এখন সময়:রাত ১:৪৭- আজ: শনিবার-৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:রাত ১:৪৭- আজ: শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

সার্বভৌম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান চির স্মরণীয় : বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা

বাংলা একাডেমির মহাপরিচালক দেশ বরেণ্য জাতিসত্তার কবি, কথাসাহিত্যিক  মুহম্মদ নূরুল হুদা বলেছেন ব্যক্তি ও নেতা পর্যায়ে একমাত্র বঙ্গবন্ধুর নিখুঁত ও নির্বিকল্প উপলব্ধি, তাঁর দ্বিধাহীন ঘোষণা, তৎপ্রণীত বাস্তবায়নযোগ্য কর্মসূচি, মুক্তিযুদ্ধের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি, সর্বোপরি দেশ ও জাতির জন্য তাঁর চুড়ান্ত আত্মদানের মাধ্যমেই বাঙালি জাতির নব-উত্থান-বাহিত একটি সার্বভৌম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তিনি গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনষ্টিটিউটে তাঁর রচিত গদ্যগ্রন্থ ‘মুজিব মৌলিক’ বইয়ের প্রকাশনা উৎসবে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। জনাব নুরুল হুদা আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এসে মানুষ বঙ্গবন্ধু, সংগ্রামী বঙ্গবন্ধু, রাজনীতিবিদ বঙ্গবন্ধু, রাষ্ট্রনেতা বঙ্গবন্ধু, রাষ্ট্রদার্শনিক বঙ্গবন্ধু, ভবিষ্যৎদ্রষ্টা তথা পরিকল্পক বঙ্গবন্ধুর অনন্যতা ও মৌলিকতা আরও বিশদভাবে উন্মোচিত হচ্ছে। ৫৫ বছরের জীবনে চার দশকেরও বেশি তাঁর সক্রিয় রাজনৈতিক জীবন। মাত্র বছর চারেক বাদ দিলে এর পুরোটাই কাটিয়েছেন ক্ষমতার বাইরে, জনগণের সঙ্গে সরাসরি ওঠাবসার মাধ্যমে, দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ব্যক্তি পর্যায়ে ভ্রমণ ও গণসংযোগ রচনা করে।

প্রকাশনা উৎসবের প্রধান অতিথি শিক্ষাবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. প্রণব কুমার বড়–য়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। যে রাষ্ট্র তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন সমৃদ্ধ দেশে রূপান্তরিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নিরলস কাজ করে চলেছেন। বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর যে অমূল্য অবদান তা স্ববিস্তারে ‘মুজিব মৌলিক’ গ্রন্থে লেখক তুলে ধরতে সক্ষম হয়েছেন।

রোটারী ক্লাব অব চিটাগং কমার্শিয়াল সিটির উদ্যোগে অনুষ্ঠিত সংগঠনের প্রেসিডেন্ট বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক রোটারিয়ান অমল বড়–য়া পিএইচএফ’র সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির পরিচালক  ড. আমিনুর রহমান সুলতান। আলোচক ছিলেন আরআইডি ৩২৮২ বাংলাদেশের জেলা গভর্নর ডা. মইনুল ইসলাম মাহমুদ ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. কাজী এস.এম. খসরুল আলম কুদ্দুসী। লেখক-সাংবাদিক বিপ্লব বড়–য়া ও আবৃত্তি শিল্পী দীপান্বিতা চৌধুরী’র সঞ্চালনায় প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ফাস্ট প্রেসিডেন্ট এডভোকেট আফছারুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি রোটারিয়ান আকবর হোসেন, প্রকাশনা উৎসবের প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান হাসনাত আল মামুন, ট্রেজারার রোটারিয়ান ফোরকান হামিদ আজাদ, জেসমিন আক্তার জেসি। আবৃত্তি করেন রোটারেক্টর অনিরুদ্ধ বড়–য়া প্রান্ত ও রোটারেক্টর সেতার রুদ্র ঈশিতা। প্রেস বিজ্ঞপ্তি।

আহমদ রফিক: ভাষাসৈনিক থেকে সাহিত্য-গবেষণার আলোকবর্তিকা

শাহেদ কায়েস   আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯২৯-মৃত্যু: ২ অক্টোবর ২০২৫) বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের ভুবনে আহমদ রফিক একটি উজ্জ্বল নাম। তিনি একাধারে

অধ্যাপক ডা. রবিউল হোসেনের ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

আন্দরকিল্লা ডেক্স \ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম এর ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আত্মজীবনী ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

ফেরা

সৈয়দা মাসুদা বনি   নিশ্ছিদ্র অন্ধকারের কথা শোনা থাকলেও আদতেই সেটা কেমন জানা ছিল না রিশানের। এটাই তাহলে মৃত্যুর পরের জগৎ, সে ভাবে। সে ভাবতে

ফিরে যাওয়া

বিচিত্রা সেন   রুবা.. রুবা খবরদার, না খেয়ে এক পাও বাইরে দিবি না। মুশকিল হয়ে যাবে কিন্তু! মায়ের হুমকিতে অগত্যা রুবাকে দাঁড়াতেই হয়। মা যে

চিরহরিৎ বৃক্ষের গল্প

সুজন বড়ুয়া   ছাদে উঠে দেখি শানবাঁধানো উঁচু আসনে একা বসে আছেন হরিৎবরণ ঘোষাল। একটু অবাক হলাম। এ সময় তার ছাদে বসে থাকার কথা নয়।