মন ও প্রাণের অনাবিল আনন্দ আমেজে শীতার্ত সন্ধ্যেয় হৃদয়ের উষ্ণতায় উচ্ছল উচ্ছ্বাসে আন্দরকিল্লার ২৮ বছর পদার্পণ, ইংরেজি নববর্ষ ২০২৬, এবং তিন কবির জন্মদিন উদযাপন অনুষ্ঠিত হয়েছে ১ জানুয়ারি আবির বুকস মিলনায়তনে। গানে, কথায়, কবিতা ও আড্ডায় মাতোয়ারা এই আয়োজনে এক মহামিলনের মন্হনে সুর ও স্বরধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। যে তিন কবির জন্মদিন উদযাপিত হলো তাঁরা হলেন যথাক্রমে লিরিক সম্পাদক কবি এজাজ ইউসুফী, আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার, আন্দরকিল্লার সহ সম্পাদক কবি রুহু রুহেল।
তিন কবিকে পুষ্পস্তবক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান যথাক্রমে কবি আ ন ম ইলিয়াছ, কবি উত্তম কুমার আচার্য, কবি আশীষ সেন, প্রাবন্ধিক বিচিত্রা সেন, লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিন।
কবি সোমা মুৎসুদ্দীর মুগ্ধতা ছড়ানো সাবলীল উপস্থাপনায় গানে ,কথায় কবিতা পাঠে অংশগ্রহণ করেন যথাক্রমে প্রবীণ সাংবাদিক ও চিন্তক প্রদীপ খাস্তগীর, কবি রিজোয়ান মাহমুদ, কবি আশীষ সেন, কবি ইউসুফ মুহম্মদ, প্রফেসর রেজাউল করিম, কবি দিলীপ কীর্তুনীয়া, কাজী মোতাহার হাশেমী,কবি উত্তম কুমার আচার্য,
কবি আ ন ম ইলিয়াছ, কবি ও গল্পকার বিচিত্রা সেন, কবি মানস কুমার বড়ুয়া, কবি নিবেদিতা বড়ুয়া, সাংবাদিক ও কলামিস্ট জামশেদ উদ্দিন, কবি অমল বড়ুয়া, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, কবি শাহীন ফেরদৌস , কবি শবনম ফেরদৌস, হুজাইফা আফরিন জিদনী প্রমুখ।
খালি গলায় গান গেয়ে তিন কবির জন্মদিন ও নববর্ষকে উদযাপন করেন কবি উত্তম কুমার আচার্য। তিনি গেয়ে শোনান রবীন্দ্রনাথের গান ” আমি যে গান গেয়েছিলাম এ কথাটি মনে রেখো”, কবি রিজোয়ান মাহমুদ গেয়ে শোনান জগন্ময় মিত্রের “জানি জানি গো মোর শূন্য হৃদয় দেবে ভরে”, অধ্যাপক বিচিত্রা সেন গেয়ে শোনান দেশের গান”আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য”, কবি শাহিন ফেরদৌসীও শোনান দেশের গান “ও আমার বাংলা মা তোর, আকুল করা হৃদয় আমার যায় জুড়িয়ে”।
এভাবে কথায় কবিতায় গানে মুখরিত হয়ে উঠে আবির বুকস মিলনায়তন। সবশেষে তিন কবির জন্মদিন উপলক্ষে ঢাউস সাইজের কেক কেটে উপস্থিত সবাইকে আপ্যায়িত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।




