন এর কিংবদন্তিতুল্য গ্রন্থ ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ’ অবলম্বনে ১৯৫৬ সালে হলিউডে একই নামে

প্রগতির পথে, জীবনের গান, সকল অশুভ শক্তির হবে অবসান” এই আহবানে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

\ ভাস্কর ধর \ সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার আহ্বানের মধ্য দিয়ে এবং প্রগতির লড়াইকে দৃঢ় করার দৃপ্ত শপথের মধ্য দিয়ে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

আমার বাবা কর্নেল তাহের

জয়া তাহের   আমাকে যখনই কেউ জিজ্ঞাসা করেন, কর্নেল তাহেরের মেয়ে হিসেবে আপনার অনুভূতি কি? আমার চোখের সামনে এক নিমেষেই ভেসে ওঠে ৪০ বছরের অসংখ্য

ছাগল-মাহাত্ম্য

ড. ইউসুফ ইকবাল ভূপৃষ্ঠের বঙ্গ-ভূভাগে দ্রুতবর্ধমান প্রাণিকুলের মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য প্রাণিটির নাম ছাগল। আমাদের একচুয়াল ও ভার্চুয়াল প্রতিবেশ-বাস্তব ও মেটাফোরিক পরিমণ্ডলে এর প্রভাব অপরিসীম। ছাগলের

সৈয়দ মনজুর কবির-এর অনুগল্প

শুধুই কলিজার টুকরা পারে   সম্প্রতিক সৃষ্টি হওয়া চরম বিপরীতমুখী দুই পরিবারের মাঝে একটি টানা বেড়ার আড়াল। শুধু ওপাশের আম গাছটির ছড়ানো লম্বা ডালটি চলে