১.
জটিল পদ্য তুমি যখন
মেলে ধরো
আমি তখন ইতস্তত
জড়োসড়ো
তুমিই বুঝো এলোমেলো
অংক কষা
নির্বোধের কি আছে বলো
তুমি ভরসা
২.
মরণ হলেও অতৃপ্ত এই চোখ জোড়া না বুজবে
লোকালয়ে হাজার চোখে তোমায় শুধু খুঁজবে
৩.
সবার আছে মন
ভালোবাসার জন
আর আছে
স্বপ্নভুক কল্পনার ভূমি
আমার আছে জল
ঝরছে অনর্গল
কন্ঠে বাজে
বারোমাসি তুমি আর তুমি
পড়েছেনঃ 180