এখন সময়:বিকাল ৩:১৩- আজ: মঙ্গলবার-২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:বিকাল ৩:১৩- আজ: মঙ্গলবার
২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-বসন্তকাল

স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি সফলভাবে সম্পন্ন

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” জাতীয় সংগীতের প্রতি ভালোবাসা ও একাত্মতা প্রকাশ করে স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্র ও স্বাধীন প্রকাশনের উদ্যোগে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া কর্মসূচি ৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সামনে সর্বস্তরের লেখক, সাংবাদিক, এডভোকেট, সংগীতশিল্পী, নাট্যশিল্পী, আবৃত্তিশিল্পী, শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। এ সময় বিপুল সংখ্যক সংস্কৃতিসেবীরাও উপস্থিত ছিলেন। স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্রের চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় জাতীয় সংগীত- আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’র সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন শাহ আলম নিপু, বীর মুক্তিযোদ্ধা সোমু, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সহ সভাপতি আলোক মাহমুদ, মাসিক আন্দরকিল্লা সম্পাদক ও প্রকাশক মুহম্মদ নুরুল আবসার, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সিনিয়র সহ সভাপতি রেহেনা চৌধুরী, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সাধারণ সম্পাদক শাহ আলম, নাট্যজন মাঈনুদ্দিন কোহেল, নাট্যজন অসীত দাশ পুলক, সংগঠক জাহিদুল ইসলাম, স্বাধীন এর জেনারেল সেক্রেটারি আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন চৌধুরী ইভান, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম হাওলাদার, বোরহান উদ্দিন আজাদ, অ্যাডভোকেট তুতুল বাহার, মোহাং বেলাল মিয়া, আবৃত্তিশিল্পী মিশফাক রাসেল, নাট্যশিল্পী ও নির্দেশক সাইফুল ইসলাম, মুকাভিনয়শিল্পী সোলেমান মেহেদী, বাপ্পী হায়দার, নাজিম উদ্দীন মামুন, মো. আকরাম হোসেন বাপ্পী, হামিদুল হক চৌধুরী, তৌফিকুর রশীদ তুরিন, মোহাম্মদ আজিম উদ্দিন, সেলিম উদ্দিন সেলিম, মোহাম্মদ নোমান চৌধুরী, গোলাম মোস্তফা আজাদ, মো. সালাউদ্দিন, নূর উদ্দিন চৌধুরী, সৈয়দ হোসেন, হ্যাপী চৌধুরী, প্রসেনজিৎ বড়ুয়া, ইশফাক শুভ, পার্থ সেন, ওমর ফারুক, আনিকা ফেরদৌস, অরিত্রি দাশ, রূপকথা দাশ, উদাইসা মুনতাহানা, জারিন বিনতে জসিম, মোহাম্মদ হোসেন, ফিমা আকতার, মিসেস বকুল আক্তার ডলি, আবু ইউসুফ, জসিম উদ্দিন, মোহাম্মদ সাঈদ, পার্থ দে, আহমেদ ইমন, হাসনাইন চৌধুরী মাহির, তাইছির, নাজমুল হাসান, মিসেস হাজেরা বেগম, সুমাইয়া আনোয়ার সাফা, মিসেস রুমা করিম, রেদওয়ান করিম রাফান, ইউছুপ আনাস, ইমরান উদ্দিন ইমু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

লাহোর প্রস্তাব বিকৃতির কারণে একাত্তর অনিবার্য হয়ে ওঠে

হোসাইন আনোয়ার ২৩ মার্চ ১৯৪০। পাকিস্তানিরা ভুলে গেছে ২৩ মার্চের ইতিহাস। একটি ভুল ইতিহাসের উপর ভিত্তি করেই ২৩ মার্চ পাকিস্তান দিবস পালিত হয় সমগ্র পাকিস্তানে।

ইফতার পার্টি নয়, সেদিন যেন তারার হাট বসেছিল পিটস্টপে

রুহু রুহেল সমাজ ও সংস্কৃতির বড় পরিচয় সম্প্রীতির অটুট বন্ধনে সামনের পথে অবিরাম এগিয়ে চলা। সাম্য সুন্দর স্বদেশ গঠনের জন্য প্রয়োজন বিবিধ মত ও পথকে

নভোচারী সুনিতা মহাকাশে ফুল ফোটায় পৃথিবীতে নারীর পায়ে শেকল পরায় কে?

প্রদীপ খাস্তগীর চমৎকার একটি সফল মহাকাশ সফর শেষ হয়েছে গত ১৮ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে। গত বছরের ৬ জুন মাত্র ৮ দিনের

দ্বান্দ্বিক বস্তুবাদ: দর্শনের বিজ্ঞান

রাজেশ কান্তি দাশ দর্শনের ক্ষেত্রে বস্তু ও ভাবের দ্বন্দ্ব অতি প্রাচীন। খ্রিষ্টপূর্ব সময়ের। বস্তুবাদী দার্শনিকেরা মনে করেন বস্তু থেকে জাগতিক সব কিছুর উৎপত্তি। গ্রীক দার্শনিক

মানুষ ও মঙ্গল মানব

সরকার হুমায়ুন দুজন মহাকাশচারী- একজন পুরুষ এবং একজন মহিলা মঙ্গল গ্রহ অভিযানে গেলেন। তারা নিরাপদে মঙ্গল গ্রহে অবতরণ করেন। সেখানে তাদেরকে অতিথি হিসেবে মঙ্গলবাসীরা সাদরে