এখন সময়:বিকাল ৪:২৩- আজ: শুক্রবার-২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:বিকাল ৪:২৩- আজ: শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-বসন্তকাল

ধর্ম বনাম সংস্কৃতি: প্রসঙ্গ মঙ্গল শোভাযাত্রা

আলম খোরশেদ : ফিবছর নববর্ষের মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে বাঙালি সংস্কৃতি বনাম হিন্দুয়ানি সংস্কৃতি বিষয়ক একটি বিতর্ক, কিংবা বলা যেতে পারে কুতর্ক, বেশ মাথা চাড়া দিয়ে ওঠে। এটি নিয়ে আগেও যে বিচ্ছিন্নভাবে নানা মহল থেকে নানা কথা বলা হয়নি তা নয়, তবে ইদানীং মনে হল একটি গোষ্ঠী খুব সংগঠিতভাবেই মাঠে নেমেছে বাঙালির বহু শতাব্দী ধরে চর্চিত লোকজ সংস্কৃতির সঙ্গে ইসলাম ধর্মের একটি কল্পিত বিরোধকে বেশ পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত করে দেওয়ার মতলব নিয়ে। বিতর্কটি মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত কয়েকটি নিরীহ প্রাণীর প্রতীকী চিত্র নিয়ে শুরু হলেও দ্রুতই সেটি বাঙালির চিরন্তন কিছু খাদ্যাভ্যাস, পোশাকপরিচ্ছদ, আচার-অনুষ্ঠান এমনকি চিরচেনা কিছু পুষ্প, বৃক্ষের শেকড় ধরেও টান মারে। অথচ পুরো বিতর্কের মূল ভিত্তিটিই নিতান্ত দুর্বল, কেননা এখানে সংস্কৃতির সঙ্গে ধর্মের বিচার কিংবা তুলনা করা হচ্ছে, যা পুরোপুরি দুই ভিন্ন গোত্র কিংবা বর্গের অন্তর্ভুক্ত বিষয়। ধর্ম হচ্ছে বিশ্বাসের বিষয়, যা মূলত পরকালকেন্দ্রিক; আর সংস্কৃতি জীবনাচারের বিষয়, যার কার্যকর্ম ইহকালভিত্তিক। সংগঠিত ধর্মের উৎপত্তি কিংবা প্রচলন মানবেতিহাসের তুলনামূলকভাবে খুব নতুন একটি বিষয়, বড়জোর পাঁচ কী ছয় হাজার বছর আগের; যেখানে সংস্কৃতি খোদ মানবজাতির সমান বয়সী, লক্ষ কোটি-বছরের মাপে যার হিসাব চলে। ধর্ম পরিবর্তনশীল, সেই তুলনায় সংস্কৃতির একটি আদি ও শাশ্বত রূপ বিদ্যমান।
উদাহরণস্বরূপ, বাংলাদেশের বর্তমান সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর কথাই ধরা যাক। তার বয়স সাকুল্যে হাজার বারোশ বছর; এর আগে সে ছিল মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ও  নিম্নবর্গে র হিন্দুসমাজের অন্তর্ভুক্ত, তার আগে প্রধানত সনাতন ধর্মাবলম্বী, আর তারও আগে প্রাণী ও প্রকৃতিপূজারী। কিন্তু সংস্কৃতির কথা যদি বলি, তার মূল ভিত্তিভূমিটি কিন্তু আমাদের প্রকৃতিপূজারী পর্ব থেকে অদ্যাবধি প্রায় একইরকম রয়ে গেছে; হয়তো পারিপার্শ্বিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতার প্রভাবে তাতে কিছু বাহ্যিক বদল, কিছু যোগবিয়োগ ঘটেছে, যার পেছনে ধর্মচর্চারও কিছুটা ভূমিকা নিশ্চয়ই রয়েছে। কিন্তু তাই বলে প্রতিবার ধর্মবদলের সঙ্গে সঙ্গে তার অনুসারীদের প্রাত্যহিক জীবনাচারের সঙ্গে সম্পৃক্ত সবকিছুই একেবারে আগাপাশতলা পালটে যায়নি বা যায় না। সে আগে যে-ভাষায় কথা বলত, যে-খাবার খেত, যে-পোশাক পরিধান করত, যে-গান গাইত, যে-খেলা খেলত, যে-উৎসব পালন করত, যেভাবে ঘর সাজাত, বাগান করত, প্রাণী পুষত, প্রতিবেশীর সঙ্গে মিলত, এক কথায় জীবনযাপন করত, তার পুরোটাই প্রায় অপরিবর্তিত থাকে। পালটায় মূলত নতুন ধর্মের রীতিনীতি অনুযায়ী তার প্রার্থনা, উপাসনার পদ্ধতি-প্রকরণ আর তার সঙ্গে