১.
পরে আছি অনেক পিছে
তোমার সাথে পাল্লা দিয়ে
অন্ধকারে ছুটছি মিছে
পাচ্ছি না যে আলোর রেখা
দীপটি হাতে বহু দূরে
সটকে গেছো তুমি একা
আমি করুণ অবসাদে
প্রহর গুনি, ভালবাসা
নামক এক মৃত্যুখাদে
২.
নদী আছে ঢেউ নেই
ভিড় তবু কেউ নেই
পুরো চাঁদ আলো নেই
ভালোবাসা ভালো নেই
৩.
তোমার তারিফ সবাই তো করে
বলার কিছু নেই আমার তাতে
তাঁর তারিফ করছি ভক্তি ভরে
যেঁ গড়েছে তোমায় নিপুণ হাতে
পড়েছেনঃ 87