এখন সময়:সন্ধ্যা ৬:১৮- আজ: রবিবার-১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:সন্ধ্যা ৬:১৮- আজ: রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল

সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনিবার্চিত কার্যকরি পরিষদ‘কে ফুলেল শুভেচ্ছা অব্যাহত 

সীতাকুণ্ড প্রেসক্লাবের দ্বি—বার্ষিক নিবার্চন পরবতীর্ নবনিবার্চিত কার্যকরি পরিষদ‘কে বিভিন্ন শ্রেণি—পেশাজীবিদের ফুলেল শুভেচ্ছা অব্যাহত আছে। প্রতিদিন ক্লাব প্রাঙ্গনে ফুল নিয়ে ভিড় করছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর ও সদস্য সচিব কাজী মহিউদ্দিন‘সহ জামায়াত, জাতীয় পার্টি ও সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী কমিটির নেতারা নবনিবার্চিত কমিটি‘কে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেছে। উল্লেখ্য যে, গত ১৭ সেপ্টেম্বর সীতাকুণ্ড প্রেসক্লাবের নিবার্চন অনুষ্ঠিত হয়। প্রধান নিবার্চন কমিশনার স্বাক্ষরিত উপজেলা নিবার্হী কর্মকতার্ কে এম রফিকুল ইসলাম ঘোষিত ফলাফল অনুয়ায়ী সভাপতি পদে নিবার্চিত হয় সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাইয়ূম চৌধুরী। সহ—সভাপতি পদে মোঃ খাইরুল ইসলাম ও সহ—সাধারণ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম বিনাপ্রতিদ্বন্ধিতায় নিবার্চিত হয়। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক, অর্থ সম্পাদক পদে সবুজ শমার্ শাকিল, ক্রীড়া—সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ সালাউদ্দিন, অফিস—পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ আবুল খায়ের এবং প্রচার—প্রকাশনা সম্পাদক পদে সঞ্জয় চৌধুরী নিবার্চিত হয়।

নিবার্চনে প্রধান নিবার্চন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোঃ নাছির উদ্দিন এবং নিবার্চন কমিশনার এর দায়িত্বে ছিলেন মোহাম্মদ বাবুল মিয়া বাবলা। নিবার্চনে সার্বিক সহযোগিতা করেন মোঃ দেলোয়ার হোসাইন খান।

৫ অক্টোবর অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কমিটির শপথ অনূষ্ঠান। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিনের সভাপতিত্বে নবনিবার্চিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ—সচিব মোঃ রুহুল আমীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিপব্রেকিং ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন।

প্রসঙ্গত ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম সারির পত্রিকা—টিভি চ্যানেলগুলোতে কর্মরত মূলধারার সাংবাদিকদের এ পেশাজীবি সংগঠনটির নিবার্চন উপজেলাব্যাপী বেশ উৎসবমূখর হয়ে উঠেছিল। নবনিবার্চিত সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু বলেন, মূলধারার সাংবাদিকদের আস্থার প্রতীক সীতাকুণ্ড প্রেসক্লাব। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির নিবার্চন বরাবরই উৎসবমূখর হয়ে আসছে। এবারের নিবার্চনেও তার ব্যতিক্রম হয়নি। বিজয়ী বর্তমান কার্যকরি পরিষদ আগামী দু‘বছর সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

৭১ এর সেই মাহেন্দ্রক্ষণ

হোসাইন আনোয়ার ১৯৭১ সাল ১৪ ডিসেম্বর দিয়েই শুরু করছি। ১৪ ডিসেম্বর দিবাগত রাতে লে. জেনারেল নিয়াজী ফোনে রাওয়ালপি-িতে সামরিক বাহিনীর প্রধান সেনাধ্যক্ষ জেনারেল আবদুল হামিদকে

সেকাল ও একালের চট্টগ্রাম

মুহাম্মদ ইদ্রিস আলি   নদী—পাহাড়—সাগর, অবারিত মাঠ, সবুজ— সোনালি ফসলের ক্ষেত, বৃক্ষরাজি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাকৃতিক ভান্ডার—শ্বাশত বাঙালিয়ানার অফুরন্ত উৎস। সকালের সোনা মাখা হলুদ নরম

আমি শ্রাবণ!

সৈয়দ মনজুর কবির   মাস খানেক হলো হামিম সাহেব সিরাজগঞ্জের এডিসি হয়ে এসেছেন। শহরের ভেতর সরকারি বাড়ি। দুসপ্তাহ আগে পরিবার নিয়ে এসেছেন। পরিবার বলতে স্ত্রী