এখন সময়:রাত ১:৪৯- আজ: শনিবার-৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:রাত ১:৪৯- আজ: শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ-২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ-হেমন্তকাল

সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনিবার্চিত কার্যকরি পরিষদ‘কে ফুলেল শুভেচ্ছা অব্যাহত 

সীতাকুণ্ড প্রেসক্লাবের দ্বি—বার্ষিক নিবার্চন পরবতীর্ নবনিবার্চিত কার্যকরি পরিষদ‘কে বিভিন্ন শ্রেণি—পেশাজীবিদের ফুলেল শুভেচ্ছা অব্যাহত আছে। প্রতিদিন ক্লাব প্রাঙ্গনে ফুল নিয়ে ভিড় করছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর ও সদস্য সচিব কাজী মহিউদ্দিন‘সহ জামায়াত, জাতীয় পার্টি ও সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী কমিটির নেতারা নবনিবার্চিত কমিটি‘কে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেছে। উল্লেখ্য যে, গত ১৭ সেপ্টেম্বর সীতাকুণ্ড প্রেসক্লাবের নিবার্চন অনুষ্ঠিত হয়। প্রধান নিবার্চন কমিশনার স্বাক্ষরিত উপজেলা নিবার্হী কর্মকতার্ কে এম রফিকুল ইসলাম ঘোষিত ফলাফল অনুয়ায়ী সভাপতি পদে নিবার্চিত হয় সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাইয়ূম চৌধুরী। সহ—সভাপতি পদে মোঃ খাইরুল ইসলাম ও সহ—সাধারণ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম বিনাপ্রতিদ্বন্ধিতায় নিবার্চিত হয়। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক, অর্থ সম্পাদক পদে সবুজ শমার্ শাকিল, ক্রীড়া—সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ সালাউদ্দিন, অফিস—পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ আবুল খায়ের এবং প্রচার—প্রকাশনা সম্পাদক পদে সঞ্জয় চৌধুরী নিবার্চিত হয়।

নিবার্চনে প্রধান নিবার্চন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোঃ নাছির উদ্দিন এবং নিবার্চন কমিশনার এর দায়িত্বে ছিলেন মোহাম্মদ বাবুল মিয়া বাবলা। নিবার্চনে সার্বিক সহযোগিতা করেন মোঃ দেলোয়ার হোসাইন খান।

৫ অক্টোবর অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কমিটির শপথ অনূষ্ঠান। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিনের সভাপতিত্বে নবনিবার্চিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ—সচিব মোঃ রুহুল আমীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিপব্রেকিং ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন।

প্রসঙ্গত ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম সারির পত্রিকা—টিভি চ্যানেলগুলোতে কর্মরত মূলধারার সাংবাদিকদের এ পেশাজীবি সংগঠনটির নিবার্চন উপজেলাব্যাপী বেশ উৎসবমূখর হয়ে উঠেছিল। নবনিবার্চিত সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু বলেন, মূলধারার সাংবাদিকদের আস্থার প্রতীক সীতাকুণ্ড প্রেসক্লাব। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির নিবার্চন বরাবরই উৎসবমূখর হয়ে আসছে। এবারের নিবার্চনেও তার ব্যতিক্রম হয়নি। বিজয়ী বর্তমান কার্যকরি পরিষদ আগামী দু‘বছর সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

আহমদ রফিক: ভাষাসৈনিক থেকে সাহিত্য-গবেষণার আলোকবর্তিকা

শাহেদ কায়েস   আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯২৯-মৃত্যু: ২ অক্টোবর ২০২৫) বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের ভুবনে আহমদ রফিক একটি উজ্জ্বল নাম। তিনি একাধারে

অধ্যাপক ডা. রবিউল হোসেনের ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

আন্দরকিল্লা ডেক্স \ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম এর ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আত্মজীবনী ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

ফেরা

সৈয়দা মাসুদা বনি   নিশ্ছিদ্র অন্ধকারের কথা শোনা থাকলেও আদতেই সেটা কেমন জানা ছিল না রিশানের। এটাই তাহলে মৃত্যুর পরের জগৎ, সে ভাবে। সে ভাবতে

ফিরে যাওয়া

বিচিত্রা সেন   রুবা.. রুবা খবরদার, না খেয়ে এক পাও বাইরে দিবি না। মুশকিল হয়ে যাবে কিন্তু! মায়ের হুমকিতে অগত্যা রুবাকে দাঁড়াতেই হয়। মা যে

চিরহরিৎ বৃক্ষের গল্প

সুজন বড়ুয়া   ছাদে উঠে দেখি শানবাঁধানো উঁচু আসনে একা বসে আছেন হরিৎবরণ ঘোষাল। একটু অবাক হলাম। এ সময় তার ছাদে বসে থাকার কথা নয়।