এখন সময়:দুপুর ২:৫২- আজ: মঙ্গলবার-২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:দুপুর ২:৫২- আজ: মঙ্গলবার
২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-বসন্তকাল

আন্দরকিল্লার উদ্যোগে আনন্দ আড্ডা ও দুই কবির জন্মদিন পালন

রুহু রুহেল

বিগত ১ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ছয়টায় শিল্প, সাহিত্য ও সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ২৭ বছরে পদার্পণ, দুই কবির জন্মদিন পালন, ‘আন্দরকিল্লা’র ডিসেম্বর সংখ্যার পাঠ উন্মোচন ২০২৪ উপলক্ষে আয়োজন করা হয় ‘আন্দরকিল্লা আনন্দ আড্ডা। আড্ডায় উপস্থিত হয়েছিলেন প্রফেসর ড. মোহীত-উল আলম, প্রাক্তন উপাচার্য নজরুল বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ও প্রাক্তন ডিন সমাজ বিজ্ঞান অনুষদ কবি হোসাইন কবির, উপস্থিত ছিলেন লিরিক সম্পাদক কবি এজাজ ইউসুফী, আদিবাসী গবেষক কবি হাফিজ রশিদ খান, কবি আশীষ সেন,কবি সাঈদুল আরেফীন, অধ্যাপক ও প্রাবন্ধিক আবু মুসা মোহাম্মদ মামুন। কবি ,কথাসাহিত্যিক অধ্যাপক বিচিত্রা সেন, অনুবাদক শফিউল আজম মাহফুজ, প্রাবন্ধিক প্রদীপ খাস্তগীর, কবি মারজিয়া খানম সিদ্দিকা, কবি আসিফ ইকবাল, কবি জামশেদ উদ্দীন, আবদুল্লাহ মজুমদার, নিলয় দে, মো: জিয়াউর রহমান খান, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এর সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবু, সহ-সভাপতি মিজানুর রহমান শামীম, অর্থ সম্পাদক মো. সোহেল রানা, জাহেদুল ইসলাম, কবি বিদ্যুৎ কুমার দাশ ও কবি উত্তম কুমার আচার্য্য।

দুই কবির জন্মদিন পালন, কবি সম্পাদক মুহম্মদ নুরুল আবসার, কবি ও অধ্যাপক রুহু রুহেল ১ জানুয়ারি জন্মদিন। বাংলাদেশের প্রেক্ষাপটে অসংখ্য কবি সাহিত্যিক জন্মদিন উপলক্ষে উত্তরাধুনিকতার স্বাপ্নিক পুরুষ কবি এজাজ ইউসুফী ও কবি জামশেদ উদ্দীন এর জন্মদিনের কথাও অতিথিরা বলেন এবং সানন্দ শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অনাড়ম্বর এ আড্ডায় আন্দরকিল্লার ২৭ বছরে পদার্পণে সকলে সাধুবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কবি ও অধ্যাপক মোহিত উল আলম বলেন-‘আন্দরকিল্লা’ নামটি তাঁর খুবই পছন্দ ছিল, এরকম স্থান নির্ভর পত্রিকার খ্যাতিতে রয়েছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, লন্ডনের ডেইলি মিরর, যেমন বিখ্যাত তেমনি ‘আন্দরকিল্লা’র অগ্রযাত্রাও আমাদেরকে আনন্দিত করে।

কবি হাফিজ রশিদ খান বলেন -শিল্প, সাহিত্য সংস্কৃতি ও সমাজ এসব বিষয় নিয়ে পত্রিকাটি ধারণ করে আছে বহুমাত্রিকতা। শুধু সাহিত্য অথবা শুধু শিল্প নিয়ে পত্রিকা চালানো কঠিন বৈকি। সেক্ষেত্রে ‘আন্দরকিল্লা’ বহুবিধ বিষয়ের উপস্থাপনায় সক্রিয়। তাই ২৭ বছর ধরে এর অগ্রযাত্রাকে অভিনন্দন জানাই, কবি হোসাইন কবির কবিদ্বয়কে শুভেচ্ছা জানান এবং বলেন- ‘আন্দরকিল্লা’ সাহিত্য চর্চায় একটা প্রাণসঞ্চার করে চলেছে মাসিক সাহিত্য আড্ডার আয়োজনের মাধ্যমে। কবি এজাজ ইউসুফী বলেন- আবসার ভাই অসাধ্য সাধন করে চলেছেন। আমার মামা সিদ্দিক আহমেদ তার অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। সবচেয়ে মধুর ও অন্তর্ভেদি স্মৃতিচারণ করেছেন প্রাবন্ধিক ও অধ্যাপক আবু মুসা মোহাম্মদ মামুন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কবি মুকুল চৌধুরী। খুবই সুন্দর উপস্থাপনা প্রত্যুৎপন্নমতির পরিচয় দিয়েছেন। উপস্থাপনার এককালে কবি হাফিজ রশিদ খানের নাম বিভ্রাট হওয়াতে মুহূর্তেই উপস্থাপিকা বলেন—উনার নাম আধুনিক কবিতার মতোই প্রথম পাঠে রস উদঘাটন হয়ে ওঠে না। দ্বিতীয় তৃতীয় পাঠ যেমন প্রয়োজন কবিতা বুঝার ক্ষেত্রে অভিনিবেশ দাবি করেন তেমনি তার নাম পড়তেও আমার একই হাল হয়েছে।

