এখন সময়:রাত ১১:৫১- আজ: মঙ্গলবার-২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:রাত ১১:৫১- আজ: মঙ্গলবার
২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

সৈয়দা নাদিরা বেগম-এর তানকা

(৫+৭+৫+৭+৭)

 

১.          ভ্রম হয় শুধু

আলো আলেয়া

দিকভ্রান্তি ঘটায়

ঠিকানাহীন,

শুধুই অন্ধকার

নিরুদ্দেশে হারায়।

 

২.          প্রতিপক্ষ

হাল ছাড়িনি

খুঁজে নিতে উদ্দিষ্ট

বৈরিতা বাঁধা,

জয়ী সম্ভাবনার

অপরাজিত আশা।

 

৩.          বিষাক্ত ছোবল

বিষ ছড়াল

রুদ্ধ শ্বাস-প্রশ্বাস

মরণদশা !

আনবে পরিত্রাণ

ঐশ্বী নির্দেশনায়।

 

৪.         একান্ত

মাটির দেহে

কুম্ভকারের পুনি

দহনে জ্বলে,

সময়ে- অসময়ে

পোড়ায় নিরন্তর।

 

৫.          বৃদ্ধাশ্রম

মানব হাত

হাতে হাত রাখবে

মমতা ভরা।

দুঃসময়ের সাথী

একাকিত্বের পাশে।

 

৬.          আমিময়

আমার মধ্যে

তোমার মিশে থাকা

অন্তবিহীন।

আমার আমি হয়ে

ভালোবাসায় বাঁধা।

 

৭.         ভাঙন

নশ্বর রূপ

ভেঙ্গে যায় সহজে

ভাঙন সত্তা!

তাই ভেঙে যাবেই

ভাঙার প্রবণতা।

 

 

 

 

 

৮.          সন্দেহ

শুধুই ভুল?

বাঁধা নয় হৃদয়ে!

অন্তরঙ্গতা

ক্ষণিক প্রত্যাশার

বন্ধু সে পলাতক।

 

 

৯.        পিছিয়ে পড়া

পথ সুদীর্ঘ!

বেঁচে থাকার টানে

একাকী হাটা।

ক্লান্তিহীন চলায়

কাঙ্ক্ষিত ঠিকানায়।

 

১০.       মুক্তধারা

আদিম মন

অন্ধ বিবরে নয়,

মুক্ত আলোক

ঘটাবে সুনিশ্চিত

মানব উত্তরণ।

 

১১.          থমকে যাওয়া

অন্যরকম!

ইচ্ছার ভাবনারা

বাঁধেনা বাসা,

ঘূর্ণি আবর্তে বন্দি

নিত্য নিয়তি সঙ্গী।

 

১২.         সন্ধানী

প্রতিবিম্বিত

মুখোমুখি আয়না

আত্মদর্শন !

অনাবৃত আড়াল

চেনাজানা নিজেকে।

মুসলিম সম্পাদিত ও প্রকাশিত সাহিত্য পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র : শিখা

ইসরাইল খান ভূমিকা: উনিশ শতকের রেনেসাঁস হিন্দুসমাজেই বদ্ধ ছিল। ওর মর্মবাণী সমাজঅভ্যন্তরে প্রবাহিত করেছিলো যেসকল সাময়িকপত্র তা ছিল হিন্দুসমাজপতিগণের। মুসলিম- পত্রপত্রিকার উদাহরণ কেবলই পার্শ্বপ্রতিক্রিয়া। উল্লেখ

নাটোরের সাহিত্য সম্মেলনে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক ২০২৫ প্রদান ও গুণীজন সংবর্ধনা

\ আন্দরকিল্লা ডেক্স \ নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জাকির তালুকদার হাজেরা ফাউন্ডেশন সাহিত্য সম্মেলন শুভ উদ্বোধন করেন। সম্মেলনে প্রতি

আন্দরকিল্লা’র উদ্যোগে তিন কবির জন্মদিন উদযাপন

মন ও প্রাণের অনাবিল আনন্দ আমেজে শীতার্ত সন্ধ্যেয় হৃদয়ের উষ্ণতায় উচ্ছল উচ্ছ্বাসে আন্দরকিল্লার ২৮ বছর পদার্পণ, ইংরেজি নববর্ষ ২০২৬, এবং তিন কবির জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

প্রজেক্ট ক্লাউড হাউস

রোখসানা ইয়াসমিন মণি ডা. অভ্র সেনগুপ্ত, একজন প্রথিতযশা জ্যোতির্বিজ্ঞানী। ল্যাবের কাঁচের দেওয়ালের ওপারে ধূসর আকাশের দিকে তাকিয়ে আছেন। আজ সকালটা মেঘাচ্ছন্ন, ঠিক তার মনের মতো।