১.
হয়তো অধিক কঠিন ছিলো স্বপন তরী বাওয়া
কিংবা অধিক আপন সুরে নতুন গান গাওয়া
ছিলো না তো অনুকূলে অচিন বৈরী হাওয়া
সবার ওপর তুমি ছিলে একজীবনের চাওয়া
২.
শর্ত দিয়ে বেসাতি জানি হয়
শর্ত দিয়ে ভালোবাসা নয়
শর্ত দিয়ে শর্ত পূরণ হয়
ভালোবাসা অপূর্ণই রয়
৩.
শিউলি ফোটার আগে
ফুটেছে সংশয়
প্রভাতের দেখা নেই
রাতভর বিস্ময়
পড়েছেনঃ 91