এক.
কতোনা খেলাকরো মেঘের পাড়াতে
বৃষ্টির হাত ধরে নামবে ধরাতে
ভিজবো অহরহ মায়াবী এ রাতে
ভালোবাসা জেগেছে মুষল ধারাতে
দুই.
তোমার কপাট আমার লাগি
বন্ধ ছিলো
বন্ধ ছিলো চোখ দুটো তাই
অন্ধ ছিলো
ঝড় ছিলো তাই তোমার দেশে
হয়নি যাওয়া
হয়নি যাওয়া সঙ্গী ছিলো
বৈরী হাওয়া
তিন.
ডুবু ডুবু সূর্য
টেনে তুলে ধরে
অসময়ে ভোর
আনলি কি করে!
জেগে উঠে নদী
ঢেউ আর ঢেউ
তুই ছাড়া বুকে
নেই আর কেউ
চার.
গল্পের মতো এক বিকেলে
আলতো করে ছুঁয়ে গেলে
এখনো সেই ছোঁয়া আছে
লুকিয়েছো কোন আড়ালে
পড়েছেনঃ 133