এখন সময়:সকাল ১১:১০- আজ: মঙ্গলবার-১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:সকাল ১১:১০- আজ: মঙ্গলবার
১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-বসন্তকাল

উৎসবে -আনন্দে সফল ডিসি বইমেলা

সফি দেলোয়ার কাজল, (ওয়াশিংটন ডিসি) :

উৎসবমুখর পরিবেশে ডিসি বইমেলার চতুর্থ আসরের সফল সমাপ্তি হোল। গত ২৬-২৭শে আগষ্ট ভার্জিনিয়ার স্টারলিংস্থ হলিডে ইন হোটেলে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দুইদিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার, পরিচালক ও অভিনেতা মামুনুর রশিদ। এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান।
এর আগে অনুষ্ঠিত হয় মংগল শোভা যাত্রা। হোটেল চত্বরে রকমারী মুখোশ আর হর্ষ ধ্বনিতে শুরুতেই মেলাকে মাতিয়ে তোলেন বইমেলাতে অংশ নেওয়া শিল্পী, কবি, লেখক সংগঠক সহ আগত অতিথিবৃন্দ।
ডিসি বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর উদ্বোধক জনাব মামুনুর রশীদ বলেন প্রবাসীদের হাত ধরে বাংলা ভাষা বেঁচে থাকবে। তারা দেশের বাইরে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে যেমন নিজেদের মধ্যে চর্চা করবেন তেমনি নতুন প্রজন্মের কাছেও তুলে ধরবেন। তিনি বই মেলার আরো প্রসার এবং শ্রীবৃদ্ধি কামনা করেন এবং আগামীতে আমাদের দ্বিতীয় প্রজন্ম এই মেলার সঙ্গে আরো সম্পৃক্ত হবে বলে প্রত্যাশা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বলেন, বাংলা ভাষা ও সাহিত্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি বাংলা ভাষা চর্চা ও অনুশীলনের ক্ষেত্রে বইমেলার আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে মনে করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইমেলার আহ্বায়ক দোস্তগীর জাহাঙ্গীর, প্রধান সমন্বয়ক ড. নজরুল ইসলাম, বিশেষ অতিথি বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক সাংবাদিক সরকার কবির উদ্দিন,ভাষা সৈনিক মযহারুল হক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক ও সাহিত্যিক ডঃ নুরুন্নবী প্রমুখ।

ডিসি বইমেলা ২০২৩ তিন আংগিকে সাজানো হয়। বইয়ের স্টল, সেখানে বই প্রদর্শনী, বেচা-কেনা, সাহিত্য সভা, সেমিনার আর সাংষ্কৃতিক অনুষ্ঠান। বই মেলার উদ্বোধনের পর “ডিসি বইমেলা” টিমের নিজস্ব পরিবেশনা “জলাঙ্গী” দিয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠানের শুরু। এরপর আলেখ্য্যঃ “আমি জীবনানন্দ” তে পাঠ করেন নুপুর চৌধুরী। ছোটদের অনুষ্ঠান-“ছোট্ট পাখি খঞ্জনা” তে পরিবেশন করে বর্ণমালা শিক্ষাংগনের ছাত্র/ছাত্রীরা। ছিল চিত্রাংকন প্রতিযোগিতা।

সাংষ্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে বই পরিচিতি। দুইদিনে মোট এগারো পর্বে প্রায় ৪০ জন প্রবাসী কবি-লেখকের বই নিয়ে আলোচনা চলে। এছাড়াও ছিল কবির কন্ঠে কবিতা এবং আবৃত্তি। প্রথম দিনের সাংষ্কৃতিক অনুষ্ঠানে উল্লেখযোগ্য এবং দর্শক নন্দিত অনুষ্ঠানগুলির মধ্যে ছিল সমস্বরের বৃন্দ আবৃত্তি, নিউইয়র্কের রাইটার্স ক্লাবের ছড়া পাঠের আসর “ধরাকে ছড়াজ্ঞান”, একতারার পরিবেশনায় “প্রান বিনোদিয়া”, ” প্রেমে, প্রানে গানে গন্ধে” শিরোনামে মৈত্রেয়ী দেবী এবং পুলি বালার গানের আসর, নিউজ-বাংলা ইঙ্কের পরিবেশনায় নাটক “পায়ের আওয়াজ পাওয়া যায়”, আশীফ এন্তাজ রবির উপস্থাপনায় দিনার মনির একক সংগীতানুষ্ঠান। ছিল সা’দ কামালীর বই “নজরুল-সংহিতা” নিয়ে হাসান মাহমুদের আলাপচারিতা। প্রবীন গুনী নৃত্য শিল্পী লায়লা হাসান এবং নিউইয়র্কের স্বনামধন্য সাংষ্কৃতিক সংগঠন-বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্ট (বিপা)র পরিবেশনায় মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক নৃত্য আলেখ্য-“জয় বাংলা”।

