আবাহন
সারাবান তহুরা
তোমার নাম নিয়ে আসে শুভ
তোমার নাম নিয়ে আসে সন্ধ্যা
তোমার নামে উড়ে শে^ত পায়রা
বয়ে যায় নদী মধুছন্দা
তোমার নামে বেজে উঠে পাখোরাজ
সাতরঙে সাজে রংধনুরা
তাকে ভেবে প্রতীক্ষা অনুপল
তোমার পথে চেয়ে থাকি অনূঢ়া
যেই পথে যাই তোমার জয়রথ
সেই পেথ রচি ফুলমালিকা
বাসরের প্রদীপেরা প্রোজ্জ্বল
সব দিতে বসে থাকি বালিকা।
পড়েছেনঃ 171