ভাঙনের শব্দ শুনি
উৎপল দত্ত
কাদা জলে দাঁড়িয়ে পুতুলগুলো
গাছের শাখায় লাল নীল ফিতে
কড়াইতে তো ছাই-চাপা আগুনের ছাপ
অগ্নিতে জলের ভয়? কিসের সন্তাপ!
বানের জলেই ভেসে আসে খড়কুটো
আধপোড়া রুটিতে তবু কামড়ের দাগ
লাঙল ফলার চিহ্ন তামাটে জমিনে
শকুন ঝাপটায় পাখা উদগ্র ক্ষুধায়
গ্রহণের আচ্ছাদনে ঢাকা পূর্ণিমার চাঁদ
বাড়ির অঙ্গনে করে খেলা নিশাচর
শ্মশান-আলোয় কাঁপে নিরব প্রহর
তথাপি রাম-চরিত জপে জামিনীরে তিমীর দল।
পড়েছেনঃ 185