১.
কলি হইতে পুষ্প ফুটিল কাননে
সাথে পাখিরা উঠিল ডাকিয়া
উপহার পাইলাম নতুন একটা প্রভাত
রবি দিল আলো হাসিয়া
ধরনীর বুকে প্রাণ প্রকৃতি
উঠিল আবার জাগিয়া
প্রভাতে নরম রোদের পরশে
মনটা তৃপ্তিতে গেল ভরিয়া।
২.
দোর খুলে দাও আলো আসুক
ঘরটা করুক আলোকিত
আলো যে হাসে কাছে আসে
আলো আমায় করে প্রীত।
৩.
একেবারে অবসরে যদি যায় রবি
ভাবি, কেমন হবে ভুবনের ছবি
আলো ছাড়া তো সবই অচল
আলো চাই আলো চাই
আলোর কাছে চল রে চল
সঙ্গে যদি আলো থাকে
পড়ব না কখনো অশুভ বাঁকে
আলো নিয়ে লিখি কতো রচনা
আলো যে আমার পরম প্রিয়
তাইতো নিয়ত আলো বন্দনা।
পড়েছেনঃ 28