এক।
অমন অনলেও পারলে না পোড়াতে।
দগ্ধ মন কি আর পোড়ে?
ছাই হয়ে আছে বেঘোরে,
তুমি ব্যস্ত সেসব দু’হাতে ওড়াতে। ‘
দুই।
কেউবা ক্ষণিক আড়াল তুলে
ডুব দিয়ে কেউ ছোঁয় অতল
কেউ ডুবে যায় ভাসতে ভুলে
কেউবা সাঁতরে মাতায় জল
তিন।
মুষল বরষায় ভিজছো তুমি
আমার বুকে সুখ নাই
তোমাতে হারাবো আমিও নিবিড়
তুমুল বৃষ্টি হতে চাই
পড়েছেনঃ 201