এক.
অক্টোপাসের অষ্ট বেড়ি ঘুমিয়ে থাকো রাত
বাহিরে তখন প্রবল আলো হৃদয়ে সম্পাত
দুই.
আসবে কি না আসবে ছিলে সংশয়ে
আগন্তুকের ডাকে, অচেনা এক নীড়ে
এখন প্রেমের অভিষেক দেখো বিস্ময়ে
বলছো-‘আর কখনো যাবো না ফিরে’
তিন.
জীবন আমার অনেক কঠিন
জানা ছিলো
তাই বলে কি ভালবাসা
মানা ছিলো!
খানিক স্বপন দেখেছিলাম
মধ্য রাতে
মিলিয়ে যাবে বুঝিনি তা
ঠিক প্রভাতে
পড়েছেনঃ 72