এখন সময়:রাত ১২:৪৫- আজ: সোমবার-২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:রাত ১২:৪৫- আজ: সোমবার
২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

সৈয়দা নাদিরা বেগম-এর তানকা

অক্ষর বিন্যাস..  ৫+৭+৫+৭+৭)

 

১। ভাগ্যবন্দি

 

অতিসর্তক

চোরাবালির ফাঁদ

অতিহিসাবি

শুভঙ্করের ফাঁকি

অপরিণামদর্শী।

 

২।    বিশ্বাসী

 

উঠবেই জেগে

নিমজ্জিত চেতনা

ভাসাবে মন

ঝলমল আলোকে

আত্মার জাগরণে।

 

৩।  পরিচয়

 

জন্ম নিষিদ্ধ

নয় সে আবরিত

মুক্ত মানুষ

সম্মুখ যাত্রা তার

মহিমা স্বঘোষিত।

 

৪।  চক্রভেদ

 

প্রশ্নের জালে

উত্তর খোঁজা মন

সহজতর,

সরল উত্তরণ

আলোর বিকিরণ।

 

 

৫।  কেউকেটা

 

যেমন ছিল

ঠিক তেমনি আছে

বিত্ত না ভেঙ্গে

হঠাৎ হাওয়ায়

বদল পরিবেশ।

 

৬।  ঝরা শেফালী

 

শিউলি তুমি

ভোরের হাওয়ায়

দোদুল্যমান

ভালোবাসা মাটির

সূর্যের অভিমানী।

 

 

 

 

 

৭।  আগমনী বার্তা

 

ফিরে যাবো না

ফেলে আসা অতীতে

অতিথি হব

নতুন আগমনে

নব আশ্বাসে।

 

৮।  বুদ্ধিভ্রষ্ট

 

হটকারিত্ব

ভবিষ্য ভাবনায়

ভাবিত নয়

সঙ্গী হ-য-ব-র-ল

বিচার নির্বিকার।

 

৯।  কথার কথা

 

বাগাড়ম্বর

অকারণ পুলকে

হয় কথক

অর্থহীন কথায়

বাতাস ভারী করে।

 

১০।  খল

সর্প প্রবৃত্তি

লুকানো গুপ্তশত্রু

বিচারযোগ্য

অধীন শাস্তিভোগ

ক্ষমাহীন শিকার।

 

১১।  অপ্রাসঙ্গিক

 

মাতিয়ে রাখে

ভাবনা অবাস্তব

বহতা নদী

স্রোতের টানেটানে

উধাও নিরুদ্দেশ।

 

১২।  গোলকত্ব

 

খড়িমাটির

আঁকিবুঁকি সাধনা

জীবনপথ

বিজ্ঞেয় মতাদর্শ

নির্বোধত্ব সীমানা !

আন্দরকিল্লা প্রকাশনার ২৮ বছর আগামীর পথ ধরে অনাদিকাল

রূপক বরন বড়ুয়া আমি মাসিক ‘আন্দরকিল্লা’ কাগজের নিয়মিত পাঠক। প্রতিবারের মতো হাতে নিলাম এবারের দৃষ্টিনন্দন প্রচ্ছদে ঢাকা জুলাই ২০২৫ সংখ্যা, হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতেই

জলে জঙ্গলে (পর্ব-২)

মাসুদ আনোয়ার   ৬ ডিসেম্বর রাজশাহী বোর্ডের রেজাল্ট আউট হলো। আমি কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থী। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলাম। যে কোনোদিন কুমিল্লা বোর্ডও ফল প্রকাশ

স্বপ্নে গড়া অবয়ব

সৈয়দ মনজুর কবির   মনটা যখনই কেমন অজনা বিষণ্নতায় ছেয়ে যায় তখনই কেয়া জানালার ধারে এই চেয়ারটাতে এসে বসে। আজ অবশ্য অন্য একটা কারণ আছে

অন্তহীন সুড়ঙ্গ

সুজন বড়ুয়া   কবর থেকে বেরিয়ে মহিম অশরীরী রূপ নিল। সঙ্গে সঙ্গে গত কয়দিনের সব ঘটনা একে একে মনে পড়ে গেল তার। ফার্স্ট সেমিস্টারের পর

রাত যখন খান খান হয়ে যায়…

মনি হায়দার   চোখ মেলে তাকায় সোাহেল হাসান। প্রথম দৃষ্টিতে সবকিছু অচেনা লাগে। কোথায় এলাম আমি? উঠে বসতেই মনে পড়ে গতরাতে অনেক ঝক্কি আর ঝামেলার