সম্পৃক্ত অল্পস্বল্প খাদ্য, পরিধেয় সম্পর্কিত আচার-অভ্যাস। তা-ও সেসব কেবল ধর্মবিশ্বাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে অতটা নয়। অর্থাৎ দেখা যাচ্ছে, ধর্মবিশ্বাস ও সংস্কৃতির মধ্যে স্পষ্টতই একটি বিভাজন রয়েছে; ধর্ম নিজেকে সীমাবদ্ধ রাখে তার বিশ্বাস ও সেইসূত্রে পালনীয় আচার-অনুষ্ঠানের সীমিত পরিসরে, অন্যদিকে সংস্কৃতি তার জীবনের ব্যাপক ও বৃহত্তর পরিধিতে নিরন্তর ক্রিয়াশীল থাকে, থাকে তার নৃতাত্ত্বিক পরিচয়ের প্রধানতম স্মারক ও চালক হিসেবে।
সংস্কৃতির অধিকাংশ উপকরণ কিংবা কৃত্যই মূলত বাহ্যিক, এর সঙ্গে ধর্মীয় বিশ্বাসের তো কোনো বিরোধ নেই। বাঙালি মুসলমান তার মাতৃভাষা আবহমানকালের সেই বাংলা ভাষাতেই তার ধর্মীয় বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটাতে পারে, পারে যাবতীয় ধর্মীয় আচার অনুষ্ঠানের চর্চা করতে, এর জন্য তো তাকে তার মাতৃভাষা বাংলাকে বিসর্জন দেবার কোনো প্রয়োজন নেই। কেউ যদি উপরি হিসাবে আরবি ভাষাটাকে অর্থ বুঝে ভালোভাবে রপ্ত করে নিতে পারে, সেটা তার বাড়তি লাভ, কিন্তু তা তো আর সবার জন্যই বাধ্যতামূলক হতে পারে না! তেমনি বাঙালি কৃষক, শ্রমিক কিংবা নিতান্ত সাধারণজন তার নিত্যদিনের পরিধেয় লুঙ্গি কিংবা পাজামা পরেই এবাদত-বন্দেগি তথা ধর্মীয় কাজটুকু সারবে সেটাই তো স্বাভাবিক; এর জন্য তাকে কেন আরবদেশের বিজাতীয় চোগা-চাপকান কিংবা জোব্বা-পাগড়ির মতো ধরাচূড়া গায়ে চাপাতে হবে! বাঙালি মুসলমান নারী যদি তার বহু শতাব্দীর লালিত ঐতিহ্যের স্মারক একটি নিরীহ লাল কিংবা কালো টিপকে কপালে ধারণ করতে চায় তাতে তো তার জাত যাবার কোনো কারণ থাকতে পারে না, এমনকি এতে করে তার ধর্মচর্চারও কোনো বিঘ্ন হবার কথা নয়, কেননা এমন কিছুর উল্লেখ বস্তুত তার ধর্মগ্রন্থগুলোতেও নেই। একইভাবে বাঙালি মুসলমান তার বহু সহ¯্র বছরের পূর্বপূরুষের জীবনাচরণের ঐতিহ্য অনুযায়ী যদি গাছপালা, পশুপাখি, নদীনালা তথা প্রকৃতির প্রতি তার সহজাত অনুরাগটুকু বজায় রাখতে চায়, চায় তার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের সম্পর্ক গড়ে তুলতে, আর এরই বহিঃপ্রকাশস্বরূপ সে যদি নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় দুচারটে পশুপাখির প্রতিকৃতি বহন করে আনন্দ পায়, তাতে তার মুসলমানিত্ব নিয়ে কেন টানাটানি পড়বে?
তার মানে এই যে, যে বা যারা এই বেহুদা বিতর্কটি তুলছেন তাঁদের একটি গভীর দুরভিসন্ধি ও অসৎ উদ্দেশ্য রয়েছে। সেটি তাঁদের ধর্মচর্চা, ধর্মীয় মূল্যবোধ কিংবা ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পর্কিত নয় মোটেও। এর আদত উদ্দেশ্য মূলত দেশে বর্তমানে যেটুকু সাম্প্রদায়িক সম্প্রীতি অবশিষ্ট রয়েছে তাকেও ধ্বংস করে দেওয়া; সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর সঙ্গে বিরোধ, বিচ্ছিন্নতা ও বৈরিতার সম্পর্ক তৈরি করে, তাদের মধ্যে এক ধরনের আস্থার সংকট সৃষ্টি করা। এছাড়া সমাজে সংস্কৃতি-চর্চাকে বাধাগ্রস্ত করা ও তার সামগ্রিক পরিবেশটিকেই বিনষ্ট করে দেওয়াও তাদের একটি বড় এজেন্ডা। কারণ এরা জানে, সমাজে শিক্ষা এবং সংস্কৃতির যথাযথ প্রসার ঘটলে সচেতন জনগোষ্ঠী তাদের পশ্চাৎপদ ধ্যানধারণাকে প্রত্যাখ্যান করবে, তাদের ধর্মব্যবসা ও ধর্মরাজনীতির ফাঁদে সহজে ধরা দেবে না আর। এসবের বাইরে, তরুণ প্রজন্মের মনে বিজ্ঞান-বিরোধিতার বীজ রোপণ, দেশের সার্বিক সামাজিক বাতাবরণে ধর্মীয় রক্ষণশীলতার প্রসার, ধর্মনিরপেক্ষ চিন্তাচেতনার বিরোধিতার বিষয়গুলো তো রয়েছেই। এমতাবস্থায় আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে উদার, সহিষ্ণু, মুক্তচিন্তায় বিশ্বাসী, অগ্রসর ও আধুনিক একটি সমাজ গঠনের স্বপ্ন দেখি, তাদের তবে করণীয় কী?
ব্যক্তির্পযায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে করণীয় তো আছে অনেককিছুই। তবে সবকিছুর আগে একটি কথা আমাদের সবাইকে, সর্বত্র ও সর্বক্ষণ সরবে বলে যেতে হবে যে, ধর্ম ও সংস্কৃতি দুটি ভিন্ন জিনিস, কেউ যেন এই দুটোকে তার ব্যক্তিজীবনে গুলিয়ে না ফেলেন। ধর্ম সম্পূর্ণতই একটি ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, যা মূলত আধ্যাত্মিক ও পারলৌকিক জিজ্ঞাসার জন্ম দেয় বিশ্বাসীদের মনে। অন্যদিকে সংস্কৃতি হচ্ছে ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে একটি নির্দিষ্ট নৃতাত্ত্বিক গোষ্ঠীর সামগ্রিক জীবনাচরণের সঙ্গে সম্পৃক্ত, যার শেকড় প্রোথিত তার একেবারে আদি উত্থানের কালে, যখন হয়তো কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের অস্তিত্বই ছিল না ধরণীতে। জীবনের এই বৃহত্তর সংস্কৃতিতে স্বধর্মী, বিধর্মী, বিশ্বাসী, অবিশ্বাসী সবারই রয়েছে সমান অধিকার। এই কথাটি বাড়িতে যেমন বাবা-মা বলবেন তাঁর সন্তানদের;, তেমনি একেবারে প্রাথমিক শিক্ষার সময় থেকে শিক্ষকেরা বলবেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের; প্রচারমাধ্যমে নিরন্তর প্রচার করা হবে এই সত্যটুকু এবং এর বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের সব অপপ্রচার খ-নেও তৎপর থাকবে তারা; সাংবাদিকেরা লিখবেন এর পক্ষে তাঁদের পত্রপত্রিকায়; লেখক, চিন্তক, বুদ্ধিজীবীরা সবসময় তাঁদের লেখালেখির মাধ্যমে সমাজে এই চিন্তার প্রসার ঘটাবেন; শিল্পী ও সংস্কৃতিজনেরা তাঁদের শিল্পকর্ম ও সাংস্কৃতিক কর্মকা-ের মধ্য দিয়ে সবরকম সংকীর্ণ চিন্তার বিপরীতে উদার মানবিকতা, সম্প্রীতি, সহিষ্ণুতা ভালোবাসা ও মিলনের বার্তা ছড়িয়ে দেবেন সবার মাঝে। আর রাষ্ট্রকেও তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি স্তরে এর চর্চা করতে হবে; তার যাবতীয় আইন ও বিধিবিধানে এর প্রতিফলন ঘটাতে হবে, এর বিরুদ্ধতাকারীদের ওপর নজরদারি ও প্রয়োজনে প্রতিবিধানমূলক ব্যবস্থাগ্রহণে তৎপর হতে হবে। এককথায়, রাষ্ট্রকে কেবল সংখ্যাগুরু জনগোষ্ঠীই নয়, সকল ধর্মের, বর্ণের, নৃগোষ্ঠীর মানুষই যেন নির্ভয়ে, নিশ্চিন্তে তার ধর্মপালন করতে পারে সেই ব্যবস্থা করার পাশাপাশি একটি একমুখী, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থার প্রচলন করতে হবে। সেইসঙ্গে সমাজে সর্বজনীন সংস্কৃতিচর্চার জন্য অনুকূল একটি পরিবেশ নির্মাণের লক্ষ্যে যা যা করণীয় তার সবটুকু করার বিষয়েও দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে হবে। এতে কোনো শৈথিল্য কিংবা আপসরফা আখেরে আমাদের বিপদই ডেকে আনবে কেবল।

