এখন সময়:রাত ১০:২৪- আজ: বুধবার-৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ-২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:রাত ১০:২৪- আজ: বুধবার
৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ-২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ-বর্ষাকাল

রবি বাঙালি’র একগুচ্ছ গীতিকবিতা

রঙের বন্ধু রে

 

রঙের বন্ধু রে

তুই বিহনে পরাণ আমার রয়না প্রাণে রে

দিবানিশি চোখের জলে তোরেই খুঁজি রে।।

 

তোর প্রেমেতে ঘর ছেড়েছি

কুল ও জাতির  সব খেয়েছি।।

তুই ছাড়া মোর মনের ভুবন মরুভূমি রে।

রঙের বন্ধু রে

তুই বিহনে পরাণ আমার রয়না প্রাণে রে

দিবানিশি চোখের জলে তোরেই খুঁজি রে।।

 

সূর্য্য ছাড়া চন্দ্র কভু

আলো ছড়ায় না

তুই বিহনে মনের জ্বালা

প্রাণে সহে না।।

 

ছাড়তে পারি ভবের মায়া

বাবা মায়ের স্নেহের ছায়া

তুই ছাড়া মোর মনের স্বজন অন্য কেহ নাই রে

রঙের বন্ধু রে

তুই বিহনে পরাণ আমার রয়না প্রাণে রে

দিবানিশি চোখের জলে তোরেই খুঁজি রে।।

 

 

অনুরাগে মন দিয়েছি

 

ও সজনী রাই,

তুমি ছাড়া এই মনেতে কারো বসত নাই

অনুরাগে মন দিয়েছি মনটা তোমার চাই।-।।

 

তোমার  জন্য মরতে পারি

সাত সমূদ্র দেবো পাড়ি

আগুন জলে রঙ মাখাতে যদি পাশে পাই,

ও সজনী রাই,

তুমি ছাড়া এই মনেতে কারো বসত নাই

অনুরাগে মন দিয়েছি মনটা তোমার চাই।-।।

 

নীল আকাশটা ও-ই  দিগন্তে

যেমন মিশে যায়,

তেমনি করে প্রাণ সজনী

তোমায় পেতে চায়।-।।

 

নীল নয়না মনের ময়না

থাকলে দূরে প্রাণে সয়না।-।।

তুমি ছাড়া এ জনমে আপন কেহ নাই

ও সজনী রাই,

তুমি ছাড়া এই মনেতে কারো বসত নাই

অনুরাগে মন দিয়েছি মনটা তোমার চাই।-।।

 

 

 

 

নিশি রাইতে আমায় ডেকো না

 

 

নিশি রাইতে বন্ধু আমায় একা ডেকো না

তোমার ডাকে মনটা আমার ঘরে বসে না

পাড়ার লোকে যদি দেখে

কলংকের দাগ দেবে এঁকে,

বন্ধু আমার রসিক নাগর কেনো বুঝো না

নিশি রাইতে বন্ধু আমায় একা ডেকো না

তোমার ডাকে মনটা আমার ঘরে বসে না।

 

একলা রাতে  নিরজনে

বিনোদিনী রাই

দূরুদূরু ভীরু মনে

ডোরে মরে যাই।

 

জোছ্না ভরা নদীর ঘাটে আমায় ছুঁইয়ো না

কাঞ্চা যৌবন ভরা  নদে তুফান তুইলো না

 

হারিয়ে যাবো তোমার মাঝে

মরে যাবো ভীষণ লাজে,

দোহাই লাগে আড় নয়নে আমায় ছুঁইয়ো না

নিশি রাইতে বন্ধু  আমায় একা ডেকো না

তোমার ডাকে মনটা আমার ঘরে বসে না।

 

 

নিন্দুকেরে করব জয়

 

নিন্দুক যতই নিন্দা করুক ভয় করি না ভয়

হাসি মুখে তোমার হৃদয় করব আমি জয়।-২

 

যে যাই বলুক তুমি স্বজন

শুদ্ধ কর ভ্রমের মনন-২

সঠিক পথে চলতে শেখায় নিন্দা যদি সয়।

নিন্দুক যতই নিন্দা করুক ভয় করি না ভয়

হাসি মুখে তোমার হৃদয় করব আমি জয়।-২

 

সবজান্তারা অহংকারে

আঁধারে দেয় ডুব,

তাদের জন্য নিন্দুকেরা

আজ প্রয়োজন খুব। -২

 

মূর্খ জনে পিছু লোকে

আপন দুখে ঈর্ষা শোকে–২

শুনবো না তা  চলার পথে নিজকে করে লয়।

নিন্দুক যতই নিন্দা করুক ভয় করি না ভয়

হাসি মুখে তোমার হৃদয় করব আমি জয়।-২

রেম্ব্রান্টের জন্মশহর লেইডেন, ইনডেক্স পোয়েট্রি বুকস এবং কেইস নুটবুমের তিনটি কবিতা

আলম খোরশেদ বছর ছয়েক আগে জার্মান সরকারের পররাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রণে বিশ্বখ্যাত নাট্যোৎসব থিয়েটার ট্রেফেন এর ছাপ্পান্নতম আসরে যোগ দিতে বার্লিন গিয়েছিলাম, পৃথিবীর আরও কুড়িটি দেশের

আমরাই শেষ জেনারেশন

বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর আমরাই শেষ জেনারেশন, যারা গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের জিমেইল, ফেসবুক,

আন্দরকিল্লা সাহিত্যপত্রিকা এবং স্মৃতিকাতর চাটগাঁ

প্রবীর বিকাশ সরকার “আন্দরকিল্লা” ম্যাগাজিনটি ২৭ বছর ধরে প্রকাশিত হচ্ছে, আদৌ কম কথা নয়! সাহিত্য, শিল্পকলা, সংস্কৃতি, রাজনীতি, সমাজবিষয়ক একটি সাময়িকী বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম শহর