এখন সময়:রাত ৮:১২- আজ: রবিবার-১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:রাত ৮:১২- আজ: রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল

দূরে বহুদূরে – বদরুনেন্নসা সাজু

দূরে বহুদূরে
বদরুনেন্নসা সাজু
(রমজান আলী মামুন স্নেহবরেসুকে)

বুকের মাঝে তুষের আগুন করুণ গানের সুরে
পিয়াস ধারা ঢালার ভাইটি দূরে বহুদূরে
লেখার আলোর যাত্রী সে, ছিল ইহকালে
ভালোবাসার লেখা ছেড়ে গেল পরকালে!
এ হৃদয়ে হিটার জ্বেলে তাই আছে ভুলে
অফ করার সুইচটি হাতে দিয়েছিল তুলে।
শীতের শেষে পাহাড় পোড়া গন্ধ আমার ঘ্রাণে
উজাড় হওয়া বন-বনানীর দুঃখ জাগে প্রাণে
শূন্য হয়ে রিক্ত ব্যথায় আমি থাকিক দাহজ্বালায়
মুষড়ে পড়ি কখনো বা হঠাৎ আসা ঝড়ো হাওয়ায়
বাতাস লেগে ছড়ায় আগুন বিচূর্ণ ওই চুল্লীতে
ভগ্ন খন্ড ধসে গিয়ে আঘাত হানে পল্লীতে।

৭১ এর সেই মাহেন্দ্রক্ষণ

হোসাইন আনোয়ার ১৯৭১ সাল ১৪ ডিসেম্বর দিয়েই শুরু করছি। ১৪ ডিসেম্বর দিবাগত রাতে লে. জেনারেল নিয়াজী ফোনে রাওয়ালপি-িতে সামরিক বাহিনীর প্রধান সেনাধ্যক্ষ জেনারেল আবদুল হামিদকে

সেকাল ও একালের চট্টগ্রাম

মুহাম্মদ ইদ্রিস আলি   নদী—পাহাড়—সাগর, অবারিত মাঠ, সবুজ— সোনালি ফসলের ক্ষেত, বৃক্ষরাজি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাকৃতিক ভান্ডার—শ্বাশত বাঙালিয়ানার অফুরন্ত উৎস। সকালের সোনা মাখা হলুদ নরম

আমি শ্রাবণ!

সৈয়দ মনজুর কবির   মাস খানেক হলো হামিম সাহেব সিরাজগঞ্জের এডিসি হয়ে এসেছেন। শহরের ভেতর সরকারি বাড়ি। দুসপ্তাহ আগে পরিবার নিয়ে এসেছেন। পরিবার বলতে স্ত্রী