আলম খোরশেদ : বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত,
অনুবাদক ও প্রাবন্ধিক।

ভাষার যতো মান অপমান

অজয় দাশগুপ্ত : বাংলাদেশ আমাদের দেশ। আমাদের মাতৃভাষার নাম বাংলা ভাষা। আপনি আশ্চর্য হবেন জেনে প্রবাসের বাঙালিরা প্রাণপণ চেষ্টা করে তাদের সন্তানদের বাংলা শেখায়। এ

চাঁদপুর চর্যাপদ সাহিত্য একাডেমির কবিতা উৎসবে ১০ গুণী ব্যক্তির পুরস্কার লাভ

আন্দরকিল্লা ডেক্স : নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির কবিতা উৎসব-২০২৫। গত ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় চাঁদপুর শহরের ইউরেশিয়া চাইনিজ রেস্টুরেন্টে সবুজ

চট্টগ্রাম রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপন

আন্দরকিল্লা ডেক্স : শতবর্ষ পূর্ণ হওয়া চট্টগ্রামের হাতেগোনা কয়েকটি স্কুলের মধ্যে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী অন্যতম একটি। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এই স্কুল ২০২৪

কেনো ইহুদিরা জাতি হিসেবে এত বুদ্ধিমান?

মূল লেখক: ডঃ স্টিফেন কার লিওন অনুবাদক— আসিফ ইকবাল তারেক   ইসরাইলের কয়েকটি হাসপাতালে তিন বছর মধ্যবর্তীকালীন কাজ করার কারণেই বিষয়টি নিয়ে গবেষণা করার চিন্তা

আগমনী এবং দুর্দান্ত দুপুর

দীপক বড়ুয়া ঋষিতার মুখে খই ফুটে। কালো মেঘে ঝুপঝুপ বৃষ্টি পড়ার সময়। পাহাড়ের খাঁজে খাঁজে বৃষ্টির জল গড়িয়ে পরে। আনন্দে বৃষ্টি ফোটা ছুঁয়ে হাসে। মাঝেমধ্যে