এখন সময়:রাত ১১:৫১- আজ: মঙ্গলবার-২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:রাত ১১:৫১- আজ: মঙ্গলবার
২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

মুন্সী আবু বকর-এর গুচ্ছ কবিতা

 

সুতোয় বাঁধা পতাকা

 

পতাকা শুকায়-

লাল রঙটা এখনো ভেজা,

সবুজটা শুকিয়ে গেছে আগেই।

 

একজন দর্জি বলল,

“এই কাপড় বদলিও না,

সেলাইয়ের দাগেই ইতিহাস টেকে।”

 

আমি বললাম,

“কিন্তু বাতাস বদলে গেছে-

এখন পতাকা উড়লে, ছায়াটাই আগে নড়ে।”

 

তখন সে হেসে বলে,

“তুমি ইতিহাস মাপছো আলোয়,

আমি মাপি সেলাইয়ের সুতোয়-

যেটা ছিঁড়লে পতাকাও থাকে,

কিন্তু গল্পটা হারায়।”

 

 

ধূসর মানচিত্র

 

নদী জানে না, কোন তীরে তার অধিকার-

শুধু স্রোত বয়ে চলে, নিয়ম মেনে।

 

কিছু নৌকা দিক হারায়,

কিছু নোঙর পাথরে আটকে যায়।

 

তবু দূরের বাতিঘর বলে-

“বুদ্ধিমানেরা ফিরে আসে না ক্ষমতায়,

ফিরে আসে দায়িত্বে।”

 

 

ভোটের ছন্দ

 

রাষ্ট্র কখনো ঘুমায় না-

নিরাপত্তার আলোয় চাঁদকে ঢেকে রাখে।

বাতাসে ভাসে আদেশ,

ভোটের কালি সংকেত জানায় ফাঁকে।

 

মানুষ নেই, মিছিল নেই-

শুধু ইউনিফর্মের ছায়া

আর চুপচাপ

গভীর শিহরণের মায়া।

 

 

 

 

 

 

 

জনতার আদালত

 

ভোটের বাক্সে ঘুমায় বিচার,

আদালত হাঁটে জনতার রাস্তায়।

সাদা কাগজে কালির দাগ-

একটি সিদ্ধান্তের চিহ্ন,

যেখানে ন্যায় মানে সংখ্যার আলো।

 

ইতিহাস বসে থাকে বেঞ্চে,

অতীত সাক্ষী, ভবিষ্যৎ জুরি।

রাষ্ট্র শুধু রূপক,

মানুষই একমাত্র আদালত—

যার রায়ে সূর্য ওঠে, আবার ডুবে যায়।

 

 

 

ধীরে ধীরে নিভে যাওয়া আলো

 

একটা প্রদীপ ছিল-

যার আলোয় ঘর চিনত নিজেকে।

 

একদিন বাতাস এসে বলল,

“তুমি কে?”

 

প্রদীপ থেমে গেল-

আলো রইল, কিন্তু ঘর চিনল না পথ।

 

জানালায় আজও আলো পড়ে,

কেউ জানে না-

ওটা সূর্য, নাকি প্রদীপের শেষ নিশ্বাস।

 

সাফল্যের ছায়া

 

সিঁড়ি বেয়ে উঠতে উঠতে

সে খেয়াল করে-

শীর্ষের আলো চোখে লাগে,

কিন্তু ভেতরের অন্ধকারে

হারিয়ে যায় তারই প্রথম দীপ্তি।

 

সাফল্য কি তবে মুখোশ?

নাকি এক গোপন ফাঁদ-

যেখানে আনন্দকে ঢেকে রাখে

অতিরিক্ত জৌলুসের পর্দা?

 

তবু যে থামতে জানে,

সে খুঁজে পায়-

অচেনা শান্তির নীলকণ্ঠ

নিজেরই ভেতরে।

মুসলিম সম্পাদিত ও প্রকাশিত সাহিত্য পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র : শিখা

ইসরাইল খান ভূমিকা: উনিশ শতকের রেনেসাঁস হিন্দুসমাজেই বদ্ধ ছিল। ওর মর্মবাণী সমাজঅভ্যন্তরে প্রবাহিত করেছিলো যেসকল সাময়িকপত্র তা ছিল হিন্দুসমাজপতিগণের। মুসলিম- পত্রপত্রিকার উদাহরণ কেবলই পার্শ্বপ্রতিক্রিয়া। উল্লেখ

নাটোরের সাহিত্য সম্মেলনে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক ২০২৫ প্রদান ও গুণীজন সংবর্ধনা

\ আন্দরকিল্লা ডেক্স \ নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জাকির তালুকদার হাজেরা ফাউন্ডেশন সাহিত্য সম্মেলন শুভ উদ্বোধন করেন। সম্মেলনে প্রতি

আন্দরকিল্লা’র উদ্যোগে তিন কবির জন্মদিন উদযাপন

মন ও প্রাণের অনাবিল আনন্দ আমেজে শীতার্ত সন্ধ্যেয় হৃদয়ের উষ্ণতায় উচ্ছল উচ্ছ্বাসে আন্দরকিল্লার ২৮ বছর পদার্পণ, ইংরেজি নববর্ষ ২০২৬, এবং তিন কবির জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

প্রজেক্ট ক্লাউড হাউস

রোখসানা ইয়াসমিন মণি ডা. অভ্র সেনগুপ্ত, একজন প্রথিতযশা জ্যোতির্বিজ্ঞানী। ল্যাবের কাঁচের দেওয়ালের ওপারে ধূসর আকাশের দিকে তাকিয়ে আছেন। আজ সকালটা মেঘাচ্ছন্ন, ঠিক তার মনের মতো।