এখন সময়:রাত ১:৪০- আজ: শনিবার-৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:রাত ১:৪০- আজ: শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

হালের ছড়া কালের ছড়া

সনতোষ বড়ুয়া

 

এক.

 

একটি ছড়া হালের হলে

একটি ছড়া কালের,

একটি ছড়া মিষ্টি মধুর

একটি হবে ঝালের।

 

কালের কথা বলবে ছড়া

হাল কি সেটাও বলবে,

ক্ষোভ দু:খের হাজার কথা

আগুন হয়ে জ্বলবে।

 

ছড়ার সুরে মন মোহিত

ছড়ার সুরে বধি,

অনিয়মের ভাঙতে বেড়া

ছড়ায় ডাকো যদি।

 

ভালোর সাথে মন্দ আছে

এই আমাদের ধরায়,

হালের কথা কালের কথা

বলব আমি ছড়ায়।

 

 

 

 

দুই.

 

মনের মাঝে হাওয়া মানে

ভালোবাসা ধারণ,

তা’ না হলে এক ছবিও

গাত্রদাহের কারণ।

 

যতই বলেন ক্ষমতা ছাড়েন

মনে মনে ‘বাই’ দেন,

শেখ হাসিনার সেল্ফি তোলেন

আমেরিকার বাইডেন।

 

সেই কারণে গাত্রদাহ

হতেই পারে ঠিকই,

তাইলে এসো কূটনীতিতে

এগিয়ে যাওয়া শিখি।

 

তিন.

 

ছবি দেখে পত্রিকায়

ফেলছি দীর্ঘশ্বাস,

পদ্মা নদীর ইলিশ এখন

স্মৃতি কাতর মাছ।

 

ডিমের ইলিশ সর্ষে বাটা

কী রান্না যে মা’র!

সেসব দিনের স্মৃতি আমায়

ডাকছে বারংবার।

 

এখন ইলিশ স্বপ্ন আমার

আকাশ ছোঁয়া দাম,

গরিব, দুখি নেয় না মুখে

আজ ইলিশের নাম।

 

আহমদ রফিক: ভাষাসৈনিক থেকে সাহিত্য-গবেষণার আলোকবর্তিকা

শাহেদ কায়েস   আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯২৯-মৃত্যু: ২ অক্টোবর ২০২৫) বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের ভুবনে আহমদ রফিক একটি উজ্জ্বল নাম। তিনি একাধারে

অধ্যাপক ডা. রবিউল হোসেনের ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

আন্দরকিল্লা ডেক্স \ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম এর ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আত্মজীবনী ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

ফেরা

সৈয়দা মাসুদা বনি   নিশ্ছিদ্র অন্ধকারের কথা শোনা থাকলেও আদতেই সেটা কেমন জানা ছিল না রিশানের। এটাই তাহলে মৃত্যুর পরের জগৎ, সে ভাবে। সে ভাবতে

ফিরে যাওয়া

বিচিত্রা সেন   রুবা.. রুবা খবরদার, না খেয়ে এক পাও বাইরে দিবি না। মুশকিল হয়ে যাবে কিন্তু! মায়ের হুমকিতে অগত্যা রুবাকে দাঁড়াতেই হয়। মা যে

চিরহরিৎ বৃক্ষের গল্প

সুজন বড়ুয়া   ছাদে উঠে দেখি শানবাঁধানো উঁচু আসনে একা বসে আছেন হরিৎবরণ ঘোষাল। একটু অবাক হলাম। এ সময় তার ছাদে বসে থাকার কথা নয়।