এখন সময়:দুপুর ১২:০৪- আজ: মঙ্গলবার-২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:দুপুর ১২:০৪- আজ: মঙ্গলবার
২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

চেতনায় শহীদের কথা – মিনু মিত্র

চেতনায় শহীদের কথা
মিনু মিত্র

দেখ কেমন লাল হয়েছে
আমার মায়ের বুক।
শকুনের দলগুলো সব
কেড়ে নিল সুখ।
রাজাকারের বাচ্চারা সব
ছিল পাপে পূর্ণ,
তাই দেশকে করলো
মেধা শূন্য।
একে একে শহিদ হলো
সকল বুদ্ধিজীবী।

মা বোনের সম্ভ্রম নিল
হলো উদরপূর্তি।
শিশুরাও পাইনি রেহাই
এক রত্তি
চারিপাশে হানাদারের ভক্ত
আস্তানায় সব কাচা মাংস রক্ত।

দেখ কেমন লাল হয়েছে
আমার মায়ের বুক।
ছেলেরা সব যুদ্ধে গেল,
মায়ের চোখে ঘুম আসে না
দু:খ ভরা সুখ।

ভালোবাসার মানুষটিও,
নছিল যে দিন।
রাত পোহালেই দেখা হবে,
শুধরে দিবে ঋণ।

আর কখনো ফেরেনি তাঁরা,
জমিয়ে রাখা ঋণগুলো সব
হয়নি করা শোধ।
তাঁদের ত্যাগের মহিমায়
আজ জেগেছে বোধ।
চেতনার উর্ধে গিয়ে মানে নাই পরাজয় ,
রক্তের বিনিময়ে বাংলা করেছে জয়।

এক জাতিতে মিলবে বলে,
তাঁরা স্বপ্ন দেখেছিল।
লক্ষ প্রাণের বিনিয়ে,
বিজয় এনাছিল।।

আন্দরকিল্লা প্রকাশনার ২৮ বছর আগামীর পথ ধরে অনাদিকাল

রূপক বরন বড়ুয়া আমি মাসিক ‘আন্দরকিল্লা’ কাগজের নিয়মিত পাঠক। প্রতিবারের মতো হাতে নিলাম এবারের দৃষ্টিনন্দন প্রচ্ছদে ঢাকা জুলাই ২০২৫ সংখ্যা, হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতেই

জলে জঙ্গলে (পর্ব-২)

মাসুদ আনোয়ার   ৬ ডিসেম্বর রাজশাহী বোর্ডের রেজাল্ট আউট হলো। আমি কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থী। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলাম। যে কোনোদিন কুমিল্লা বোর্ডও ফল প্রকাশ

স্বপ্নে গড়া অবয়ব

সৈয়দ মনজুর কবির   মনটা যখনই কেমন অজনা বিষণ্নতায় ছেয়ে যায় তখনই কেয়া জানালার ধারে এই চেয়ারটাতে এসে বসে। আজ অবশ্য অন্য একটা কারণ আছে

অন্তহীন সুড়ঙ্গ

সুজন বড়ুয়া   কবর থেকে বেরিয়ে মহিম অশরীরী রূপ নিল। সঙ্গে সঙ্গে গত কয়দিনের সব ঘটনা একে একে মনে পড়ে গেল তার। ফার্স্ট সেমিস্টারের পর

রাত যখন খান খান হয়ে যায়…

মনি হায়দার   চোখ মেলে তাকায় সোাহেল হাসান। প্রথম দৃষ্টিতে সবকিছু অচেনা লাগে। কোথায় এলাম আমি? উঠে বসতেই মনে পড়ে গতরাতে অনেক ঝক্কি আর ঝামেলার