অনুষ্ঠানে কবিদের জন্মদিনে প্রথমে অভিব্যক্তি প্রকাশ করেন কবি ও অধ্যাপক রুহু রুহেল। তিনি সকলের উপস্থিতিকে স্বল্প কথায় নন্দিত অভিবাদন জানান। কবি ও সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর অভিব্যক্তি প্রকাশ করেন— একটি পত্রিকা প্রকাশের পেছনে যে পরিমাণ অর্থবিত্তের প্রয়োজন তা আমার নেই। শুধু মানসিক শক্তি, সাহিত্যের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং লেখক পাঠকের ভালোবাসাই আমার পাথেয়। সবার উপস্থিতিকে তিনিও অভিনন্দিত করেন। উল্লেখ্য, কেক কেটে দুই কবির জন্মদিনকে রঙিন করে রাখা হয়।

 

জীবন ও সময়ের স্রোতরেখায় যে ঢেউ ওঠে আনন্দ বেদনার সংযোগে কখনো সখনো তা পল্লবিত হয় সুখানুভবের বৈভবে। দ্বিতীয় বারের মতো আবির প্রকাশন এর উদ্যোগে উপহার দিলেন জন্মদিনের চমৎকার আয়োজন, আবসার ভাইয়ের হৃদয়ের টুকরা -মামণি তাসফিয়া র রুচিঋদ্ধ কেকডিজাইন পুনর্বার  ভীষণ মন কেড়েছে।

প্রিয় অগ্রজ, সমতীর্থ ও অনুজ কবিদের সানন্দ উপস্থিতির সাথে কবিতা পাঠ ও সুস্বাদু খাবারের সহযোগ জন্মদিনের বিষয়টিকে ঘিরে অন্যরকম আনন্দ অনুভূতি জন্ম দিয়েছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আয়োজনকারীকে। আন্দরকিল্লার পক্ষ থেকে এ আয়োজন আনন্দ আড্ডা সত্যি খুবই মধুর ছিল। আড্ডাই সাহিত্য সৃষ্টির লোধ্ররেণুর মতো অজস্র ভাবনার খোরাক জোগায় তা অস্বীকার করি কী করে! আন্দরকিল্লার সাতাশ বছরে পদার্পণকে আমরা স্বাগত জানাই। আরও স্বাগত ও অভিনন্দন জানাই আন্দরকিল্লার সুন্দর সাহিত্য শিল্পের অভিযাত্রা। শুভত্বে শোণিত হোক পাঠ ও পাঠকের কাছে আন্দরকিল্লা সাহিত্য পত্রিকা সে শুভ কামনা অবিরত।

 

রুহু রুহেল, কবি ও প্রাবন্ধিক

লাহোর প্রস্তাব বিকৃতির কারণে একাত্তর অনিবার্য হয়ে ওঠে

হোসাইন আনোয়ার ২৩ মার্চ ১৯৪০। পাকিস্তানিরা ভুলে গেছে ২৩ মার্চের ইতিহাস। একটি ভুল ইতিহাসের উপর ভিত্তি করেই ২৩ মার্চ পাকিস্তান দিবস পালিত হয় সমগ্র পাকিস্তানে।

ইফতার পার্টি নয়, সেদিন যেন তারার হাট বসেছিল পিটস্টপে

রুহু রুহেল সমাজ ও সংস্কৃতির বড় পরিচয় সম্প্রীতির অটুট বন্ধনে সামনের পথে অবিরাম এগিয়ে চলা। সাম্য সুন্দর স্বদেশ গঠনের জন্য প্রয়োজন বিবিধ মত ও পথকে

নভোচারী সুনিতা মহাকাশে ফুল ফোটায় পৃথিবীতে নারীর পায়ে শেকল পরায় কে?

প্রদীপ খাস্তগীর চমৎকার একটি সফল মহাকাশ সফর শেষ হয়েছে গত ১৮ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে। গত বছরের ৬ জুন মাত্র ৮ দিনের

দ্বান্দ্বিক বস্তুবাদ: দর্শনের বিজ্ঞান

রাজেশ কান্তি দাশ দর্শনের ক্ষেত্রে বস্তু ও ভাবের দ্বন্দ্ব অতি প্রাচীন। খ্রিষ্টপূর্ব সময়ের। বস্তুবাদী দার্শনিকেরা মনে করেন বস্তু থেকে জাগতিক সব কিছুর উৎপত্তি। গ্রীক দার্শনিক

মানুষ ও মঙ্গল মানব

সরকার হুমায়ুন দুজন মহাকাশচারী- একজন পুরুষ এবং একজন মহিলা মঙ্গল গ্রহ অভিযানে গেলেন। তারা নিরাপদে মঙ্গল গ্রহে অবতরণ করেন। সেখানে তাদেরকে অতিথি হিসেবে মঙ্গলবাসীরা সাদরে