এখন সময়:দুপুর ১:৫৭- আজ: মঙ্গলবার-২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:দুপুর ১:৫৭- আজ: মঙ্গলবার
২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

পুঁচকে – মোহাম্মদ আলী

পুঁচকে
মোহাম্মদ আলী

মনু
আমরা তো এখনও অসভ্য বুনো।

(২)
ভেঙেছো যখন মনুষ্যত্বের কব্জা
লাল সবুজের নাম তখন লজ্জা।

(৩)
কালোর ভেতরে থাকে আলো
লাগবেনা দেখতে তারে পৃথক ভালো।
(৪)
যেকোনো নিস্তব্ধতায় মৃত্যুর রং লেগে থাকে।
(৫)
নিঃসঙ্গতাই হলো বিরহের নিরেট সতীর্থ
(৬)
তোমার তামাটে ঘ্রাণ লেগে আছেই বলে
এই যান্ত্রিক যুগের শরীরেও আমি প্রেমিক।
(৭)
কে কোথায় আছো জানি না
এখন আর মানুষের ভেতর মানুষ থাকে না।
(৮)
উপর থেকে মানুষ দেখার স্বভাব আমাদের
অথচ মানুষ দেখতে হয় ভেতর থেকে।
(৯)
নিজের ছায়া থেকে কখনও দূরে যেতে পারে না মানুষ
নদীর ঢেউ যেমন ছেড়ে যায় না নদীর স্রোত।
(১০)
প্রতিটি মানুষ ভেতরে একা
বেঁচে থাকার প্রয়োজনে হয় দেখা।
(১১)
প্রতিজ্ঞাবদ্ধ পাহাড় আজও দাঁড়িয়ে আছে বুক উঁচিয়ে,
সমুদ্র আমি তোমাকে ডিঙ্গাতে দেবো না মানুষের এ বসতি।
(১২)
ভেবো না বিরাট অ-সুখী আছি
আমি তোমাদের দেওয়া সব অবহেলা
বুকে নিয়ে বেশ সুুখেই আছি।
(১৩)
শহরের অভিজাত রোপটপে বসে
খাচ্ছি যে ভাজা মাছ
নাসিকায় এখনও জুড়ে আছে যার ঝাঁজ
কে জানে কোন সমুদ্রে ছিল তার বাস।
(১৪)
এক বুক মৃত্যু নিয়ে এগুচ্ছে মানুষ
কোথাও কারও তো নেই একটুও হুশ।

(১৫)দ্রোহ, প্রেম কিংবা বিপ্লব
এই চোখে জমা আছে সব।

আন্দরকিল্লা প্রকাশনার ২৮ বছর আগামীর পথ ধরে অনাদিকাল

রূপক বরন বড়ুয়া আমি মাসিক ‘আন্দরকিল্লা’ কাগজের নিয়মিত পাঠক। প্রতিবারের মতো হাতে নিলাম এবারের দৃষ্টিনন্দন প্রচ্ছদে ঢাকা জুলাই ২০২৫ সংখ্যা, হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতেই

জলে জঙ্গলে (পর্ব-২)

মাসুদ আনোয়ার   ৬ ডিসেম্বর রাজশাহী বোর্ডের রেজাল্ট আউট হলো। আমি কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থী। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলাম। যে কোনোদিন কুমিল্লা বোর্ডও ফল প্রকাশ

স্বপ্নে গড়া অবয়ব

সৈয়দ মনজুর কবির   মনটা যখনই কেমন অজনা বিষণ্নতায় ছেয়ে যায় তখনই কেয়া জানালার ধারে এই চেয়ারটাতে এসে বসে। আজ অবশ্য অন্য একটা কারণ আছে

অন্তহীন সুড়ঙ্গ

সুজন বড়ুয়া   কবর থেকে বেরিয়ে মহিম অশরীরী রূপ নিল। সঙ্গে সঙ্গে গত কয়দিনের সব ঘটনা একে একে মনে পড়ে গেল তার। ফার্স্ট সেমিস্টারের পর

রাত যখন খান খান হয়ে যায়…

মনি হায়দার   চোখ মেলে তাকায় সোাহেল হাসান। প্রথম দৃষ্টিতে সবকিছু অচেনা লাগে। কোথায় এলাম আমি? উঠে বসতেই মনে পড়ে গতরাতে অনেক ঝক্কি আর ঝামেলার