আলী তারেক পারভেজ এর অনুকাব্য
১.
দূরের মানুষ কাছে এসে
দূরের খবর কও
বুকের মধ্যে বসে বলো
কাছের মানুষ নও
খুব নিবিড়ে ঠোঁট ঠুকে কও
মেঘের দেশে যাবো
বৃষ্টি শুধুই মেঘ দেখি না
কোন বনে হারাবো
২.
ডুবে থেকো ফুল আর পত্র—পল্লবে
ডুবে থেকো নীল তারার উৎসবে
ডুবে থেকো খুনসুটির চোরাবালিতে
ডুবে থেকো আপোষের জোড়াতালিতে
ডুবে থেকো গভীরে যাবোনা থামাতে
ডুবে থেকো সব নিয়ে শুধু আমাতে
পড়েছেনঃ 23