দ্বিতীয় দিনে দুপুর বারটায় ক্লেমেন্ট গোমেজের পরিচালনায় ছোটদের নাটিকা “নাককাটা রাজা” দিয়ে অনুষ্ঠানের শুরু। এরপর শিশু শিল্পী দুই ভাই বোন নোরা-ফারিয়েল “ঝিকিমিকি আলোর ধারা”তে সংগীত পরিবেশন করে। ছিল সমবেত সংগীতের আসর “আহ্বান”, রবিবারের উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে ছিল বইমেলার আইকন পর্ব-“গানের ছোঁয়ায় কবিতা”, কথা-ক্লেমেন্টস-সাহানা ভট্টাচার্য্য কে নিয়ে গানের অনুষ্ঠান আধুনিক গানের আসর, ফয়সল কাদের-লাবনী কাদের দম্পতির যুগল পরিবেশনা, মিলিয়া আলীর একক পরিবেশনা, তসলিম-আনিলার সুরের ঝর্ণা, সব শেষে বাংলাদেশের গুনী নৃত্য শিল্পী তামান্না রহমানের মনিপুরী নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এবারের বই মেলাতে তিনিটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়। সৈয়দ হাই, এন্তাজ রবি এবং সন্তোষ বড়ুয়ার বই উন্মোচন করেন বিশিষ্ট নাট্য শিল্পী মামুনুর রশীদ।
এ ছাড়া সাংষ্কৃতিক অনুষ্ঠানের ক্ষণে ক্ষণে সাহিত্য আলোচনা” উত্তর আমেরিকার বাংলা পত্রিকা ও বেতারের ইতিকথা”,ফতেমোল্লার বই “উদ্ভ্রান্ত প্রলাপ” নিয়ে লুতফুর রহমান রিটনের আলোচনা, ডঃ নুরুন নবীর সাহিত্যে মুক্তিযুদ্ধ, বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদের সাথে সামিনা আমিনের আলাপচারিতা আলোকিত করে বই মেলাকে। ছিল সাহিত্য পুরষ্কার।

দুইদিনের এই বইমেলাতে সমান্তরাল ভাবে “কবি সুফিয়া কামাল” হলে অনুষ্ঠিত হয় সেমিনার,নাট্য কর্মশালা এবং স্বল্প দৈর্ঘ্য ছায়াছবি। দুইদিনে মোট ১০টি সেমিনার, বাংলাদেশের গুণী নৃত্য শিল্পী তামান্না রহমানের মনিপুরী নাচের উপর কর্মশালা, আরন্যক এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদের থিয়েটার কর্মশালা ডিসি বইমেলাতে “বাংলাদেশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্র” এর সরব উপস্থিতি। শনিবারে “কবি সুফিয়া কামাল হলে” অনুষ্ঠিত হয় বাংলাদেশ রাইটার্স ক্লাবের অনিন্দ্য সুন্দর আয়োজন “জনকের কথা ও কবিতা”। ১৫ই আগষ্টে জাতির জনক বংগবন্ধু এর তার পরিবারের হত্যাকান্ডের স্মরণে রাইটার্স ক্লাবের এটা নিয়মিত আয়োজন। এ বছর তারা এই অনুষ্ঠানটি ডিসি বইমেলাতে আয়োজন করেছে। অনুষ্ঠানটি দর্শক নন্দিত হয়েছে।
অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন কাদেরিয়া বাহিনীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সিরু বাঙলি, প্রধান আলোচক লুৎফর রহমান রিটন, আলোচক যুদ্ধ অপরাধ ট্রাইবুনালের আইনজীবি অমর ইসলাম, প্রবীণ সাংবাদিক মাহমুদ উল্লাহ। কবি শাহাব আহমেদ এর কথা ও কবিতা পাঠে অংশ নেওয়া রাইটার্স ক্লাবের সদস্যরা। অনুষ্টানের মডারেটর ছড়াকার মনজুর কাদের এর মুগ্ধতাময় উপস্থাপনায় অনুষ্ঠানটি স্মৃতিতে ভাষ্কর হয়ে থাকবে।

