১
যখন তুমি মিষ্টি ভোরে
অঁাধার ফুড়ে আসো
পাতার বনে অগোচরে
আলতো করে হাসো
প্রজাপতি রঙিন ডানায়
একা উড়ে উড়ে
ঘুরে বেড়াও অহরহ
হৃদয় অন্তপুরে
২
স্বপ্ন আমার অঁাকবো প্রিয়চোখে
সুখ—সারিদের বসবে মেলা শুধু
লাগবে তৃষা কঠিন নিরালোকে
ভালবাসার মরুটাই যে ধূধূ
৩
জানলা গলে গড়িয়ে পড়ে
বাড়ন্ত এক চাঁদ
তোমার বুকে মুখ লুকোবে
তারও কি সে সাধ!
পড়েছেনঃ 95