এখন সময়:সকাল ৭:৪৭- আজ: বৃহস্পতিবার-১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:সকাল ৭:৪৭- আজ: বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি সফলভাবে সম্পন্ন

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” জাতীয় সংগীতের প্রতি ভালোবাসা ও একাত্মতা প্রকাশ করে স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্র ও স্বাধীন প্রকাশনের উদ্যোগে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া কর্মসূচি ৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সামনে সর্বস্তরের লেখক, সাংবাদিক, এডভোকেট, সংগীতশিল্পী, নাট্যশিল্পী, আবৃত্তিশিল্পী, শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। এ সময় বিপুল সংখ্যক সংস্কৃতিসেবীরাও উপস্থিত ছিলেন। স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্রের চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় জাতীয় সংগীত- আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’র সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন শাহ আলম নিপু, বীর মুক্তিযোদ্ধা সোমু, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সহ সভাপতি আলোক মাহমুদ, মাসিক আন্দরকিল্লা সম্পাদক ও প্রকাশক মুহম্মদ নুরুল আবসার, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সিনিয়র সহ সভাপতি রেহেনা চৌধুরী, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সাধারণ সম্পাদক শাহ আলম, নাট্যজন মাঈনুদ্দিন কোহেল, নাট্যজন অসীত দাশ পুলক, সংগঠক জাহিদুল ইসলাম, স্বাধীন এর জেনারেল সেক্রেটারি আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন চৌধুরী ইভান, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম হাওলাদার, বোরহান উদ্দিন আজাদ, অ্যাডভোকেট তুতুল বাহার, মোহাং বেলাল মিয়া, আবৃত্তিশিল্পী মিশফাক রাসেল, নাট্যশিল্পী ও নির্দেশক সাইফুল ইসলাম, মুকাভিনয়শিল্পী সোলেমান মেহেদী, বাপ্পী হায়দার, নাজিম উদ্দীন মামুন, মো. আকরাম হোসেন বাপ্পী, হামিদুল হক চৌধুরী, তৌফিকুর রশীদ তুরিন, মোহাম্মদ আজিম উদ্দিন, সেলিম উদ্দিন সেলিম, মোহাম্মদ নোমান চৌধুরী, গোলাম মোস্তফা আজাদ, মো. সালাউদ্দিন, নূর উদ্দিন চৌধুরী, সৈয়দ হোসেন, হ্যাপী চৌধুরী, প্রসেনজিৎ বড়ুয়া, ইশফাক শুভ, পার্থ সেন, ওমর ফারুক, আনিকা ফেরদৌস, অরিত্রি দাশ, রূপকথা দাশ, উদাইসা মুনতাহানা, জারিন বিনতে জসিম, মোহাম্মদ হোসেন, ফিমা আকতার, মিসেস বকুল আক্তার ডলি, আবু ইউসুফ, জসিম উদ্দিন, মোহাম্মদ সাঈদ, পার্থ দে, আহমেদ ইমন, হাসনাইন চৌধুরী মাহির, তাইছির, নাজমুল হাসান, মিসেস হাজেরা বেগম, সুমাইয়া আনোয়ার সাফা, মিসেস রুমা করিম, রেদওয়ান করিম রাফান, ইউছুপ আনাস, ইমরান উদ্দিন ইমু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

হান কাংঃ নৈতিক গল্প বলার নীরব শক্তির বেঁচে থাকা : আধুনিক কোরিয়ান সাহিত্যে হান কাং—এর আখ্যানশৈলী ও স্বায়ত্তশাসনের অন্বেষণ

হামিদ রায়হান হান কাং, দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক ও কবি, নোবেল পুরস্কার লাভের বহুপূর্বে বিশ্ব সাহিত্যে একটি অনন্য স্থান দখল করে আছেন তাঁর দ্য ভেজিটেরিয়ান— উপন্যাসের

সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনিবার্চিত কার্যকরি পরিষদ‘কে ফুলেল শুভেচ্ছা অব্যাহত 

সীতাকুণ্ড প্রেসক্লাবের দ্বি—বার্ষিক নিবার্চন পরবতীর্ নবনিবার্চিত কার্যকরি পরিষদ‘কে বিভিন্ন শ্রেণি—পেশাজীবিদের ফুলেল শুভেচ্ছা অব্যাহত আছে। প্রতিদিন ক্লাব প্রাঙ্গনে ফুল নিয়ে ভিড় করছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও

দুঃখিনী কর্ণফুলি, কেমনে তোমারে ভুলি?

প্রফেসর ইদ্রিস আলী উপরে নির্মল নীলাকাশ। দিগন্তব্যাপি উঁচু নিচু মাটি, বৃক্ষ, ঝোপ ঝাড়ের শ্রীমান শ্রীবিষাদের পাহাড় শ্রেণী। উঁচু বিদীর্ণ কাটা পাহাড়ের পাশ দিয়ে আঁকা—বাকা পাহাড়—

তাবুকের বুকে কয়েকদিন : ভবিষ্যৎ নগরী নিওম

মিনহাজুল ইসলাম মাসুম তাবুকের কথা: বিশ্বনবি (সা.)—এর তাবুক অভিযান এবং বর্তমানে নিওম সিটির কারণে তাবুক আমাদের কাছে পরিচিতি লাভ করেছে! অবশ্য এটি একটি ঐতিহাসিক স্থান