দূরে বহুদূরে
বদরুনেন্নসা সাজু
(রমজান আলী মামুন স্নেহবরেসুকে)
বুকের মাঝে তুষের আগুন করুণ গানের সুরে
পিয়াস ধারা ঢালার ভাইটি দূরে বহুদূরে
লেখার আলোর যাত্রী সে, ছিল ইহকালে
ভালোবাসার লেখা ছেড়ে গেল পরকালে!
এ হৃদয়ে হিটার জ্বেলে তাই আছে ভুলে
অফ করার সুইচটি হাতে দিয়েছিল তুলে।
শীতের শেষে পাহাড় পোড়া গন্ধ আমার ঘ্রাণে
উজাড় হওয়া বন-বনানীর দুঃখ জাগে প্রাণে
শূন্য হয়ে রিক্ত ব্যথায় আমি থাকিক দাহজ্বালায়
মুষড়ে পড়ি কখনো বা হঠাৎ আসা ঝড়ো হাওয়ায়
বাতাস লেগে ছড়ায় আগুন বিচূর্ণ ওই চুল্লীতে
ভগ্ন খন্ড ধসে গিয়ে আঘাত হানে পল্লীতে।
পড়েছেনঃ 103