এখন সময়:রাত ১০:৩৪- আজ: বুধবার-৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ-২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:রাত ১০:৩৪- আজ: বুধবার
৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ-২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ-বর্ষাকাল

ইফতার পার্টি নয়, সেদিন যেন তারার হাট বসেছিল পিটস্টপে

রুহু রুহেল

সমাজ ও সংস্কৃতির বড় পরিচয় সম্প্রীতির অটুট বন্ধনে সামনের পথে অবিরাম এগিয়ে চলা। সাম্য সুন্দর স্বদেশ গঠনের জন্য প্রয়োজন বিবিধ মত ও পথকে যথাসুন্দর সহিষ্ণুতার সাথে মূল্যায়ন করা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ ভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র উদ্যোগে আয়োজন করা হয়েছিল সুহৃদ সমাবেশ ও ইফতার অনুষ্ঠান। ১৬ মার্চ ২০২৫ সন্ধ্যায় লালখান বাজার মোড়ে পিটস্টপের নাতিশীতোষ্ণ মিলনায়তনে এ আয়োজন ছিল খুবই আনন্দদায়ক, তৃপ্তিকর ও মনোমুগ্ধকর।

বাংলা ভাষা ও সাহিত্যের সাথে সম্পৃক্ত অনেক কৃতীধন্য ও প্রথিতজন উপস্থিত ছিলেন আন্দরকিল্লা’র এ নন্দন আয়োজনে। মিলনায়তন যেন অসংখ্য তারার মেলায় জ্বলজ্বল করছিল। পিটস্টপের হিমশীলত অঙ্গন মুখর হয়ে ওঠেছিল সেদিন সন্ধ্যায়। আন্দরকিল্লা সম্পাদক কবি মুহম্মদ নুরুল আবসারের প্রতি অপার শুভেচ্ছা ও ভালোবাসার শব্দস্বরে অভ্যাগত অতিথিগণ জ্ঞাপন করলেন অমৃত বচন। বাংলাদেশ রাইটার্স ক্লাব চট্টগ্রাম এর

সভাপতি সত্তর দশকের প্রসিদ্ধ কবি খুরশিদ আনোয়ার বলেন— আন্দরকিল্লা’র প্রসার ও প্রচার কামনা করছি, সাহসী আবসার ভাই এগিয়ে যান আমরা আছি। খ্যাতিমান কবি, শিক্ষাবিদ নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত-উল আলম বলেন— আন্দরকিল্লা’র জন্য অপার শুভেচ্ছা ও অভিনন্দন। এ পত্রিকা দেশে বেশ সুনাম কুড়াতে সক্ষম হয়েছে। মৃদু মধুর স্বরে শুভেচ্ছা জানান বিশিষ্ট লেখক ও চা বিশেষজ্ঞ প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন বিটার চেয়ারম্যান শিশির দত্ত। তিনি বলেন—আন্দরকিল্লা’র অগ্রযাত্রা উত্তোরোত্তর আরো সমৃদ্ধ হোক।

এ আয়োজনকে শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে আরো মহিমান্বিত করেন যারা—কবি রিজোয়ান মাহমুদ, কবি হাফিজ রশিদ খান, কবি শ.ম. বখতিয়ার, নন্দিত কথাশিল্পী বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, কবি ওমর কায়সার, আন্দরকিল্লার সহকারী সম্পাদক শান্তিপদ বৈদ্য, কবি নাজিমুদ্দীন শ্যামল, কবি সাঈদুল আরেফিন, কবি ও কথাশিল্পী বিচিত্রা সেন, কবি রুহু রুহেল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. আহমেদ মওলা, কবি আ.ন.ম ইলিয়াছ, কবি রফিক আনম, রোটারিয়ান মোহাম্মদ ইউনুস। আরো উপস্থিত ছিলেন প্রাবন্ধিক এস.এম. মোখলেসুর রহমান, চট্টগ্রাম কলেজ বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুস সালাম, প্রাবন্ধিক ও কবি অমল বড়ুয়া, বিশিষ্ট অনুবাদক কুমিল্লা আর্মি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর মোহাম্মদ, সাংবাদিক মোঃ সেলিম, রায়হান বাদশা, মোঃ রফিক, বিশিষ্ট চিত্রশিল্পী নাজমুল হুদা, বাচিক শিল্পী ও কবি তারিফা হায়দার, বাচিক শিল্পী ও কবি প্রতিমা দাশ, কবি ও অনুবাদক মাইনুর নাহার ও মোঃ ফিরোজ মাহমুদ, নুরুল ওসমান ও আলোকচিত্রী কবি আসিফ ইকবাল।

মহতী এ আয়োজনে আন্দরকিল্লার দীর্ঘ ২৭ বছর পথচলার চার সুহৃদ সারথিকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন যথাক্রমে— প্রাবন্ধিক ও চা গবেষক আমিনুর রশীদ কাদেরী, বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান মোহাম্মদ ইউনুস, আন্দরকিল্লার সহকারী সম্পাদক শান্তি পদ বৈদ্য, মাহাত্মসূচক আলোকচিত্রী নাজমুল হুদা। সম্মাননা ক্রেস্ট প্রদানে অংশগ্রহণ করেন—কবি ও শিক্ষাবিদ প্রফেসর ড. মোহীত-উল-আলম, কবি খুরশীদ আনোয়ার এবং সম্পাদক কবি মুহম্মদ নুরুল আবসার। সকলেই স্ব-স্ব অবস্থান থেকে আন্দরকিল্লা’র অগ্রযাত্রাকে সম্মানের সাথে প্রীতিবাক্যে মূল্যায়ন করলেন। শিল্প-সাহিত্য সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট শীর্ষজনরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছেন। এজন্য পত্রিকার সম্পাদক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রুহু রুহেল, কবি, চট্টগ্রাম

রেম্ব্রান্টের জন্মশহর লেইডেন, ইনডেক্স পোয়েট্রি বুকস এবং কেইস নুটবুমের তিনটি কবিতা

আলম খোরশেদ বছর ছয়েক আগে জার্মান সরকারের পররাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রণে বিশ্বখ্যাত নাট্যোৎসব থিয়েটার ট্রেফেন এর ছাপ্পান্নতম আসরে যোগ দিতে বার্লিন গিয়েছিলাম, পৃথিবীর আরও কুড়িটি দেশের

আমরাই শেষ জেনারেশন

বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর আমরাই শেষ জেনারেশন, যারা গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের জিমেইল, ফেসবুক,

আন্দরকিল্লা সাহিত্যপত্রিকা এবং স্মৃতিকাতর চাটগাঁ

প্রবীর বিকাশ সরকার “আন্দরকিল্লা” ম্যাগাজিনটি ২৭ বছর ধরে প্রকাশিত হচ্ছে, আদৌ কম কথা নয়! সাহিত্য, শিল্পকলা, সংস্কৃতি, রাজনীতি, সমাজবিষয়ক একটি সাময়িকী বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম শহর