সবশেষ পরিবেশনা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনন্য তথ্যচিত্র-ব্লকেড এর প্রদর্শনী। হল ভর্তি দর্শকের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এই তথ্য চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বীর প্রতিক সেতারা বেগম এবং রনাংগনের যুদ্ধাহত মুক্তিযুদ্ধা কমা-ার সেতারা বেগম এবং সাংষ্কৃতিক ফ্রন্টের মুক্তিযোদ্ধা লায়লা হাসান। অনুষ্ঠানটি উপস্থাপন করেন শিমুল সাহা। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথ্য চিত্রটির পরিচালক আরিফ ইউসুফ,সহ পরিচালক তাসবীর ইমাম স্বাক্ষর। প্রদর্শনী শেষে মুক্তিযুদ্ধ এবং তথ্যচিত্রটি নিয়ে আলোচনা করেন সেতারা বেগম, সেতারা বেগম, মযহারুল হক, সরকার কবীর উদ্দিন, লায়লা হাসান প্রমুখ।

ডিসি বইমেলার প্রধান আকর্ষন বইয়ের স্টলে পাঠক, লেখক এবং প্রকাশকদের সম্মিলন। আড্ডার ছলে এই আলাপচারিতা ছিল গুরুত্বপূর্ণ। যদিও একই হলের ভিতরে হওয়াতে মঞ্চ এবং বই স্টলের পরিসরে কিছুটা গোলমেলে মনে হলেও অনেকেই এটাকে আনুসঙ্গিক এবং প্রসংগিক বলেই মনে করেছে।
বই মেলাতে নিউইয়র্ক, নিউজার্সি, আটলান্টা, ফ্লোরিডা, টরন্টো, অটোয়াসহ উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে সাহিত্য সেবী এবং সাহিত্য প্রেমিকরা অংশ গ্রহন করে। কখন কখন মনে হতে পারে স্থানীয় প্রেমীদের চেয়ে অন্য রাজ্য থেকে আগত প্রেমীরাই ছিল সংখ্যা আধিক্য।
অবশেষে দুইদিনের এই বইমেলা উৎসবের এই মিলনের মেলা অত্যন্ত সফল ভাবে সম্পন্ন হল ।

কিছু দেওয়া, কিছু নেওয়া, এরই মাঝে ডিসি বই মেলা উৎসবের স্মৃতি আগত অনেকের হৃদয় জুড়ে থাকবে কিছুদিন আনন্দের উৎস হয়ে। প্রবাসের যান্ত্রিক গতানুগতিক জীবনযাত্রাযর মাঝে এই বই মেলা উৎসব নিয়ে আসবে নতুন প্রাণের গতি।

প্রাচীন বাংলার স্বচ্ছ ইতিহাস রচনায় তাম্র-শিলালিপি মুদ্রা ও প্রত্ন-ভাস্কর্য কতটা দরকারি

ড. আবু নোমান উৎস বা সূত্র যতটা স্বচ্ছ যৌক্তিক ও প্রায়োগিক হয় ইতিহাস তত বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। এ কারণেই ইতিহাস রচনায় উৎসের ভূমিকা অত্যন্ত

আন্দরকিল্লার উদ্যোগে আনন্দ আড্ডা ও দুই কবির জন্মদিন পালন

রুহু রুহেল বিগত ১ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ছয়টায় শিল্প, সাহিত্য ও সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ২৭ বছরে পদার্পণ, দুই কবির জন্মদিন পালন, ‘আন্দরকিল্লা’র ডিসেম্বর সংখ্যার পাঠ

রাজা মহারাজাদের ‘হারেম’

বাবুল সিদ্দিক   ‘হারেম’ শব্দটি তুর্কি শব্দ। কেউ কেউ বলেন হারেম শব্দটি আরবি শব্দ হারাম থেকে এসেছে। যার অর্থ নিষিদ্ধ। সহজ ভাষায় হারেম অর্থ মহিলাদের

অরক্ষিত সময়ের গল্প

মনি হায়দার সে পাহারাদার, সুতরাং নারী ও রাত তার কাছে অতৃপ্তির আধার। গল্পটা একজন পাহারাদারকে নিয়ে অথবা  একজন পাহারাদারের গল্পও হতে পারে। গাছ গাছই, যে

রুয়েলিয়া, রুয়েলিয়া

শোয়ায়েব মুহামদ শাহানা বলে, বেলায়াত স্টুডিও থেকে কি ছবিটা তুমি নিতে পারছো? বেলায়াত এসেছে খানিক আগে, ট্রেনে। এসে জোহরের নামাজ শেষে গুটানো জায়নামাজ টেবিলে রেখে